Advertisement
E-Paper

ন্যূনতম মজুরি, নিয়ে মমতার হস্তক্ষেপ দাবি

অশোকবাবু বলেন, ‘‘মন্ত্রী, প্রশাসনিক অফিসারেরা তো মালিকপক্ষের মুখপাত্র হয়ে গিয়েছেন। সেখানে আলোচনায় জট কাটছে না। লক্ষ লক্ষ চা শ্রমিকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর বিষয়টি দেখা প্রয়োজন।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০৩:৫৪
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজ্যে চা বলয়ে নূন্যতম মজুরি চুক্তি নিয়ে দ্রুত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলল আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি। রবিবার বিকেলে শিলিগুড়িতে সংগঠনের জংশনের দফতরে সামনে একটি সভা হয়। সেখানে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ ওই দাবি তুলে সরব হন।

তাঁর বক্তব্য, রাজ্য সরকারের উদাসীনতার জন্যই চা বলয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ, সোমবার ও মঙ্গলবার যৌথমঞ্চের তরফে বন্‌ধ ডাকা হয়েছে। অশোকবাবু বলেন, ‘‘মন্ত্রী, প্রশাসনিক অফিসারেরা তো মালিকপক্ষের মুখপাত্র হয়ে গিয়েছেন। সেখানে আলোচনায় জট কাটছে না। লক্ষ লক্ষ চা শ্রমিকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর বিষয়টি দেখা প্রয়োজন।’’

আরএসপি ছাড়াও যৌথ মঞ্চের সংগঠনগুলি এ দিন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্‌ধের সমর্থনে সভা করেছেন। যদিও বাগানে বন্‌ধকে রাজ্য শ্রম দফতরের তরফে বেআইনি বলে ঘোষণা করে দিয়েছে। তাতে অবশ্য যৌথ মঞ্চের সদস্যরা বিচলিত নন। মঞ্চের সদস্য কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা জানান, শ্রমিকেরা তো না খেয়ে মরছে, সেটা সরকার ভাবছে না। গোটা দেশের পরিস্থিতির সঙ্গে এ রাজ্যের চা বাগানের পরিস্থিতি একদম আলাদা। এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে যৌথমঞ্চের আন্দোলনকে সমর্থন জানিয়েছে জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট৷ সোম ও মঙ্গলবার চা শিল্পে ধর্মঘটকেও সমর্থন জানিয়েছে তারা৷

trinamool UTUC RSP Mamata Banerjee শিলিগুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy