Advertisement
২২ মে ২০২৪

পরিবহণেও নোটের গেরো

বাণিজ্যিক যানে লাগাতে হবে গতি নিয়ন্ত্রণের যন্ত্র। কিন্তু নোট সমস্যার ফলে সেই যন্ত্র গাড়িতে লাগাতে না পারায় অনেক গাড়িকেই প্রশাসন ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০১:৩৪
Share: Save:

বাণিজ্যিক যানে লাগাতে হবে গতি নিয়ন্ত্রণের যন্ত্র। কিন্তু নোট সমস্যার ফলে সেই যন্ত্র গাড়িতে লাগাতে না পারায় অনেক গাড়িকেই প্রশাসন ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে না। এই অভিযোগ তুলে এ বার আন্দোলনে নামার হুমকি দিলেন জলপাইগুড়ির ট্রাক চালকেরা। বিষয়টি নিয়ে এ দিন জলপাইগুড়িতে আঞ্চলিক পরিবহণ আধিকারিকের দফতরে একটি স্মারকলিপিও দেন তাঁরা। জলপাইগুড়ি জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীব ঘোষ এ দিন অভিযোগ করেন, দিন পনেরো আগে তাঁরা নির্দেশ পান, ফিটনেস সার্টিফিকেট পেতে গাড়িতে গতি নিয়ন্ত্রণের যন্ত্র লাগাতে হবে। কিন্তু বাজারে ওই যন্ত্রের খোঁজ করতে গিয়ে তাঁরা জানতে পারেন, জলপাইগুড়িতে ওই মেশিনের দাম অন্য জায়গার থেকে অন্তত তিন-চার হাজার টাকা বেশি। ফলে শুরুতেই দাম নিয়ে বিভ্রান্তির শিকার হন তাঁরা। এর উপর নোট সমস্যার জেরে অনেকে ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না ওই যন্ত্র। এর ফলে গত কয়েক দিন ধরে প্রায় হাজার খানেক ট্রাককে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সঞ্জীববাবু। ট্রাক মালিকদের দাবি, নোটের গেরোয় ইতিমধ্যেই দৈনিক গাড়ি চালানোর খরচ তুলতে হিমসিম খাচ্ছেন তাঁরা। তার উপর ফিটনেস সার্টিফিকেটের অভাবে গাড়ি বসে যাওয়ায় অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণেও প্রভাব পড়বে বলে জানাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে এই নিয়ম আপাতত শিথিল করার দাবি জানিয়েছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রশাসনের এক কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Truck union Jalpaiguri demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE