Advertisement
০৮ মে ২০২৪

বিধিভঙ্গে অভিযুক্ত তৃণমূল প্রার্থী

বাম প্রার্থীর পোস্টার, পতাকা ছিঁড়ে দেওয়া এবং বেআইনি ভাবে মিছিল করার অভিযোগে কোচবিহারের আরও এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের নোটিশ জারি করল নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রের খবর, রবিবার বিধিভঙ্গের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছিল কোচবিহার পুরসভার বিদায়ী চেয়ারম্যান সহ শাসক দলের দুই প্রার্থীকে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৫ ০৩:০১
Share: Save:

বাম প্রার্থীর পোস্টার, পতাকা ছিঁড়ে দেওয়া এবং বেআইনি ভাবে মিছিল করার অভিযোগে কোচবিহারের আরও এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের নোটিশ জারি করল নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রের খবর, রবিবার বিধিভঙ্গের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছিল কোচবিহার পুরসভার বিদায়ী চেয়ারম্যান সহ শাসক দলের দুই প্রার্থীকে। সোমবার নোটিশ দেওয়া হল ২ নম্বর ওয়ার্ডে শাসক দলের প্রার্থী হয়েছেন মীনা তরকে।

সোমবার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোচবিহার ও মাথাভাঙার প্রায় ৮টি ওয়ার্ডে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল। কোথাও বহিরাগতদের জড়ো করে বাম কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আবার কোথাও বাম প্রার্থীর নামে লেখা দেওয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে। কোচবিহার সদর মহকুমাশাসক বিকাশ সাহা বলেন, “অভিযোগের ভিত্তিতে কোচবিহার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কমিশনের আইন না মেনে চললে ব্যবস্থা নেওয়া হবে।”

২ নম্বর ওয়ার্ডে শাসক দলের প্রার্থী হয়েছেন মীনা তর। তিনি ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর উজ্জ্বল তরের মা। ওই ওয়ার্ডে বামেদের পক্ষে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন সোমালি আচার্য। তৃণমূল অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ।

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “হার নিশ্চিত বুঝতে পেরে বামেরা সব ভিত্তিহীন অভিযোগ তুলছে। নির্বাচন কমিশনের আইন মেনেই সর্বত্র প্রচার চলছে।” বনমন্ত্রী তথা শাসক দলের মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “প্রচারে নেমে বামেরা বুঝতে পেরেছে তাঁদের পক্ষে কেউ নেই। সে জন্যই মনগড়া কিছু বলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশিস বণিকের অভিযোগ, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এখন মাইক বাজিয়ে মিটিং, মিছিল বন্ধ রয়েছে। রবিবার নির্বাচন কমিশনের ওই নির্দেশ উপেক্ষা করে ২ নম্বর ওয়ার্ডে মাইক বাজিয়ে মিছিল করে তৃণমূল। মিছিলের পর ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বাড়ির সামনে গিয়ে সেখানে থাকা পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। শুধু ওই ওয়ার্ডেই নয়, তোর্ষার বাধ সংলগ্ন ১, ১৫,১৬, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডেও প্রতিদিন হুমকি চলছে বলে দাবি। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির জন্য প্রতিদিন সন্ধ্যের পর বাধের উপরে বহিরাগতদের জড়ো করছে তৃণমূল। ২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর উজ্জ্বল তর বলেন, “বাসিন্দাদের কাছে আমাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। সমস্ত অভিযোগ মিথ্যে। ফরওয়ার্ড ব্লক এখানে ভোট পাবে না বুঝতে পেরেই এমন অভিযোগ তুলছে।”

মাথাভাঙ্গায় ৫ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙা পুরসভার বিদায়ী চেয়ারপার্সন তথা ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী কোকিলা সিংহ বলেন, “প্রায় ১০টি দেওয়াল সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয়েছে। যদি ওই জায়গায় আবার আমার নাম লিখে না দেওয়া হয়, তা হলে বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE