Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কোচবিহারে জেলবন্দি প্রার্থীর হয়ে মনোনয়ন জমা দিলেন স্ত্রী

তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত জেলবন্দি বিজেপি প্রার্থীর হয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তাঁর স্ত্রী মায়া রায়। শনিবার কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায়ের হয়ে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

মনোনয়ন জমা দিতে যাচ্ছেন কোচবিহার  উত্তর ও দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। নিজস্ব চিত্র।

মনোনয়ন জমা দিতে যাচ্ছেন কোচবিহার উত্তর ও দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০৩:১৮
Share: Save:

তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত জেলবন্দি বিজেপি প্রার্থীর হয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তাঁর স্ত্রী মায়া রায়। শনিবার কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায়ের হয়ে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এ দিন কোচবিহার সদরের মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন বিজেপির কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী নিখিল রঞ্জন দেও। পঞ্চরঙ্গী মোড় লাগোয়া এলাকায় বিজেপির কোচবিহার জেলা দফতর থেকে মায়াদেবী ও নিখিলবাবুকে সামনে রেখে মিছিল বের করেন দলের কর্মী-সমর্থকেরা। পরে তাঁরা কয়েকজন নেতাকর্মীকে নিয়ে মনোনয়ন জমা দিতে যান। সুকুমারবাবুর স্ত্রী মায়া রায় বলেন, “দল স্বামীর পাশে রয়েছে বলে এটা সম্ভব হয়েছে। মানুষ ওঁর প্রতি অন্যায়ের জবাব ভোটের বাক্সে দেবেন। সাড়াও পাচ্ছি।”

দলীয় সূত্রেই জানা গিয়েছে, গত বছরের ২৯ নভেম্বর কোচবিহারের কোতোয়ালি থানার পুন্ডিবাড়িতে তৃণমূল কর্মী নারায়ণ মহানায়ককে (৪৫) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় সুকুমারবাবু জড়িত বলে অভিযোগ তোলে তৃণমূল। ওই ব্যাপারে পুলিশের কাছেও অভিযোগ জানান হয়।

পরিস্থিতির জেরে বেশ কিছু দিন এলাকা ছেড়ে গা ঢাকা দেন সুকুমারবাবু। গত মাসে অবশ্য আত্মসমর্পণ করেন তিনি। তারপর থেকে কোচবিহার জেলে রয়েছেন সুকুমারবাবু। ওই অবস্থাতেই অবশ্য বিজেপি নেতৃত্ব দলের কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্বে থাকা সুকুমারবাবুর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেন। নাম ঘোষণার পর মায়াদেবী বাণেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে পুকুরের কাছিমদের খাইয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। তারপর থেকেই স্বামীর হয়ে প্রচারের মূল দায়িত্ব তুলে নিয়েছেন তিনি।

দলীয় সূত্রেই জানা গিয়েছে, দৈনিক কোচবিহার উত্তর বিধানসভা এলাকার গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি। এ দিনও স্বামীর হয়ে মনোনয়ন জমা দিতে বাড়ির কাজ সেরে দুপুরের আগেই দলের জেলা দফতরে আসেন। বিজেপির জেলা সভাপতি অনিল মালাকার, জাতীয় পরিষদ সদস্য নিত্যানন্দ মুন্সী, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী নিখিল রঞ্জন দে প্রমুখের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরামর্শ নেন। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অনিল মালাকার বলেন, “এলাকায় দক্ষ সংগঠক হিসাবে সুকুমারবাবু পরিচিত। বিজেপি করায় তৃণমূলের চক্রান্তের শিকার হয়েছেন উনি। তাই জেলে থাকলেও অনেক বেশি সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ওঁর পাশে এসে দাঁড়িয়েছেন।” কোচবিহার উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরিমল বর্মন বলেন, “ষড়যন্ত্রের কোন ব্যাপার নেই। সুকুমারবাবুর বিরুদ্ধে মৃতের পরিবারের লোকেরাই খুনের অভিযোগ করেছেন।ভোটে মানুষ জবাব দেবেন।”

এ ছাড়াও কোচবিহার উত্তর কেন্দ্রের জন্য এ দিন আমরা বাঙালি দলের হরিবালা রায়, নির্দল প্রার্থী নরেশ চন্দ্র রায়, মেখলিগঞ্জ কেন্দ্রে রতন বর্মন (আমরা বাঙালি) ও জ্যোতিষ রায় (বিএসপি), সিতাই কেন্দ্রে মনি মাহাতো (বিএসপি), মাথাভাঙা কেন্দ্রে কংসরাজ বর্মন (কেপিপি) ও হরেকৃষ্ণ সরকার (নির্দল), শীতলখুচিতে পর্বানন্দ রায় (কেপিপি) প্রমুখও মনোনয়ন পত্র দাখিল করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Convicted Candidate Nomination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE