Advertisement
২৭ এপ্রিল ২০২৪

অহলুওয়ালিয়া মন্ত্রিত্ব পাবেন, উন্নয়নের আশায় পাহাড়বাসী

দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও ভাল জায়গা পাবেন বলেই আশাবাদী মোর্চা। কেন না দলেও তিনি বিজেপি-র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং অন্যতম নেতা। সে কারণে মন্ত্রিসভায় তাঁর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই তারা মনে করছে। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে ২ লক্ষের কাছাকাছি ভোটে জয়ী বিজেপি প্রার্থী এ প্রসঙ্গে সরাসরি কিছু বলতে চাননি। তিনি মনে করেন বিষয়টি সম্পূর্ণ ভাবে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তাঁর পছন্দের উপর নির্ভর করবে। তিনি বলেন, “কাকে মন্ত্রিসভায় নিলে ভাল হবে তা ঠিক করার বিষয়টি প্রধানমন্ত্রীর ইচ্ছের উপরেই নির্ভর করে। তিনি কাকে মন্ত্রিসভায় উপযুক্ত মনে করছেন সেই মতো তিনিই ঠিক করবেন। সেই সিদ্ধান্ত মেনে চলব।”

শিলিগুড়িতে লাড্ডু বিলি। বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

শিলিগুড়িতে লাড্ডু বিলি। বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

রেজা প্রধান
দার্জিলিং শেষ আপডেট: ১৭ মে ২০১৪ ০২:০১
Share: Save:

দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও ভাল জায়গা পাবেন বলেই আশাবাদী মোর্চা। কেন না দলেও তিনি বিজেপি-র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং অন্যতম নেতা। সে কারণে মন্ত্রিসভায় তাঁর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই তারা মনে করছে। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে ২ লক্ষের কাছাকাছি ভোটে জয়ী বিজেপি প্রার্থী এ প্রসঙ্গে সরাসরি কিছু বলতে চাননি। তিনি মনে করেন বিষয়টি সম্পূর্ণ ভাবে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তাঁর পছন্দের উপর নির্ভর করবে। তিনি বলেন, “কাকে মন্ত্রিসভায় নিলে ভাল হবে তা ঠিক করার বিষয়টি প্রধানমন্ত্রীর ইচ্ছের উপরেই নির্ভর করে। তিনি কাকে মন্ত্রিসভায় উপযুক্ত মনে করছেন সেই মতো তিনিই ঠিক করবেন। সেই সিদ্ধান্ত মেনে চলব।”

গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্বের আশা পাহাড়ে তাদের প্রার্থী মোদীর মন্ত্রিসভায় স্থান পেলে তা পাহাড়বাসীর জন্য খুশির ব্যাপার হবে। কেন না তাতে পাহাড়ে উন্নয়নের কাজে জোয়ার আসবে। মোর্চার মুখপাত্র হরকাবাহাদুর ছেত্রী বলেন, “পাহাড়ে জয়ী বিজেপি তথা আমাদের প্রার্থী সুরিন্দর সিংহ অহলুয়ালিয়ার মন্ত্রিত্ব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং সেটা পাহাড়ের বাসিন্দাদের কাছে অত্যন্ত ইতিবাচক হবে। উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজ পাহাড়ে টানতে পারবেন তিনি।”

সেই সঙ্গে মোর্চা নেতৃত্বর একাংশ মনে করছেন, বিজেপি কারও সমর্থন ছাড়াই কেন্দ্রে ক্ষমতায় বসার যোগ্যতা অর্জন করেছে। তাতে উন্নয়নের কাজ যেমন ত্বরাম্বিত হবে তেমনই পৃথক রাজ্যের দাবিতে তারা যে আন্দোলন করছেন সে ক্ষেত্রেও সুবিধা মিলবে। মোর্চার মুখপাত্র বলেন, “বিজেপি’র সঙ্গে আমাদের সেই মতো কথা হয়। এনডিএ বিপুল সংখ্যায় জিতেছে এবং তারা ক্ষমতায় এসেছে।” বিপুল ভোটে জেতার জন্য বাসিন্দাদের ধন্যবাদ জানান সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া। তিনি বলেন, “মোর্চা নেতৃত্ব এবং বাসিন্দারা পাহাড়ে, সমতলে আমাদের সমর্থন করেছেন। আমরা এই এলাকার উন্নয়নের দিকে মন দিতে চাইছি। সেই সঙ্গে বাসিন্দাদের ইচ্ছের বিষয়টিও রয়েছে। ভোটের আগে নরেন্দ্র মোদীও এই কেন্দ্রে সভা করে গিয়েছেন। সে সময় তার সঙ্গেও এখানকার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথাও হয়েছে।” তাদের সমর্থিত প্রার্থীকে জেতানোর জন্য বাসিন্দাদের সাধুবাদ জানিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গও। তিনি বলেন, “পাহাড় এবং সমতলের মানুষ বিজেপি প্রার্থীকে সমর্থন করার জন্য তাঁদের ধন্যবাদ। এই জয় সমতলের মানুষ সে ভাবে সমর্থন দিয়েছেন তাতে মানুষ কী চাইছে তৃণমূল এবং নির্দল প্রার্থীরা আশা করি এবার বুঝতে পারছেন। পাহাড় এবং সমতলের উন্নয়নে বিজেপি’র সঙ্গে হাত মিলিয়ে আমরাও কাজ করতে চাই।”

এ দিন বেলা ১২টা থেকেই শিংমারিতে মোর্চার অফিসের সামনে সমর্থকদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। তাদের সমর্থিত প্রার্থী জিততে চলেছে স্পষ্ট হতেই বাজি পুড়িয়ে নাচ করে তারা আনন্দে মেতে ওঠেন। নির্দল প্রার্থী মহেন্দ্র পি লামা বলেন, “মানুষের রায় আমরা মেনে নিচ্ছি। এ বারও সংসদের পক্ষে এলাকার থাকা সহজ হবে না তা বলতে পারি। যে বিষয়টি আমরা গোড়া থেকেই বলে আসছি।” সিপিএম প্রার্থী সমন পাঠকও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, “মানুষের রায় যাঁদের পক্ষে রয়েছে তাঁদেরকে অভিনন্দন।” এ দিন ভানু ভবনে জেলাশাসকের হাত থেকে বিজয়ীর শাংসাপত্র নেওয়ার সময় সমন পাঠক এবং মহেম্দ্র পি লামা বিজেপি প্রার্থীকে খাদা পরিয়ে অভিনন্দন জানান। তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া অবশ্য ছিলেন না। পাহাড়ে তৃণমূলেন সাধারম সম্পাদক এন বি খাওয়াস বলেন, “জেতা হারা নির্বাচনের অংশ। আমাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে এটাই শেষ নয়।”

হামলার অভিযোগ। ফল প্রকাশের পরেই হামলার অভিযোগ উঠল ফুলবাড়িতে। শুক্রবার শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি হাট এলাকায় সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রভাবিত অটো চালক ইউনিয়নের অফিসও ভাঙচুর করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

reza pradhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE