Advertisement
E-Paper

ট্রেন থেকে পড়ে জখম দুই ভাই

চলন্ত ট্রেন থেকে দুই ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁদেরই সঙ্গীদের বিরুদ্ধে। ওই দুই ভাই আপ ব্রহ্মপুত্র এক্সপ্রসের সাধারণ কামরায় সওয়ার ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে মালদহ জেলার রতুয়া থানার শ্রীপুর এলাকায় রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত ও অচৈতন্য অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে রেল পুলিশ। আহতদের নাম জহিরুল হক (১৮) ও আমিনুর রহমান(২২)। তাঁদের বাড়ি অসমের গোলকগঞ্জের লক্ষ্মীমারি এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:১৭
মালদহ মেডিক্যালে জখম (বাঁ দিকে) আমিনুর ও (ডান দিকে) জহিরুল। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

মালদহ মেডিক্যালে জখম (বাঁ দিকে) আমিনুর ও (ডান দিকে) জহিরুল। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

চলন্ত ট্রেন থেকে দুই ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁদেরই সঙ্গীদের বিরুদ্ধে। ওই দুই ভাই আপ ব্রহ্মপুত্র এক্সপ্রসের সাধারণ কামরায় সওয়ার ছিলেন বলে জানা গিয়েছে।

সোমবার সকালে মালদহ জেলার রতুয়া থানার শ্রীপুর এলাকায় রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত ও অচৈতন্য অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে রেল পুলিশ। আহতদের নাম জহিরুল হক (১৮) ও আমিনুর রহমান(২২)। তাঁদের বাড়ি অসমের গোলকগঞ্জের লক্ষ্মীমারি এলাকায়। বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কোচবিহার থেকে অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, জহিরুল ও আমেনুর গত ১৮ ফেব্রুয়ারি জুতো কারখানায় শ্রমিকের কাজ নিয়ে দিল্লি যান। ছুটিতে আপ ব্রহ্মপুত্র মেলের সাধারণ কামরায় বাড়ি ফিরছিলেন তারা। তাঁদের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই কারখানায় কর্মরত আরও চার যুবক। তাঁদের বাড়িও ওই একই এলাকায়।

জানা গিয়েছে, ভোর রাতে মালদা টাউন স্টেশন ছাড়ার পর অসংরক্ষিত কামরায় আসন দখল নিয়ে রাহুল পানোয়ার ও জেনি পানোয়ার নামে দুই যাত্রীর সঙ্গে তাঁদের বচসা হয়। তারাই এই দুই ভাইকে ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ। এদিন সকালে রতুয়ার শ্রীপুর এলাকার রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁদের উদ্ধার করে রেল পুলিশ। প্রথমে তাদের ভর্তি করা হয় সামসি গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। দুই ভাই এর মধ্যে আমিনুরের ডান হাত কেটে গিয়েছে। জহিরুলের মাথায় আঘাত রয়েছে। হাসপাতালের শয্যায় শুয়ে আমিনুর অবশ্য বলেন, ‘‘মালদহ টাউন স্টেশনে আমাদের সঙ্গীরা মিষ্টি পান খেতে দেন। তার পর থেকেই আমাদের মাথা ঢিমঢিম করতে থাকে।’’তিনি এও জানান,তাঁর কাছে পাঁচ হাজার টাকা ছিল ও মোবাইল ছিল। তা তাঁরা কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

রেল পুলিশের দাবি, ঘটনার পর দুই ভাই ঠিক মতো কথা বলতে পারছেন না। তাঁরা তাদের নাম ঠিকানাও ঠিক মতো বলতে পারেনি। তাঁদের কাছ থেকে দুটি ভোটার কার্ড মিলেছে। সেখান থেকেই তাঁদের নাম পরিচয় জানা গিয়েছে। মালদহ জিআরপির আইসি কৃষ্ণগোপাল দত্ত বলেন,‘‘আহতদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তাঁরা চলন্ত ট্রেন থেকে কি ভাবে পড়ল তা নিয়ে ধোঁয়াশা তৈরি দেখা দিয়েছে।’ ’যুবকদের সঙ্গী ও দুই সহযাত্রীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Malda Train anisur rahaman zahirul haque hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy