Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশ ভ্যানের ধাক্কায় মৃত্যু এক যুবকের

পুলিশের ভ্যানের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। শনিবার রাতে করণদিঘি থানার ডালখোলার মিঠাপুর এলাকাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে।

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০১:৪৭
Share: Save:

পুলিশের ভ্যানের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। শনিবার রাতে করণদিঘি থানার ডালখোলার মিঠাপুর এলাকাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত মহম্মদ রাজা আলম (২২) উত্তর ডালখোলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এ রাতে একটি এটিএম থেকে টাকা তুলে বাড়ির দিকে ফিরছিলেন রাজা। সঙ্গে তাঁর পরিচিত এলাকারই দুই যুবক মোটরবাইকে ছিলেন। মিঠাপুর এলাকায় রায়গঞ্জ অভিমুখী একটি পুলিশের গাড়ি তাঁদের ধাক্কা মারে। সেখানেই আহত হন তিন যুবক। তাঁদের মধ্যে দু’ জনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় রাজার। দুর্ঘটনার পর পুলিশের গাড়ি তুলতে গেলে তা ঘিরে ক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি করেছিলেন তাঁরা। রাস্তার ভুল দিকে গিয়েই দুর্ঘটনা ঘটিয়েছে বলে তাঁদের দাবি। পুলিশ সূত্রে খবর, ডালখোলা পুলিশ ফাঁড়িতে ওই গাড়িটি ব্যবহার হলেও সেই গাড়িটি ভাড়া করে ব্যবহার করা হতো। ফাঁড়ির পুলিশ কর্মীদের নামিয়ে দিয়ে ডালখোলার কলেজ মোড়ের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে। গাড়িতে চালক একাই ছিলেন বলে পুলিশ জানায়। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, ‘‘পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। গাড়িটি ভাড়ায় চলত। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE