Advertisement
E-Paper

ঘোষণা ছাড়াই যান নিয়ন্ত্রণ, ক্ষোভ

কার্নিভ্যালের নির্ধারিত সাতদিন শহর জুড়ে যান নিয়ন্ত্রণের নির্দেশ জারি করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। রবিবার পুলিশ কমিশনার জগমোহনের ওই নির্দেশের কথা পুলিশের তরফে জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০২:৩৩

কার্নিভ্যালের নির্ধারিত সাতদিন শহর জুড়ে যান নিয়ন্ত্রণের নির্দেশ জারি করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। রবিবার পুলিশ কমিশনার জগমোহনের ওই নির্দেশের কথা পুলিশের তরফে জানানো হয়েছে।

আজ, সোমবার দুপুর থেকে শুরু হচ্ছে ‘শিলিগুড়ি কার্নিভ্যাল’। ২১ ডিসেম্বর অবধি তা চলবে। আগাম ঘোষণা করে পুজোর সময় এবং মহরমের সময় এই ধরণের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়। এক্ষেত্রে তা কেন করা হল না তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। সপ্তাহের প্রথম দিন থেকেই বাসিন্দারা অসুবিধায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

শিলিগুড়ি পুলিশের ডিসি (ট্রাফিক) শ্যাম সিংহ অবশ্য বলেন, ‘‘মূলত সোমবার এবং মঙ্গলবার শহরের প্রধান রাস্তাগুলিতে বিধি নিষেধ থাকছে। পরের পাঁচদিন অনুষ্ঠানস্থল, গাড়ির গতিবিধি দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের বক্তব্য, পথচলতি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ব্যবস্থা। নির্দেশিকা অনুসারে হিলকার্ট রোড, সেবক রোড, বিধানরোড, কাছারি রোড, স্টেশন ফিডার রোড, বর্ধমান রোড-সহ বিভিন্ন রাস্তায় নানান বিধি নিষেধ থাকবে। শহরে মূলত দার্জিলিং মোড় থেকে ভক্তিনগর থানা মোড় হয়ে সেবক রোডে ঢুকতে-বার হতে হবে। ট্রাক ও পণ্যবাহী গাড়ি ভক্তিনগর থেকে ইস্টার্ন বাইসপাস হয়ে ফুলবাড়ি এবং নৌকাঘাট মোড় থেকে শিবমন্দির হয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে যাতায়াত করবে।

আজ, দুপুর ২টায় জংশন এলাকায় জংশন থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অবধি কার্নিভাল র্যালি হবে। স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে রাত অবধি। আর বেলা ১২টা থেকেই থেকেই শহরে চালু হয়ে যাবে বিধি নিষেধ। এই দিনই দুপুর ১টা নাগাদ কাছারি রোডে বিজেপি’র বিক্ষোভ এবং মিছিলের কথা রয়েছে। দলের জেলা সভাপতি রথীন বসু বলেন, “অন্তত এক সপ্তাহ আগে পুলিশের যান নিয়ন্ত্রণের বিষয়টি জানানো উচিত ছিল। মানুষকে দুর্ভোগে পড়তে হতে পারে।”

কাল, মঙ্গলবার বিধি নিষেধ রাখা হয়েছে দুপুর ১টা থেকে। দুপুরে শহরে বামেদের মহামিছিলের কথা রয়েছে। মহানন্দা সেতু লাগোয়া মোড় থেকে পুরসভা অবধি মিছিল যাবে। সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “দীর্ঘদিন আগেই মিছিলের অনুমতি নিয়েছি। যান নিয়ন্ত্রণের বিধি নিষেধের কথা বলা হচ্ছে। আমাদের স্বাভাবিকভাবে মিছিল করতে দিলে ভাল। নইলে আমরা বিধি নিষেধ মানব না।” প্রাক্তন পুরমন্ত্রীর অভিযোগ, “আগাম ঘোষণা না করে বিধি নিষেধ করাটা অনৈতিক।”

শহরের বাঘাযতীন পার্ক, শক্তিগড় মঞ্চ, মার্গারেট স্কুল মঞ্চ, সূর্যসেনপার্ক, সিটি সেন্টার, দীনবন্ধু মঞ্চ, সায়েন্স সেন্টার, দাগাপুরের বিনোদন পার্ক, পুলিশ কমিশনারেট গ্রাউন্ডে অনুষ্ঠানগুলি চলবে। সাতদিনের নির্ধারিত দিনে সকাল থেকে সন্ধ্যা অবধি এলাকার রাস্তাগুলির যান নিন্ত্রয়ণ থাকবে বলে পুলিশ জানিয়েছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের কড়া সমালোচনা করেছেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকার। তিনি বলেন, “শিলিগুড়ি পুলিশ শাসক দলের একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে। মানুষের কথা না ভেবে তৃণমূলের কার্নিভাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।”

কোন পথে কড়াকড়ি

১৫ ডিসেম্বর- দুপুর ১২টা থেকে রাত ১০টা।

• বাঁ দিকের রাস্তা বন্ধ- (সমস্ত রকম যানবাহন)

মাল্লাগুড়ি থেকে, হাসমিচক। (হিলকার্ট রোড)

হাসমিচক থেকে পানিট্যাঙ্কি মোড়। (বিধান রোড)

সেবক মোড় থেকে পানিট্যাঙ্কি মোড়। (সেবক রোড)

• পুরোপুরি বন্ধ- (স্টেডিয়াম সংলগ্ন)

গোষ্ঠপাল মূর্তি মোড়-ভুটিয়া মার্কেট। (হরেন মুখোপাধ্যায় রোড)

গোষ্ঠাপাল মূর্তি মোড় থেকে হাসমিচক (বিধান রোড)

হাসমিচক থেকে কোর্ট মোড়। (কাছারি রোড)

১৬ ডিসেম্বর- দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

• বাঁ দিকের রাস্তা বন্ধ- (সমস্ত রকম যানবাহন)

মাল্লাগুড়ি-মহানন্দা সেতু লাগোয়া মোড়। (হিলকার্ট রোড)

মহানন্দা সেতু লাগোয়া মোড়-জলপাইমোড় (বর্ধমান রোড)

জলপাইমোড় থেকে সেবক মোড়। (স্টেশন ফিডার রোড)

সেবক মোড় থেকে ভক্তিনগর থানা। (সেবক রোড)

• পুরোপুরি বন্ধ-বাডডোগরা থেকে দার্জিলিংমোড় অবধি সমস্ত ট্রাক।

carnival road safety week siliguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy