রোগীকে চড় মারার অভিযোগ উঠল শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক রিচার্ড নার্জেনারীর বিরুদ্ধে। রোগীর সঙ্গে দুর্ব্যবহারকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ আক্রান্ত রোগীর পরিবার-সহ এলাকাবাসীর।
সূত্রের খবর, বৃহস্পতিবার মৌ মণ্ডল নামে এক মহিলা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে আসেন। চিকিৎসকেরা বলার পর তাঁকে অবজার্ভেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক রোগীর তেমন কিছু হয়নি বলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। এর পরই হাসপাতাল চত্বরেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হলে অবজার্ভেশন ওয়ার্ডে রোগীকে সপাটে চড় মারেন কর্তব্যরত চিকিৎসক বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই রোগীর পরিবার ও এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
রোগীর ভাই গোপাল মণ্ডল জানান, অবজার্ভেশন ওয়ার্ডে কিছুক্ষণ রাখার পর যখন তাঁর দিদি বাইরে আসেন তখন তাঁকে চড় মারা হয়েছে বলে জানান তিনি। গালে সেই দাগও স্পষ্ট দেখা যাচ্ছিল।
যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ডাক্তার রিচার্ড নার্জেনারীকে প্রশ্ন করা হলে, তিনি চড় মারার ঘটনা প্রসঙ্গে বলেন যে, এটা ‘লাইন অফ ট্রিটমেন্ট’। অনেক সময় মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে বহু রোগী হাসপাতালে আসেন। অনেক সময় বিভিন্ন প্রেশার পয়েন্টে প্রেসার দিলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এক্ষেত্রেও ঠিক তেমনই করা হয়েছে। এটা তাঁদের চিকিৎসারই একটি অঙ্গ।