২২ বছরের ত্রিশলা গুরুঙ্গ, দার্জিলিঙের সাউথ ফিল্ড কলেজের ভূগোল দ্বিতীয় বর্ষের ছাত্রী। ২১ বছরের সুলক্ষণা তামাঙ্গ ঘুম কলেজের প্রথম বর্ষের ছাত্রী। এই দুটি নাম নিয়ে পাহাড়ের ছাত্রছাত্রী মহলে খুশির হাওয়া। কারণ আগামী বছর এনসিসি-র যে মহিলা দলটি মাউন্ট এভারেস্ট অভিযানে যাচ্ছে, এই দুজন তার সদস্য নিবার্চিত হয়েছেন। ওই দলে গোটা দেশ থেকে আরও ১৮ জন সদস্য আছেন। আগামী বছরের মার্চে অভিযানের প্রস্তুতি এবং মে মাসে অভিযান শুরু হবে। ত্রিশলা জানান, গত বছর নভেম্বরে কলেজের নোটিস বোর্ডে একটি বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা তিনি জানতে পারেন। আবেদনের পর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে বাছাই পর্ব শুরু হয়। কলেজে এনসিসি না থাকাতে ওপেন এনসিসি গ্রুপে আবেদন করেন তাঁরা। পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে এই দু’জনই নির্বাচিত হয়েছেন। সম্প্রতি দিল্লি থেকে তাঁদের নির্বাচন এবং অভিযানের খবর জানানো হয়েছে।