Advertisement
০৬ মে ২০২৪

নাথুলা হয়ে মানস সরোবর, প্রথম দফায় দল পৌঁছল গ্যাংটক

নাথুলা হয়ে সড়ক পথে সোজা মানস সরোবর। ভারতের চিনের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী, এ বছরই প্রথম এই পথে যাওয়া যাবে কৈলাস। মোট পাঁচ দফায় প্রায় আড়াইশো পর্যটক ওই পথে কৈলাস পৌঁছবেন। তারই প্রথম দফায় বুধবার দুপুরে ৪০ জন পর্যটক এসে পৌঁছলেন বাগডোগরা। বিমানবন্দরে তাঁদের সিকিম পর্যটন দফতর এবং এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়া (এএই)-র তরফে অভ্যর্থনা জানানো হয়।

বাগডোগরা বিমানবন্দরে পর্যটকেরা। ছবি: নিজস্ব চিত্র।

বাগডোগরা বিমানবন্দরে পর্যটকেরা। ছবি: নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ১৬:১৭
Share: Save:

নাথুলা হয়ে সড়ক পথে সোজা মানস সরোবর। ভারতের চিনের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী, এ বছরই প্রথম এই পথে যাওয়া যাবে কৈলাস। মোট পাঁচ দফায় প্রায় আড়াইশো পর্যটক ওই পথে কৈলাস পৌঁছবেন। তারই প্রথম দফায় বুধবার দুপুরে ৪০ জন পর্যটক এসে পৌঁছলেন বাগডোগরা। বিমানবন্দরে তাঁদের সিকিম পর্যটন দফতর এবং এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়া (এএই)-র তরফে অভ্যর্থনা জানানো হয়।

এ দিন দুপুর ২টো নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছয় পর্যটকদের ওই দলটি। সেখানে থেকে তাঁরা গ্যাংটকের উদ্দেশে রওনা হয়। দিল্লি থেকে আসা ওই দলে তিন জন বাঙালি রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন প্রবাসী। এ দিন বিমানবন্দরে দাঁড়িয়ে পূর্ব সিকিমের জেলাশাসক প্রভাকর ধর্মা বলেন, ‘‘সিকিমের অর্থনীতি এবং পর্যটন শিল্পের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশের মানুষ এ বার সিকিমকে আরও বেশি করে চিনবে।’’

বৃহস্পতিবার গ্যাংটকে আনুষ্ঠানিক ভাবে গোটা দলকে সম্বর্ধনা জানানো হবে বলে সিকিম পর্যটন দফতর সূত্রে জানানো হয়েছে। গ্যাটক থেকে নাথুলা হয়ে আগামী ২২ তারিখ সীমান্ত পেরোবে পর্যটকদের ওই দলটি। ২৬ জুন মানস সরোবর পৌঁছনোর পর তাঁরা কৈলাস পৌছবেন ২৮ তারিখে। সেখান থেকে ৪ জুলাই ফের বাগডোগরা ফিরে আসবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tourist bagdogra mansarovar siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE