Advertisement
২০ এপ্রিল ২০২৪
BJP

বালুরঘাটে বিজেপি নেতার বাড়িতে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। যুব তৃণমূল জেলা সম্পাদক মহেশ পারেখ বলেন, ‘‘এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। বিজেপি-তে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।’’

ওই বিজেপি নেতার বাড়ির সামনে পুলিশ।

ওই বিজেপি নেতার বাড়ির সামনে পুলিশ। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ২১:০১
Share: Save:

বিজেপি যুব মোর্চা সভাপতি অভিষেক সেনগুপ্তর বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এ নিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন অভিষেক।

চকভবানি রথতলা এলাকায় বাড়ি অভিষেকের। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ দুষ্কৃতীরা সেখানে হামলা চালায় বলে জানা গিয়েছে। অভিষেক জানিয়েছেন, মোটর বাইক নিয়ে তাঁর বাড়ির সামনে ভিড় করে দুষ্কৃতীরা। প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তাঁরা। তার পর এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করেন।

ঘটনার সময় বাড়ির লোকজন আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন অভিষেক। তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। তাই সকাল হতেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

বিজেপি যুব মোর্চা সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে বারোটায় ঘটনার পর এদিন বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি অভিষেক সেনগুপ্ত। তাঁর অভিযোগ, শুক্রবার বালুরঘাটে বিজেপি যুব মোর্চার মিছিল ও সভা ছিল। তার পরই রাতে হামলা চালানো হয়। শাসক দলের দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।

তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। যুব তৃণমূল জেলা সম্পাদক মহেশ পারেখ বলেন, ‘‘এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। বিজেপি-তে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিজেপির নোংরা রাজনীতির সঙ্গে মানুষ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Balurghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE