Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চিতাবাঘের হানায় জখম

ফের জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসা চিতাবাঘের হানায় জখম হলেন দু’জন৷ শুক্রবার ময়নাগুড়ির আমগুড়ির ঘটনা। চিতাবাঘ ধরতে এলাকায় প্রচুর বনকর্মী ছুটে যাওয়ার ভিড় সামলাতে পুলিশ, র‌্যাফের সঙ্গে সেখানে এসএসবি জওয়ানদেরও নামানো হয়৷

সুরক্ষা: চিতাবাঘের হানা রুখতে চা-বাগানে জাল। ছবি: দীপঙ্কর ঘটক

সুরক্ষা: চিতাবাঘের হানা রুখতে চা-বাগানে জাল। ছবি: দীপঙ্কর ঘটক

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০১:৫৬
Share: Save:

ফের জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসা চিতাবাঘের হানায় জখম হলেন দু’জন৷ শুক্রবার ময়নাগুড়ির আমগুড়ির ঘটনা। চিতাবাঘ ধরতে এলাকায় প্রচুর বনকর্মী ছুটে যাওয়ার ভিড় সামলাতে পুলিশ, র‌্যাফের সঙ্গে সেখানে এসএসবি জওয়ানদেরও নামানো হয়৷ যদিও চিতাবাঘটিকে কাবু করা যায়নি৷

এ দিন সকালে আমগুড়ির ঝাডুয়াপাড়ায় একটি ছোট চা বাগানে প্রথম চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু সেটা চিতাবাঘ কি না বোঝার আগেই ওই বাগানে কাজ করতে থাকা ধনঞ্জয় রায় নামের এক যুবকের ওপর সেটি ঝাঁপিয়ে পড়ে৷ তার কানে থাবা বসিয়ে চিতাবাঘটি বাগানের ভেতরে ঢুকে যায়৷ ধনঞ্জয়কে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানেই তিনি বলেন, ‘‘বাগানে কাজ করছিলাম৷ আচমকাই আমার ওপর চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে৷’’

এ দিকে খবর পেয়েই গরুমারা ও রামসাই থেকে বনকর্মীরা সেখানে ছুটে যান৷ চা বাগানের ভেতরে শুরু হয় চিতাবাঘের খোঁজ৷ কিন্তু খুঁজতে খুঁজতে চা বাগানের ভিতরে বেশ খানিকটা চলে যাওয়ার পর ফেরার পথে ফের চিতাবাঘের আক্রমণে দেবদাস রায় নামের এক যুবক জখম হন৷ তাঁকেও জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর আরও বেশি সংখ্যায় বনকর্মীরা যান৷ আসে বিশাল পুলিশ বাহিনী, র‌্যাফও। নামানো হয় এসএসবি জওয়ানদেরও৷ যান ময়নাগুড়ির বিডিও শ্রেয়সী ঘোষ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে মাইকিং করে এলাকার মানুষকে দূরে থাকতে বলা হয়৷ শ্রেয়সীদেবী বলেন, ‘‘বারবার কেন লোকালয়ে এ ভাবে চিতা বাঘ বেরিয়ে আসছে তা নিয়ে বন দফতরের সঙ্গে আলোচনা করা হবে৷’’

বন দফতরের কর্তারা জানিয়েছেন, সম্ভবত খাবারের লোভেই চিতাবাঘটি গরুমারার জঙ্গল থেকে আমগুড়িতে ঢুকে পড়ে৷ চা বাগানের ভিতরে লুকিয়ে থাকা চিতাবাঘটিকে না পেয়ে বাগানের বেশ কিছু দিকে জাল দিয়ে ঘিরে দেন বনকর্মীরা৷ গরুমারা বিভাগের এডিএফও রাজু সরকার বলেন, ‘‘সন্ধ্যার সময় বাগানে বাজি ফাটানো হয়েছে৷ ফের একবার তল্লাশি করা হবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger attack Tea Garden Tiger Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE