জমি মাফিয়াদের দাপটে তাঁরা সপরিবার ১৮ দিন ধরে ঘরছাড়া বলে অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হলেন গাজলের এক বৃদ্ধ অসহায় দম্পতি।
সুবিচারের আশায় মঙ্গলবার দুপুরে পুত্র, পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসেন ওই দম্পতি। এতে চরম অস্বস্তিতে পড়ে যান জেলা পুলিশের শীর্ষকর্তারা। তড়িঘড়ি ওই দম্পতি ও তাঁদের পরিবারকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়। শেষপর্যন্ত সরে দাঁড়ান ওই বৃদ্ধ দম্পতি ও তার পরিবােরর সদস্যেরা। এরপর পুরো ঘটনাটি নিয়ে গাজল থানার পুলিশকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতির নাম সুবলচন্দ্র দাস ও দীপালি দাস। তাঁদের তিন ছেলে লোকরঞ্জন, শ্যামসুন্দর এবং তড়িৎ। তাঁদের স্ত্রী এবং নাবালক সন্তানেরাও রয়েছে। সকলকে নিয়েই বৃদ্ধ দম্পতি এ দিন পুলিশ সুপারের অফিসের সামনে রাস্তায় সুবিচারের আশায় ধর্নায় বসেন। বৃদ্ধ সুবল পেশায় ব্যবসায়ী। গাজল থানার করলাভিটা এলাকার জাতীয় সড়কের ধারে প্রায় ১৫ কাঠা জায়গার উপর দোতলা বাড়ি রয়েছে। সপরিবার ওই বাড়িতে থাকেন বৃদ্ধ দম্পতি।