Advertisement
১০ মে ২০২৪
Accident

চলন্ত বাইকে ধাক্বা বাইসনের, শিংয়ের গুঁতোয় আলিপুরদুয়ারে মৃত্যু যুবকের

স্কুটি লক্ষ্য করে বাইসনটি হামলা করে। বাইসনের শিংয়ের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা দেখেন, পেটে শিং ঢুকিয়ে দিয়েছে বাইসনটি।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৭:১৫
Share: Save:

বছরের প্রথম দিনটা আনন্দ করে কাটাবেন ভেবেছিলেন পঙ্কজ রায় (১৯)। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। পিকনিকে যাওয়াই কাল হল কোচবিহার খোলটা এলাকার বাসিন্দা পঙ্কজের।

জয়ন্তী থেকে বালা নদীর দিকে বন্ধুদের সঙ্গে স্কুটি নিয়ে পিকনিকে যাচ্ছিলেন তিনি। হ্ঠাৎই মাঝ রাস্তায় এসে পড়ে একটি দলছুট বাইসন। বাকিরা কাটিয়ে বেরিয়ে গেলেও বেরোতে পারেননি পঙ্কজ। তাঁর স্কুটি লক্ষ্য করে হঠাৎ বাইসনটি হামলা করে। বাইসনের শিংয়ের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, পেটে শিং ঢুকিয়ে দিয়েছে বাইসনটি।

ঘটনার পর স্থানীয় হাসপাতালে পঙ্কজকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চকিতে বাইসনের শিং পেটে ঢুকে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই যুবকের, জানান চিকিৎসকরা। ঘটনাস্থলে তিনি বেশ কিছুক্ষণ পড়ে ছিলেন বলেও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন।

খবর পাওয়া গিয়েছে, তিনটি মোটর বাইকে করে বন্ধুদের সঙ্গে আলিপুরদুয়ারের জয়ন্তীতে পিকনিক করতে যাচ্ছিলেন পঙ্কজ। যাওয়ার পথেই দলছুট বাইসনটিকে রাস্তা পারাপার করতে দেখেন তাঁরা। একটি বাইকে সেটিকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও পঙ্কজের স্কুটি একেবারে মুখোমুখি পড়ে যায়। তারপরেই হামলা চালায় বাইসনটি। শিংয়ের গুঁতোয় ছিটকে পড়েন আরোহী। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ পড়ে থাকার পর স্থানীয়রা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, ‘‘এক পর্যটকের মৃত্যুর ঘটনা শুনেছি। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।’’ বাইসনের গুঁতোয় মৃত্যু হয়েছে কিনা, জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন ‘‘ময়নাতদন্ত করলে বিষয়টি জানা যাবে।’’ ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর ও পুলিশ।

আরও পড়ুন: ২ চিতাবাঘকে সজোরে ধাক্কা মেরে উল্টালো গাড়ি, আহত ৫

আরও পড়ুন: কর্তৃত্ব কায়েমে টক্কর যুব মোর্চায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Wild Life Bison
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE