Advertisement
০৪ মে ২০২৪

চিতাবাঘের হামলায় জখম শ্রমিক

রোদ ঝলমলে পরিবেশে সকাল থেকেই কাজ চলছিল চা বাগানে ৷ বেলা এগারোটা নাগাদ আচমকাই বাগানের নর্দমায় লুকিয়ে থাকা একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়লো এক মহিলা শ্রমিকের ওপর৷ চোখের সামনে এমন ঘটনা দেখে ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছেন আরেক মহিলা শ্রমিক ৷

পাতা হয়েছে খাঁচা। — নিজস্ব চিত্র

পাতা হয়েছে খাঁচা। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০১:৪৮
Share: Save:

রোদ ঝলমলে পরিবেশে সকাল থেকেই কাজ চলছিল চা বাগানে ৷ বেলা এগারোটা নাগাদ আচমকাই বাগানের নর্দমায় লুকিয়ে থাকা একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়লো এক মহিলা শ্রমিকের ওপর৷ চোখের সামনে এমন ঘটনা দেখে ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছেন আরেক মহিলা শ্রমিক ৷ চিতাবাঘের হাত থেকে বাঁচতে তখন যেদিকে পারছেন ছুটছেন কেউ। কেউ আবার জখম ও অসুস্থকে তুলে নিয়ে বাগানের হাসপাতালের পথে।

শনিবার এমন ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার চা বাগানে ৷ বাগানের পশ্চিম লাইনের ১৩ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে ৷ বাগান সূত্রের খবর, ওই সেকশনে পাতা তোলার কাজ করার সময় নর্দমায় লুকিয়ে থাকা চিতাবাঘটি বছর পঞ্চান্নর জাসিন্তা ওঁরাও-এর ওপর ঝাঁপিয়ে পড়ে ৷ চিতাবাঘের আক্রমণে মাথা ও ডান হাতে ক্ষত হয় তার ৷ বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ৷ সেখানেই ভর্তি করা হয়েছে অসুস্থ হয়ে পড়া আরেক শ্রমিক পূর্ণিমা ওঁরাও-কেও ৷

হাসপাতালের বিছানায় শুয়ে জাসিন্তা ওঁরাও বলেন, “পাতা তুলতে তুলতে একটা নর্দমা পাড় হচ্ছিলাম৷ কিন্তু বুঝতে পারিনি ওই নর্দমাতেই চিতাবাঘটি লুকিয়ে রয়েছে ৷ নর্দমাটি পাড় হতে যাব, তখন সেখানে লুকিয়ে থাকা চিতাবাঘটি আমার ওপর ঝাঁপিয়ে পড়ল ৷ প্রথমে বুঝতে পারিনি ওটা কি ৷ সবার চিৎকারে আমায় ছেড়ে যখন চা গাছের ভেতরে পালাতে লাগলো তখন দেখলাম ওটা একটা চিতা বাঘ ৷” জাসিন্তা ওরাও-এর ওপর যখন চিতা বাঘটি আক্রমণ করে তখন তার ঠিক পেছনেই ছিলেন বাগানের আরো অনেক মহিলা শ্রমিক৷ তাদেরই দু’জন গাব্রেলা মিনজ ও তেরেসা ভুমিজ বলেন, “আমরা স্পষ্ট দেখলাম নর্দমা পাড় হওয়ার সময় জাসিন্তা ওঁরাও-এর ওপর রীতিমত ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘটি ৷”

এ দিকে ঘটনার পরই বাগানের ওই সেকশনে কাজ বন্ধ হয়ে যায়৷ বাগানের শ্রমিক গণেশ ওঁরাও, সুলেমান মহম্মদরা বলেন, ‘‘গত মার্চ মাসেও চিতাবাঘের হানায় বাগানের এক শ্রমিক জখম হয়েছিলেন৷ আবারও একই ঘটনা ঘটল৷ এমনটা চলতে থাকলে তো চিন্তার বিষয় ৷’’ যদিও বাগানের ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে বলেন, “মার্চ মাসে এক শ্রমিক জখম হলেও তিনি চিতাবাঘের হানাতেই জখম হয়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয় ৷ তবে এ দিন অবশ্য বাগানের অনেক শ্রমিক চিতাবাঘ দেখেছেন ৷”

বনদফতরও এ দিনের চিতাবাঘের হানার কথা স্বীকার করে নিয়েছে৷ জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের ডিএফও নিশা গোস্বামী বলেন, “বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মোটের ওপর নিশ্চিত যে এ দিন সেখানে চিতাবাঘই বেড়িয়েছিল ৷ বাঘটিকে ধরতে ইতিমধ্যেই ওখানে একটি খাঁচা পাতা হয়েছে ৷ রাতে বনকর্মীরাও সেখানে থাকবেন ৷”

বাগানের ম্যানেজার জানিয়েছেন, আপাতত ১৩নম্বর সেকশনে কাজ বন্ধ থাকবে ৷ কয়েকদিন পরিস্থিতির ওপর নজর রাখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

leopard Cage worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE