Advertisement
২০ এপ্রিল ২০২৪

মাত্র ৫০ টাকার জন্য খুন বন্ধুকে

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের চামাগ্রামে। বৃহস্পতিবার সকালে ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মালদহ জেলা আদালতে পেশ করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ১০:৫৫
Share: Save:

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের চামাগ্রামে। বৃহস্পতিবার সকালে ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মালদহ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিপ্লব মণ্ডল (২৫)। ধৃতের নাম টিটন মণ্ডল। বাড়ি একই গ্রামে। দু’জনেই পেশায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি মন্দিরের সামনে ওই দিন দুপুরে ৫০ টাকা বাজি ধরে বিপ্লব ও টিটন ক্যারাম খেলছিলেন। ক্যারমে হেরে যান বিপ্লব। তবে হেরে গিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ায় দু’জনের মধ্যে প্রথমে বচসা শুরু গেলে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কিছু ক্ষণ পরে বিপ্লব গ্রামের এক টিউবওয়েলে স্নান করছিলেন। আচমকা হাঁসুয়া নিয়ে বিপ্লবের উপরে টিটন হামলা চালায় বলে অভিযোগ। বাঁ কাঁধে ও হাতে কোপ মারা হলে রক্তাক্ত অবস্থায় বিপ্লব মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও স্থানীয়েরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যান বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। ওই দিনই সন্ধে ছ’টা নাগাদ মৃত্যু হয় বিপ্লবের। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ, টিটন এর আগেও মদ্যপ অবস্থায় গ্রামের ছেলেদের মারধর করেছিল। ফলে তাকে গ্রেফতারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। থানাতে টিটনের নামে অভিযোগ দায়ের করলে এ দিনই সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। মৃতের বাবা নবকুমার মণ্ডল বলেন, ‘‘সামান্য খেলার জন্য ছেলেকে খুন করে দেবে, তা ভাবতেই পারছি না। আমি চাই টিটনের কঠোর শাস্তি হোক।’’

পুলিশ জানিয়েছে, রক্তমাখা হাঁসুয়াও উদ্ধার করা হয়েছে। এ দিন ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

stab Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE