অশ্লীল ছবি তুলে ‘ব্ল্যাকমেল’ করায় এক কিশোরী আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে কোচবিহারের কোতোয়ালি থানার চান্দামারি এলাকায় ওই কিশোরীর পরিবারের লোক এই ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। একটি ‘সুইসাইড নোট’-ও তাঁরা পুলিশের হাতে তুলে দিয়েছেন। কিন্তু সোমবার রাত পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঘটনাচক্রে অভিযুক্ত যুবক এলাকারই বাসিন্দা। তিনি দিনহাটায় এক বেসরকারি ব্যাঙ্কে পিওন পদে চাকরি করেন। নবম শ্রেণির ছাত্রী কিশোরীর সুইসাইড নোট অনুযায়ী, ওই যুবক তাকে ডেকে নিয়ে আটকে রেখে অশ্লীল ছবি তোলে তারপরে ওই যুবক তার কথা মতো না চললে ওই ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই কিশোরীকে পানশালায় নিয়ে গিয়ে নাচগান করতে বাধ্য করানো হবে বলেও ওই যুবক হুমকি দিয়েছিল।
কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেহের ময়নাতদন্ত করানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। শীঘ্রই গ্রেফতার করা হবে।” তৃণমূলের কোচবিহার ১ নম্বর ব্লক সভাপতি খোকন মিয়াঁ ওই ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করছেন। তিনি বলেন, “পুলিশ তদন্ত করে ওই ঘটনার জন্য যে দায়ী তাঁকে গ্রেফতার করুক। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।”
পুলিশ সূত্রের খবর, তুফানগঞ্জের নেপালখাতা এলাকায় ওই কিশোরীর মামাবাড়ি। সপ্তাহখানেক আগে ওই কিশোরী তার মায়ের সঙ্গে মামাবাড়িতে যায়। গত মঙ্গলবার সেখান থেকে ফেরার সময়ে বাস থেকেই কিশোরীটি নিখোঁজ হয়ে যায়। সেই সময়ে বাড়ির লোকজন পুলিশের কাছে ডায়েরি করান। শুক্রবার বাড়ির লোকজন জানতে পারেন, স্থানীয় এক যুবকের সঙ্গে সে কোচবিহারে রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কিশোরীকে বাড়ি নিয়ে যান। রবিবার সকালে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার ঘর থেকে। ওই ঘরেই মেলে সুইসাইড নোট। তাতে প্রথমে ব্ল্যাকমেলের অভিযোগ করেছে সে। সেই সঙ্গে আরেক যুবককে উদ্দেশ্য করে ওই কিশোরী লিখেছে, ‘আমি খারাপ মেয়ে নই।”