Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, রাজনাথ

উত্তরবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণের (১৭ এপ্রিল) বাকি আর মাত্র একদিন। এর মধ্যেই রাজ্যের দ্বিতীয় দফার ভোটের প্রচারে পুরোদমে নেমে পড়ল রাজনৈতিক দলগুলি।

মঙ্গলবার মালদহে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তাঁর সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর প্রতিভা সিংহ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

মঙ্গলবার মালদহে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তাঁর সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর প্রতিভা সিংহ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৩:২৯
Share: Save:

উত্তরবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণের (১৭ এপ্রিল) বাকি আর মাত্র একদিন। এর মধ্যেই রাজ্যের দ্বিতীয় দফার ভোটের প্রচারে পুরোদমে নেমে পড়ল রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার দুপুর পৌনে তিনটে নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে পৌঁছন। আগামী পাঁচদিন মালদহে ঘাঁটি গেড়ে দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ও বীরভূমে ১২টির মত জনসভা করবেন তিনি। পাশাপাশি, ১৯ এপ্রিল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধীর সামসিতে, রায়গঞ্জ ও মালদহে ২২ এপ্রিল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জনসভা করার কথা। আজই, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আসবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহও। এই হেভিওয়েট নেতাদের প্রচারকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যস্ত পুলিশ-প্রশাসন।

এ দিন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে হেলিকপ্টারে মালদহে পৌঁছে নারায়ণপুরের একটি হোটেলে উঠেছেন। মালদহ বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আবহাওয়া খারাপ হতে পারে সে জন্য তাড়াতাড়ি চলে এলাম। মালদহে পাঁচদিন থাকছি। মালদহ থেকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ, মুশিদাবাদ ও বীরভূমে জনসভা করব।” কংগ্রেস, তৃণমূলের জনসভা চূড়ান্ত হলেও এখনও বিজেপি মালদহে তাদের সভার সূচি চূড়ান্ত করে পারেনি।

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় ও (ডান দিকে) রাজনাথ সিংহের সভার প্রস্তুতি। ছবি: অমিত মোহান্ত।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর তিনটি জনসভা করে মালদহে ফিরে আসবেন। পরেরদিন মুখ্যমন্ত্রী মালদহের হবিবপুর, মালতিপুর ও হরিশ্চন্দ্রপুর সভা করবেন। শুক্রবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ফরাক্কা ও বীরভূমে জনসভা করতে যাবেন। ওইদিন মালদহের মানিকচকের মথুরাপুরে ও কালিয়াচকের কারবালা মাঠে তৃণমূলের রাজ্যেসভার সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী সভা করবেন।

১৯ এপ্রিল মুখ্যমন্ত্রী মালদহ থেকে হেলিকপ্টারে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, রায়গঞ্জ দু’টি জনসভা করবেন। ওই দিন বিকেল পাঁচটায় ইংরেজবাজারের সাতটারি গ্রামে মুখ্যমন্ত্রীর জনসভা। পরেরদিন দুপুরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে মুর্শিদাবাদের বহরমপুরে চলে যাবেন। ১৯ এপ্রিলই উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সামসিতে জনসভা করবেন রাহুল গাঁধী। জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “রাহুলজী ১৯ এপ্রিল সামসিতে জনসভা করবেন। ও ২২ এপ্রিল সনিয়া গাঁধী সুজাপুরে জনসভা করবেন।” কংগ্রেস সূত্রের খবর, আগামী ২২ এপ্রিল দুপুরে গোয়ালপোখর ব্লকের গোদাহাট এলাকায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে একটি জনসভাতেও যোগ দেবেন সনিয়া। ওইদিন সভাস্থলের পাশের একটি মাঠে হেলিকপ্টারে তিনি সভা করতে যাবেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ।

আজ, বুধবার দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেত্রীর পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহও সভা করবেন। কুমারগঞ্জের বরাহার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা শুরু হচ্ছে দুপুর ১টা নাগাদ। প্রায় একই সময়ে বুনিয়াদপুরে বংশীহারি হাইস্কুল মাঠে সভা রাজনাথ সিংহের। বিজেপি সভাপতি বীরভূম থেকে হেলিকপ্টারে দুপুর ১টার মধ্যে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নামবেন। দুপুর দু’টো নাগাদ তিনি ফের হেলিকপ্টারে রায়গঞ্জ রওনা হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, মালদহ থেকে হেলিকপ্টারে জেলায় আসবেন। বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, “দলের সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ এই প্রথম জেলায় আসছেন।”

দক্ষিণ দিনাজপুরের পর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা নিমু ভৌমিকের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন রাজনাথ সিংহ। দুপুর দু’টো নাগাদ রাজনাথবাবু হেলিকপ্টারে চেপে কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব মাঠে নামবেন। এরপর তিনি গাড়িতে চেপে সড়কপথ ধরে প্রায় এক কিলোমিটার দূরের হাসপাতাল পাড়া এলাকার রানিং বুলেট ক্লাবের মাঠে সভা করবেন বলে জানিয়েছেন দলের জেলা সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata rajnath loksabha election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE