Advertisement
০৬ মে ২০২৪

এসজেডিএ নিয়ে আইনি ব্যবস্থায় সম্মতি

এসজেডিএ’র তিন বাস্তুকারের বিরুদ্ধে রুজু করা সব কটি মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, ওই তিন ইঞ্জিনিয়র মৃগাঙ্কমৌলি সরকার, সপ্তর্ষি পাল এবং প্রবীণ কুমারের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে।

সৌমিত্র কুন্ডু
শিলিগুড়ি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৫ ০২:০৮
Share: Save:

এসজেডিএ’র তিন বাস্তুকারের বিরুদ্ধে রুজু করা সব কটি মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, ওই তিন ইঞ্জিনিয়র মৃগাঙ্কমৌলি সরকার, সপ্তর্ষি পাল এবং প্রবীণ কুমারের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। গত জুলাই মাসে বোর্ড সভায় সিদ্ধান্ত করে তার চারটি ক্ষেত্রে সিআইডিকে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে সম্মতি দিয়েছে এসজেডিএ। বাগডোগরা, মালবাজার এবং ময়নাগুড়িতে তিনটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো এবং মহানন্দা অ্যাকশন প্লানে নিকাশি তৈরির কাজে দুর্নীতির অভিযোগে আইনি ব্যবস্থা নিতে সম্মতি দেওয়া হয়েছে। শহরে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো, মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশির অপর একটি আলাদা মামলা এবং ই-টেন্ডার প্রত্রিয়ার মাধ্যমেই জাল নথি তৈরি করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া নিয়ে মোট আরও চারটি মামলা রয়েছে।

সে সব ক্ষেত্রেও এসজেডিএ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সম্মতি দিতে প্রক্রিয়া শুরু করেছে। এসজেডিএ’র চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “বেশ কিছু মামলার ক্ষেত্রে সম্মতি আগেই দেওয়া হয়েছে। বাকিগুলির ব্যাপারে আইন সেলকে দেখতে বলা হয়েছে। দুই এক দিনের মধ্যেই সেগুলির ব্যাপারেও প্রয়োজনীয় সম্মতি দিয়ে দেওয়া হবে।”

ওই মামলার তদন্ত করছে সিআইডি। সিআইডি’র একটি সূত্রে দাবি করা হয়েছে, সম্মতি না মেলায় চার্জশিট পেশ করতে সমস্যা হচ্ছে। অথচ উচ্চ আদালত ২২ ডিসেম্বরের মধ্যে তদন্তের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছিল। তদন্ত শেষও হয়নি। তাই চার্জশিটও পেশ হয়নি। উপরন্তু, মালদহের প্রাক্তন জেলাশাসক আইপিএস অফিসার গোদালা কিরণ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চার্জশিট পেশ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন এখনও মেলেনি বলে তদন্তকারী সংস্থার দাবি।

সিআইডি’র উত্তরবঙ্গের দায়িত্বে থাকা স্পেশাল সুপারিনটেন্ডেন্ট মিরাজ খালিদ বলেন, “তদন্তের কাজ শেষ হয়েছে। তবে পুরো বিষয়টি দফতরের আভ্যন্তরীণ ব্যাপার। তা নিয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয়।” আদালত চাইলে সিআইডি চার্জশিট পেশ করতে প্রস্তুত বলে দফতরেরই একটি সূত্র দাবি করেছে। ৪ টি মামলায় দফতরের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট পেশের সম্মতি এখনও না দেওয়ার ব্যাপারে এসজেডিএ এবং সিআইডি সূত্রেই জানা গিয়েছে, চার্জশিট পেশের প্রক্রিয়ার জন্য গত জুন মাসে এসজেডিএ’র কর্তৃপক্ষের কাছে সম্মতি চেয়ে চিঠি পাঠান সিআইডি কর্তৃপক্ষ। এর পর ৪ জুলাই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত করে ৪টি মামলার ব্যাপারে সম্মতি দেওয়া হলেও বাকিগুলি ঝুলে রয়েছে।

এসজেডিএ-র আর্থিক দুর্নীতি নিয়ে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জনস্বার্থের মামলা দায়ের হয়। ওই সমস্ত মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে গত ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সে সময় শুনানিতে রাজ্য সরকারের জিপি (গভর্নমেন্ট প্লিডার) অভ্রতোষ মজুমদার জানিয়েছিলেন, আর্থিক দুর্নীতির একটি মামলার তদন্ত শেষ হলেও, এক আইএএস অফিসার মামলায় জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। বাকি মামলার তদন্ত তখনও শেষ হয়নি। ওই সমস্ত মামলার তদন্ত শেষ করতে কত সময়ের প্রয়োজন প্রধান বিচারপতি জানতে চাওয়ায় জিপি তিন মাস দাবি জানায়। সেই মতো প্রধান বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দেন ওই সময়ের মধ্যে সব মামলার তদন্ত শেষ করতে।

গোদালা কিরণ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জিপি সে সময় জানিয়েছিলেন গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এবং গত জুন মাসেও বিষয়টি মনে করানো হয়েছে। তার পরেও এখনও অনুমতি আসেনি। ওই সময় থেকে এখন পর্যন্ত গোদালা কিরণ কুমার এবং তাঁর স্ত্রীকে বার দুয়েক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sjda soumitra kundu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE