উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের উন্নয়নে অধ্যক্ষ উদাসীন। এই অভিযোগে তুলে লাগাতার ধর্না অবস্থান শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে মঞ্চ বেঁধে টিএমসিপির কলেজ ইউনিটের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছেন। তাঁদের অভিযোগ, বারবার জানালেও পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম মিলছে না। তাতে কখনও রোগীদের দাঁত বাঁধানো বা দাঁতের চিকিৎসার কাজ করা যাচ্ছে না। সেই সঙ্গে পর্যাপ্ত নার্স, স্বাস্থ্যকর্মী না থাকায় পরিষেবার দেওয়ার ক্ষেত্রেও বিলম্ব হচ্ছে। অথচ অধ্যক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ। বরং তিনি নিজের চেম্বার করার কাজে বেশি উৎসাহী।
আন্দোলনকারীরা রাতেও মঞ্চে অবস্থান আন্দোলন চালিয়েছেন। অধ্যক্ষ সৌমেন চক্রবর্তী বলেন, ‘‘টেন্ডার ডেকে সরঞ্জাম কেনা হয়। নার্সের ৩টি পদ রয়েছে। তিন জনই রয়েছেন। তা ছাড়া ৮ কর্মী মধ্যে ৬ জন রয়েছেন। ছাত্রছাত্রীদের বিষয়টি বোঝানো চেষ্টা করেছি। লিখিত আশ্বাসও দেওয়া হয়েছে।’’ কর্মী বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। আন্দোলনে সামিল হয়েছেন টিএমসিপি নিয়ন্ত্রিত ছাত্র সংগঠন, প্রগ্রেসিভ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক দেবদীপ কুইলা, জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ গোলাম মুরসিদ, টিএমসিটির কলেজ ইউনিটের সম্পাদক কুমার অভিষেক দে অভিযোগ করেন, ‘‘সরঞ্জাম না এলে বা নতুন নিয়োগ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’’ আন্দোলনকারীদের দাবি, রোগীদের যাতে সমস্যা না হয় সে জন্য তাঁরা পালা করে বহির্বিভাগে কাজ করবেন। এ দিন অবশ্য সকাল ১০টা নাগাদ আসা রোগীদের বিকেল ৩টে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।