Advertisement
১৮ মে ২০২৪

বেহাল সড়ক, ক্ষোভ জেলা পরিষদের বিরুদ্ধে

গত দেড় বছর ধরে বেহাল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ ব্লকের চাকুলিয়া পাটহাটি মোড় থেকে করণদিঘি ব্লকের ডালখোলা কলেজ মোড় পর্যন্ত ১২ কিলোমিটার রাজ্য সড়ক নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। জেলা পরিষদের অধীন ওই রাস্তাটি গোয়ালপোখর-২ ও করণদিঘি ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত ও ডালখোলা পুরসভা এলাকা দিয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০২:৪৬
Share: Save:

গত দেড় বছর ধরে বেহাল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ ব্লকের চাকুলিয়া পাটহাটি মোড় থেকে করণদিঘি ব্লকের ডালখোলা কলেজ মোড় পর্যন্ত ১২ কিলোমিটার রাজ্য সড়ক নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়।

জেলা পরিষদের অধীন ওই রাস্তাটি গোয়ালপোখর-২ ও করণদিঘি ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত ও ডালখোলা পুরসভা এলাকা দিয়ে গিয়েছে। প্রতি দিন বিভিন্ন কাজে ওই রাস্তা দিয়ে ওই সব এলাকার কয়েক হাজার বাসিন্দা ও পড়ুয়ারা বিভিন্ন যানবাহনে চেপে নানা গন্তব্যে যান। এমনকী, বিভিন্ন এলাকার রোগীদেরও ওই রাস্তা দিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ডালখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি মেরামতের ব্যাপারে জেলা পরিষদ কেন উদ্যোগী হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার জেলা পরিষদের কংগ্রেস ও তৃণমূল সদস্যরা। বিষয়টি নিয়ে বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে।

তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সহ-সভাধিপতি পূর্ণেন্দু দের দাবি, ‘‘ওই রাস্তাটি মেরামতের জন্য ১২ কোটি টাকার দরকার। জেলা পরিষদের তহবিলে টাকা না থাকায় রাস্তাটি মেরামতের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। রাস্তা মেরামতের জন্য কিছু দিন আগে কেন্দ্র সরকারের কাছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে টাকা চেয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’’

জেলা পরিষদ সূত্রের খবর, ডালখোলা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে কোনও সময়ে যানজট থাকলে পাটহাটি মোড় থেকে ডালখোলা কলেজ মোড় পর্যন্ত ওই রাস্তা দিয়ে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি রুটের বিভিন্ন যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে। এ ছাড়াও প্রতি দিন চাকুলিয়া ও ডালখোলা এলাকার কয়েক হাজার বাসিন্দা ওই রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহনে চেপে গণ্ডাল, জিয়াগাছি ও লালগঞ্জ এলাকার বিভিন্ন হাটে যাতায়াত করেন। পাশাপাশি, গোয়ালপোখর-২ ও করণদিঘি ব্লকের চাকুলিয়া, তড়িয়াল, নিজামপুর, রানিগঞ্জ, ডালখোলা-১, সুর্যাপুর-১ ও ২ গ্রাম পঞ্চায়েত-সহ ডালখোলা পুর এলাকার শতাধিক বাসিন্দা ও পড়ুয়ারা নানা যানবাহনে চেপে ইসলামপুর ও ডালখোলা কলেজ-সহ নানা জায়গায় যাতায়াত করেন। ওই সব এলাকার রোগীদেরও ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ডালখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান বাসিন্দারা।

গোয়ালপোখর ব্লকের জেলা পরিষদের দুই কংগ্রেস সদস্য ভোলানাথ রায় ও মিনহাজুল আরফিনের অভিযোগ, ‘‘ওই রাস্তাটি পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। মোটরবাইক, সাইকেল, ভুটভুটি, ভ্যানরিকশা-সহ বিভিন্ন যানবাহন উল্টে বাসিন্দা ও পড়ুয়ারা জখম হচ্ছেন। ভুটভুটি ও অ্যাম্বুল্যান্সে করে ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ডালখোলা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সময়ে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। গত দেড় বছর ধরে আমরা বার বার জেলা পরিষদ কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামত তৈরির দাবি জানিয়েও কোনও লাভ হচ্ছে না।’’

গোয়ালপোখর ব্লকের জেলা পরিষদের তৃণমূল সদস্য তালাত আঞ্জুমের দাবি, রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল থাকার কারণে চাকুলিয়া থেকে ডালখোলা পর্যন্ত বিভিন্ন রুটের বেশির ভাগ যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে গত এক বছরে আমিও একাধিক বার জেলা পরিষদ কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের অনুরোধ করলেও কাজের কাজ কিছু হয়নি।’’ চাকুলিয়ার বাসিন্দা পবিত্র সরকার, সনাতন বর্মনেরা বলেন, ‘‘চাকুলিয়া-সহ গোয়ালরোখর ২ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের বহু বাসিন্দাকে পেশা, চিকিৎসা ও পড়াশোনার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হয়।’’

গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বেহাল পড়ে থাকলেও তা মেরামতের ব্যাপারে জেলা পরিষদ কেন উদ্যোগী হচ্ছে না, এখন সেটাই বাসিন্দাদের এক মাত্র প্রশ্ন। রাস্তা মেরামতের দাবিতে দলমত নির্বিশেষে ফলে এলাকার বাসিন্দারা আন্দোলনে নামার কথা ভাবছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE