পুরসভার চেয়ারম্যান হিসাবে নতুন ইনিংস শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ। প্রায় দু’দশকের ব্যবধানে উদয়নবাবু দিনহাটার দ্বিতীয় বিধায়ক হিসাবে বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যানের দায়িত্বভার বুঝে নিয়েছেন। এর আগে ১৯৮১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিতাইয়ের ফরওয়ার্ড ব্লক বিধায়ক দীপক সেনগুপ্ত দিনহাটা পুরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এ দিন দিনহাটার মহকুমাশাসক দফতরের লাগোয়া মাঠে রীতিমতো মঞ্চ তৈরি করে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেখানে উৎসাহী বাম নেতা-কর্মীদের ভিড় ছিল। সাধারণ বাসিন্দাদের অনেকেও ওই অনুষ্ঠান দেখতে ভিড় জমান। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর আয়োজিত বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন বিদায়ী পুরসভা চেয়ারম্যান চন্দন ঘোষ। ওই সভাতেই উদয়নবাবুর নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেন ১ নম্বর ওয়ার্ডের ফব কাউন্সিলর জয়দীপ ঘোষ। উপস্থিত সব বাম কাউন্সিলররা তা সমর্থন করেন। তৃণমূলের তরফেও অন্য কোনও নাম প্রস্তাব করা হয়নি। ফলে বিনা বাধায় দিনহাটার নির্বাচিত অষ্টম চেয়ারম্যান হন উদয়নবাবু। এ দিনই ওই পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন সিপিএমের শুভময় চক্রবর্তী। দিনহাটার মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ বলেন, “চেয়ারম্যান হিসেবে একটিই নাম প্রস্তাব হয়েছে। তিনিই নির্বাচিত হয়েছেন।”