Advertisement
০২ মে ২০২৪

মাহমুদাকে সরানো হল, শঙ্কর-বিপ্লবেই ভরসা

শঙ্কর-বিপ্লবে আস্থা রেখে দু’টি কেন্দ্রে নতুন মুখ এনে দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিদায়ী সমস্ত বিধায়ক এ বারে টিকিট পেলেও কুমারগঞ্জে বিধায়ক মাহমুদা বেগম বাদ পড়েছেন। মাহমুদার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির নালিশ উঠেছিল। সেই জায়গায় তাঁর অনুগামী কুমারগঞ্জ ব্লক সভাপতি তোরাফ হোসেন মন্ডলকে কুমারগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে। যাকে বিধায়ক মাহমুদা বেগম সম্প্রতি ব্লক সভাপতি মনোনীত করেন।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০২:২২
Share: Save:

শঙ্কর-বিপ্লবে আস্থা রেখে দু’টি কেন্দ্রে নতুন মুখ এনে দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিদায়ী সমস্ত বিধায়ক এ বারে টিকিট পেলেও কুমারগঞ্জে বিধায়ক মাহমুদা বেগম বাদ পড়েছেন। মাহমুদার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির নালিশ উঠেছিল। সেই জায়গায় তাঁর অনুগামী কুমারগঞ্জ ব্লক সভাপতি তোরাফ হোসেন মন্ডলকে কুমারগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে। যাকে বিধায়ক মাহমুদা বেগম সম্প্রতি ব্লক সভাপতি মনোনীত করেন।

কুমারগঞ্জে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দলনেত্রীর প্রার্থী বাছাইয়ের বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট হয়েছে বিরোধী বামেদের দখলে থাকা একমাত্র কুশমন্ডি কেন্দ্রের প্রার্থী নির্বাচন নিয়েও। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত কুশমণ্ডি বিধানসভা আসনে এবারে প্রার্থী নির্বাচনে দৌড়ে উঠে এসেছিল দলের তিন ব্লক ও জেলা স্তরের নেতৃত্বের নাম। তাদের সচেতন ভাবে এড়িয়ে কুশমণ্ডিতে নতুন মহিলা প্রার্থী করা হয়েছে রেখা রায়কে। ২০১১ সালের ভোটে তৃণমূলের সঙ্গে জোটে একমাত্র কুশমণ্ডি আসনটি কংগ্রেস পেলেও বামজোটের আরএসপি প্রার্থী নর্মদা রায় জিতে যান। সেদিক দিয়ে রেখাদেবী নতুন মুখ হলেও রাজনীতিতে অনভিজ্ঞ নন। গত ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে তিনি কুশমণ্ডি থেকে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী হয়ে লড়েছিলেন। ভোটে হেরে গেলেও রেখাদেবী বামেদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে মাঠ ছেড়ে যাননি।

দলের প্রতিষ্ঠাকাল থেকে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতি পদে ছিলেন বিপ্লব মিত্র। সম্প্রতি তাঁকে জেলা সভাপতি পদ থেকে সরানো হলেও হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকেই দলনেত্রী মমতা ফের তাকে প্রার্থী নির্বাচন করে তাঁর উপরে আস্থা রাখার ইঙ্গিতই দিয়েছেন বলে দল সূত্রের খবর। সেই সঙ্গে বিপ্লববাবুকে প্রার্থী করে হরিরামপুরে তাঁর বিরুদ্ধ সোনা পাল-অনুগামীদের গোষ্ঠীবিবাদে ইতি টানারও বার্তা দিয়েছেন। পাশাপাশি সোনা-সামলানোর গুরু দায়িত্বও বিপ্লববাবুর উপরেই বর্তে গিয়েছে। নতুন প্রার্থীদেরও এক হয়ে চলার বার্তা দিয়ে নতুন জেলা সভাপতি, বালুরঘাটের শঙ্কর চক্রবর্তীর উপর পুরো আস্থা রেখে তপনে বাচ্চু হাঁসদা এবং গঙ্গারামপুর কেন্দ্রে সত্যেন রায়কেও পুনরায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী করেছেন মমতা।

কুমারগঞ্জের নতুন প্রার্থী, স্নাতক তোরাফ হোসেন মন্ডল পেশায় মাদ্রাসার অশিক্ষককর্মী। তিনি বলেন, ‘‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দলনেত্রীর আদর্শে সকলকে নিয়ে চলার চেষ্টা করি। আর বিদায়ী বিধায়ক মাহমুদা বেগম ভালোবেসে আমাকে ব্লক সভাপতি করেছেন। আমি তার আশীর্বাদ থেকে বঞ্চিত হব না।’’ কুশমন্ডির নতুন মুখ প্রার্থী রেখাদেবীর বক্তব্য, দলনেত্রীর নির্দেশ মেনে সকলকে নিয়ে চলবো।

এ দিন নয়া প্রার্থী ঘোষণা হতেই কুমারগঞ্জে তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। এলাকার নিচুতলার কর্মী সমর্থকদের বক্তব্য, কুমারগঞ্জের মাটিতে দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরে অস্থিরতা শুরু হয়েছিল। সে সময় দক্ষিণ দিনাজপুরে দলের জেলা সভাপতি পরিবর্তন করায় মনে হয়েছিল ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম, তাতে দলের কোনও ক্ষতি হয়নি। বরং দলনেত্রীর ওই বলিষ্ঠ পদক্ষেপের সঙ্গে প্রার্থী বদলের মধ্যে দিয়ে দ্বন্দ্বের অবসান স্পষ্ট হয়ে উঠেছে। যা আসন্ন ভোটের মুখে প্রাক্তন ও বর্তমান জেলা সভাপতি বিপ্লব মিত্র এবং শঙ্কর চক্রবর্তীর উপর ভরসার বার্তাই দিয়ে রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহিলা থানা। আলিপুরদুয়ার জেলায় একটি মহিলা থানার অনুমোদন দিল রাজ্য সরকার।এই থানা স্থাপন হলে এটি হবে জেলার একমাত্র মহিলা থানা। শুক্রবার আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু ররীন্দ্রনাথ এ খবর দিয়ে জানান, আলিপুরদুয়ার মহিলা থানা স্থাপনের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।আলিপুরদুয়ার শহরের মধ্যেই এই থানা স্থাপন করা হবে। মহিলা থানা স্থাপনের ব্যপারের দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।প্রয়োজনে ভাড়া বাড়িতে মহিলা থানার কাজ শুরু করা যায় কিনা সেটা খতিয়ে দেখা হবে।মহিলা থানা স্থাপনের খবরে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন মহলে খুশি ছড়িয়ে পড়েছে।শিক্ষিকা দীপিকা রায় জানান,আলিপুরদুয়ারে মহিলা থানা স্থাপন হচ্ছে এটা খুব ভাল খবর।মহিলাদের নিরাপত্তা কথা ভেবে মহিলা থানা স্থাপন জরুরি ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south Dinajpur TMC Candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE