Advertisement
১৯ মে ২০২৪

অভিযোগ নিচ্ছে না পুলিশ, ফলিমারিতে সরব বিজেপি

ফলিমারিতে বিজেপি কর্মীর স্ত্রীর ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জখম ওই মহিলার স্বামী কাদের তালুকদার বিজেপি-র কয়েকজন স্থানীয় নেতাকে নিয়ে বক্সিরহাট থানায় অভিযোগ জানাতে যান। বিজেপি-র অভিযোগ, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাদের থানায় বসিয়ে রাখা হলেও অভিযোগ নেওয়া হয়নি। শুক্রবারেও দলের অভিযোগ নেওয়া হয়নি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০১:৪৬
Share: Save:

ফলিমারিতে বিজেপি কর্মীর স্ত্রীর ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জখম ওই মহিলার স্বামী কাদের তালুকদার বিজেপি-র কয়েকজন স্থানীয় নেতাকে নিয়ে বক্সিরহাট থানায় অভিযোগ জানাতে যান। বিজেপি-র অভিযোগ, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাদের থানায় বসিয়ে রাখা হলেও অভিযোগ নেওয়া হয়নি। শুক্রবারেও দলের অভিযোগ নেওয়া হয়নি।

পুলিশ অবশ্য দাবি করেছে, জখম মহিলা প্রথমে যে অভিযোগ করেছিলেন ও পরে যা জানিয়েছেন, তার মধ্যে অসঙ্গতি রয়েছে। বুধবার রাতে তুফানগঞ্জ হাসপাতালে পুলিশের তরফে জামেলা বিবি নামের ওই মহিলার বক্তব্য ভিডিও রেকর্ডিং করায় পুলিশ। সেই সময় জামেলা তাঁর ওপর এক জন হামলা চালায় বলে জানান। এমনকী, তিনি অভিযুক্তকে চিনতে না পারার কথাও জানান। অথচ লিখিত এফআইআর দিতে গিয়ে তাঁর বয়ানে ৫ জনের নাম নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে দেখে পুলিশ তা নিয়ে প্রশ্ন তোলে। পুলিশের দাবি, ভিডিও রেকর্ডিংয়ের কথা বলার পরে অভিযোগপত্র সংশোধনের করা আনার কথা বলে অভিযোগকীরারা থানা থেকে গিয়ে আর ফেরেননি। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “যারা থানায় গিয়েছিলেন। তাঁরাই বয়ান সংশোধন করে অভিযোগ জানানোর কথা বলে চলে যান। নতুন করে অভিযোগ জমা দিতে কেউ যাননি।”

বিজেপির অভিযোগ, ফলিমারিতে রাজনৈতিক গোলমালে অভিযুক্তদের গ্রেফতারের ব্যাপারেও পুলিশ পক্ষপাতিত্ব করছে। সোমবার রাতে ফলিমারিতে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে উভয়পক্ষের অন্তত ৩০ জন জখম হন। ওই ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানায়। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে ফলিমারির বিজেপি কর্মী মন্নাদ মিঁয়াকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

বিজেপি-র অভিযোগ, সোমবার রাতের গোলমালের ঘটনায় দলের তরফে তৃণমূলের ৯ জন কর্মী-সমর্থকের নামে অভিযোগ জানানো হয়। তাদের একাংশ পুলিশকে সঙ্গে নিয়ে এলাকার বিজেপি সমর্থক পরিবারের মহিলাদের হুমকি দেন বলেও অভিযোগ। ওই ব্যাপারে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। বুধবার রাতে সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়ার সপ্তাহ খানেকের মাথায় কাদের তালুকদার নামে ওই কর্মীর প্রথম পক্ষের স্ত্রী জামেলা বিবি আক্রান্ত হন। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক নিখিল রঞ্জন দে বলেন, “অভিযোগ নেওয়া হচ্ছে না। আমরা ডাকযোগে অভিযোগ পাঠাব।” কিন্তু, কাদের স্ত্রীর বয়ান বদল নিয়ে নিখিলবাবু বলেন, “ওই মহিলা তার ওপর একজন হামলা করেছে জানিয়েছিলেন। তার মানে আর কেউ সঙ্গে ছিল না কিংবা পালানোর সময় অন্য কেউ তাদের চিনতে পারবেন না তা কি করে বলা সম্ভব? তা ছাড়া তদন্ত করে পুলিশ তো নাম বাদ দিতেই পারত।” তৃণমূলের বক্সিরহাট ব্লক কার্যকরী সভাপতি স্বপন সাহা অবশ্য বলেন, “কাদের মিয়াঁর দুই স্ত্রী। তিনি দ্বিতীয় পক্ষের সঙ্গে থাকেন। প্রথম পক্ষের উপরে হামলা হয়েছে। পারিবারিক বিরোধ আচে কি না পুলিশ দেখুক।” এদিন জেলা হাসপাতালে বসে জামেলার সতিন আসমা বিবির দাবি, “আমাদের মধ্যে গোলমাল নেই। সে জন্য দুদিন ধরে ওকে নিয়ে পড়ে আছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coochbehar bjp falimari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE