Advertisement
১৭ মে ২০২৪

ছোট-মাঝারি শিল্প স্থাপনে উদ্যোগ দক্ষিণ দিনাজপুরে

ছোট ও মাঝারি শিল্প স্থাপনে উদ্যোগী তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। সম্প্রতি বালুরঘাটে জেলা পরিষদের আত্রেয়ী সভাগৃহে জেলার বড় থেকে ছোট ১৪ জন ব্যবসায়ীকে নিয়ে বৈঠক করেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। শিল্পহীন এ জেলার সমস্যা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩২
Share: Save:

ছোট ও মাঝারি শিল্প স্থাপনে উদ্যোগী তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। সম্প্রতি বালুরঘাটে জেলা পরিষদের আত্রেয়ী সভাগৃহে জেলার বড় থেকে ছোট ১৪ জন ব্যবসায়ীকে নিয়ে বৈঠক করেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। শিল্পহীন এ জেলার সমস্যা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

বৈঠকে ছিলেন সভাধিপতি ললিতা টিগ্গা, সহকারী সভাধিপতি কল্যাণ কুণ্ডু ওবং জেলা শিল্পকেন্দ্রের ম্যানেজার রথীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। ব্যবসায়ী বিশ্বনাথ লাহা আলোচনায় কিছু সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, “বিদ্যুৎ সমস্যা কিছুটা মিটলেও দুষণ নিয়ন্ত্রণে শংসাপত্র পেতে সমস্যা রয়েছে। ওই দফতরটি মালদহে। ফলে ব্যবসায়ীদের দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট পেতে ২-৩ দিন মালদহে ঘুরতে হয়। বালুরঘাটে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দফতর চালু হওয়া দরকার।” তেল কল ও হিমঘরের মালিক কয়েকজন জানতে চান, শিল্প স্থাপনের জন্য প্রশাসন কী ধরনের জমি কোথায় চিহ্নিত করেছেন। বৈঠকের পরে জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিগ্গা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জেলায় ছোট ও মাঝারি শিল্পস্থাপনে ব্যবসায়ীরা এগিয়ে আসুন। এ জন্য জেলা পরিষদ ব্যবসায়ীদের সাহায্য করবে। যাতে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট পেতে সমস্যা না হয় তা অবশ্যই দেখা হবে।” জেলা শিল্পকেন্দ্রের ম্যানেজার রথীন্দ্রনাথবাবু জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। কুশমন্ডিতে প্লাইউড তৈরির কারখানা এবং বালুরঘাটে দুটি বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া চলছে। বিনিয়োগকারীদের সব রকম সরকারি সুবিধা দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তিনি এ দিন বলেন, “আমরা চাই ছোট এবং মাঝারির পাশাপাশি বড় ব্যবসায়ীরাও এখানে আসুন।” সহকারী সভাধিপতি কল্যাণ কুণ্ডু বলেন, “মার্চের প্রথম সপ্তাহে ফের ব্যবসায়ীদের নিয়ে বসা হবে। পরবর্তী সেই বৈঠকে জেলা প্রশাসনের কর্তারাও উপস্থিত থাকবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south-dinajpur small industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE