Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ফুটবল ঘরে-বাইরে

টাউন ক্লাব, ম্যাঞ্চেস্টার মিলিয়ে দিল জলপাইগুড়ি

মাঠে চলছে ফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি হয়েছে এলাকার দল। মাঠ লাগোয়া প্রেক্ষাগৃহে বড় পর্দায় তখনই ভিন্‌ মহাদেশের এক লিগের ডার্বি। লড়াই চলছে বিশ্বের তাবড় ফুটবলারদের।

ম্যাঞ্চেস্টার ডার্বি দেখতে বড় স্ক্রিনে চোখ।

ম্যাঞ্চেস্টার ডার্বি দেখতে বড় স্ক্রিনে চোখ।

রাজা বন্দ্যোপাধ্যায়
জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০২:১০
Share: Save:

মাঠে চলছে ফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি হয়েছে এলাকার দল। মাঠ লাগোয়া প্রেক্ষাগৃহে বড় পর্দায় তখনই ভিন্‌ মহাদেশের এক লিগের ডার্বি। লড়াই চলছে বিশ্বের তাবড় ফুটবলারদের।

শনিবার বিকেলে মাঠ ও পর্দা, দু’জায়গাতেই ফুটবলপ্রেমীদের ভিড় উপচে পড়ল জলপাইগুড়িতে। ফুটবল নিয়ে এমন উন্মাদনায় আপ্লুত শহরের প্রাক্তন খেলোয়াড়েরা। বললেন, ‘‘জলপাইগুড়ি ছাড়া ফুটবল নিয়ে এমন আবেগ আর কোথায়?’’

জলপাইগুড়ির টাউন ক্লাবের মাঠে এ দিন আরএসএ ক্লাব আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল ছিল বিকেল সওয়া ৪টে থেকে। প্রথমার্ধের খেলা যখন শেষ হল, প্রায় সেই সময়েই ইউরোপে শুরু হল ম্যাঞ্চেস্টার ডার্বি— ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্যাঞ্চেস্টার সিটি। টাউন ক্লাব মাঠ লাগোয়া টাউন ক্লাবের ইন্ডোর অডিটোরিয়ামে বড় পর্দায় দোখানোর ব্যবস্থা হয়েছিল এই ম্যাচ। ব্যবস্থাপনায় ছিল ‘জলপাইগুড়ির ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যান ক্লাব’। আরএসএ আয়োজিত প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম ছিল ২০ টাকা। আর ইন্ডোর অডিটোরিয়ামে ডার্বি ম্যাচের টিকিটের দাম ছিল ৫০ টাকা। স্টেডিয়াম এবং অডিটোরিয়াম, দু’টি জায়গাতেই তখন সমর্থকদের উল্লাসে কান পাতা দায়। সেই আওয়াজ ছড়িয়ে পড়ছিল মাঠের পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর পার থেকে শহরের সর্বত্র।

ভরা টাউন ক্লাব মাঠে চলছে খেলা। ছবির: সন্দীপ পাল।

জলপাইগুড়ির প্রাক্তন খেলোয়াড় সন্টু চট্টোপাধ্যায় বলেন, “জলপাইগুড়িতে আজ দু’জায়গায় দর্শকেরা দু’টি খেলা দেখেছেন। একটি এলাকার খেলা, অন্যটি বিশ্বের অন্যতম সেরা ডার্বি। দু’টিতেই যে উৎসাহ দেখা গিয়েছে, তা ফুটবল প্রেমের বেশ ভাল উদাহরণ।’’ জলপাইগুড়িতে এ রকম ঘটনা আগে ঘটেনি, জানান তিনি।

আরএসএ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে যুবমঞ্চ ২-০ গোলে আয়োজক ক্লাব আরএসএকে হারিয়ে দেয়। দু’টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। এ দিনের গোলদাতা যুবমঞ্চের দিলীপ সোরেন এবং বিদেশি খেলোয়াড় চিবয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুবমঞ্চের যোসেফ।

এ দিনের খেলার মান অন্য দিনের তুলনায় ভাল ছিল। প্রধমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা হয়েছে। প্রথমার্ধের শেষ দিকে বৃষ্টি নামে। দশ মিনিটের বৃষ্টিতে মাঠ ভিজে যায়। দ্বিতীয়ার্ধে খেলার রাশ হাতে নেয় যুবমঞ্চ। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে পেনাল্টি বক্সের মধ্যে জটলা থেকে গোলে শট নেন যুবমঞ্চের দিলীপ সোরেন। সেই শটই জালে জড়ায়। এর দশ মিনিট বাদেই যুবমঞ্চের চিবয় বাঁ দিক থেকে বল নিয়ে উঠে আগুয়ান আরএসএর গোলকিপারকে কাটিয়ে নিয়ে গোল করেন।

মাঠে যখন চিবয়দের খেলা দেখে হাততালির ঝড়, পর্দার সামনে তখন কেভিন ডি-ব্রুইন, ইব্রাহিমভিচে বুঁদ হয়ে রয়েছেন বহু ফুটবল ভক্ত। ম্যাঞ্চেস্টার ডার্বিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-১ গোলে হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটির কাছে। ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যান ক্লাব’-এর সম্পাদক প্রণয় দাস বলেন, “বড় পর্দায় ডার্বি ম্যাচ দেখানোর এটা আমাদের তৃতীয় আয়োজন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tremendous crowd Football Match Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE