Advertisement
E-Paper

মেটেলিতে রাস্তার ওপরেই ট্রাকচালককে গুলি দুষ্কৃতীর

পাথর বোঝাই এক ট্রাকের চালককে গুলি করা হল ডুয়ার্সের মেটেলিতে। সোমবার দুপুরে মেটেলির সোনগাছি চা বাগানের জাহাজবস্তি লাগোয়া এলাকার ঘটনা।

শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০২:০৬

পাথর বোঝাই এক ট্রাকের চালককে গুলি করা হল ডুয়ার্সের মেটেলিতে। সোমবার দুপুরে মেটেলির সোনগাছি চা বাগানের জাহাজবস্তি লাগোয়া এলাকার ঘটনা। গুলিবিদ্ধ ট্রাক চালক বুদ্ধিমান রায়কে মালবাজার মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাঁকে দ্রুত শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুদ্ধিমানের বাড়ি মেটেলির বিধাননগর পঞ্চায়েতের পশ্চিম শালবাড়িতে। পুলিশ জানিয়েছে, আহতের চোয়ালে গুলি লেগেছে। কালিম্পঙের গরুবাথান এলাকার মাল নদী থেকে বোল্ডার বোঝাই করে ট্রাকটি ফিরছিল বলে জানা গিয়েছে। নদীর ধার ঘেঁষে জাহাজবস্তি এলাকা দিয়ে যখন ট্রাকটি যাচ্ছিল সে সময় আচমকাই এক যুবক দেশি পাইপগান নিয়ে ট্রাকচালককে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরে ট্রাকের খালাসিরা জখম চালককে ট্রাকে চাপিয়েই মালবাজারের হাসপাতালে নিয়ে আসেন। ট্রাকটির মালিক সুবীর দাস মালবাজার পুরএলাকার বাসিন্দা। আচমকা ট্রাকে চড়াও হয়ে ছিনতাইয়ের বা তোলাবাজির উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ সুবীরবাবুর। মালবাজারের এসডিপিও নিমা নরবু ভুটিয়া জানান ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। ট্রাকের ডালায় বসে থাকা থাকা নীরেন রায় , অমল রায়েরা বলেন, ‘আচমকাই গাড়ির দিকে এক যুবককে খালি গায়ে হাতে বন্দুক নিয়ে তেড়ে আসতে দেখি’। কালিম্পঙ এবং জলপাইগুড়ি জেলার সীমানাবর্তী কোনও গ্রামের যুবক ঘটনায় জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। এধরনের ঘটনা এই অঞ্চলে প্রথম বলে জানান ট্রাকমালিকেরা। পুরো বিষয়টি নিয়ে তাঁরা নিজেদের মধ্যে বৈঠকও করবেন বলে জানা গিয়েছে।

Truck driver Shot Street Dooers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy