Advertisement
১১ মে ২০২৪
Chain Snatching

আলিপুরদুয়ারে চলন্ত বাসে হার ছিনতাই, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

পুলিশ জানিয়েছে, ফুটেজ খতিয়ে দেখে যুবককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যুবককে। তার খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।

হার ছিনতাইয়ের সেই দৃশ্য। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

হার ছিনতাইয়ের সেই দৃশ্য। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২০:১৭
Share: Save:

চলন্ত বাসে হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের বীরপাড়ায়। হার ছিনতাইয়ের দৃশ্যটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পরই হইচই পড়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস স্টপে থামে। সেখান থেকে এক জন ওঠেন। কিছু ক্ষণের মধ্যেই কালো জ্যাকেট পরা আরও একটি যুবককে উঠে এ দিক ও দিক উঁকি মারতে দেখা যায়। তার মধ্যে একটা ব্যস্ততা ধরা পড়ছিল। গেটের কাছে দাঁড়িয়ে ছিল সে। কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরই সামনে বসা এক মহিলার গলা থেকে হ্যাঁচকা টান দিয়ে হার ছিনতাই করে পালায়। মহিলা চিৎকার করতেই তত ক্ষণে পগারপার ছিনতাইবাজ।

পুলিশ জানিয়েছে, ফুটেজ খতিয়ে দেখে যুবককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যুবককে। তার খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। যদিও বীরপাড়া থানার ওসি পালজার ভূটিয়া তদন্তের খাতিরে অভিযুক্তের নাম ও পরিচয় জানাতে চাননি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এক যাত্রীর কথায়, ‘এ ভাবে দিনেদুপুরে ভরা বাসের মধ্যে ছিনতাই হয়ে যাচ্ছে। এটা ভেবে আঁতকে উঠছি’। এই ঘটনায় বীরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগেও একাধিক বার ডুয়ার্সে, আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলায় বিভিন্ন এলাকায় বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেশ কিছু দিন আগে রাতের অন্ধকারে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল। তার পর থেকেই জেলা জুড়ে পুলিশকে ক্যাম্পিং শুরু করতে দেখা গিয়েছে। দূরপাল্লার প্রত্যেকটি বাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কিছু কিছু বাসে সিসিটিভি ক্যামেরা লাগানোতে তার সুফল মিলেছে বলে দাবি পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chain Snatching Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE