Advertisement
E-Paper

জাতীয় সড়কে ‘হিট অ্যান্ড রান’, ভাঙচুর গাড়ি

ব্যাঙ্কের টাকা বোঝাই গাড়ির ধাক্কায় জখম হলেন এক গ্যারাজ মালিক। রায়গঞ্জে এই দুর্ঘটনার পরে শিলিগুড়ির ওই সংস্থার গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাড়া করে সেটিকে ধরে ফেলে ভাঙচুর চালায়। বলিউড তারকা সলমন খানের হিট অ্যান্ড রান মামলার রায় ঘোষণার ২৪ ঘণ্টাও পেরোনোর আগে এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ০২:৫৯
দুর্ঘটনার পরে জাতীয় সড়কে অবরোধ।

দুর্ঘটনার পরে জাতীয় সড়কে অবরোধ।

ব্যাঙ্কের টাকা বোঝাই গাড়ির ধাক্কায় জখম হলেন এক গ্যারাজ মালিক। রায়গঞ্জে এই দুর্ঘটনার পরে শিলিগুড়ির ওই সংস্থার গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাড়া করে সেটিকে ধরে ফেলে ভাঙচুর চালায়। বলিউড তারকা সলমন খানের হিট অ্যান্ড রান মামলার রায় ঘোষণার ২৪ ঘণ্টাও পেরোনোর আগে এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী জখম ওই গ্যারাজ মালিকের নাম সহদেব দেবশর্মা। স্থানীয় সুদর্শনপুর এলাকার বাসিন্দা সহদেববাবু বৃহস্পতিবার তাঁর গ্যারাজের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কলকাতাগামী টাকা বহনকারী একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে পাওয়ার হাউস ও সুদর্শনপুর এলাকার শতাধিক গ্যারেজ মালিক ও কর্মীরা মোটরবাইক ও সাইকেল নিয়ে গাড়িটিকে তাড়া করে ধরার চেষ্টা করেন।

ঘটনাচক্রে, দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ট্রাফিক সিগন্যাল না পেয়ে গাড়িটি দাঁড়াতে বাধ্য হয়। সেই সময় গ্যারেজ মালিক ও কর্মীরা সেখানে গিয়ে গাড়ি থেকে চালককে নামিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পুলিশ কোনওমতে শিলিগুড়ির বাসিন্দা সুবল সাহা নামে ওই চালককে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও গাড়িটিতে ৮ কোটি টাকা থাকায় শিলিগুড়ির বাকি তিন বাসিন্দা তথা ওই নিরাপত্তা সংস্থার তিন কর্মী স্মরণ ছেত্রী, দেবব্রত চক্রবর্তী ও প্রতীক বল গাড়ি থেকে নামেননি। জখম ব্যক্তির চিকিৎসার খরচ দেওয়ার দাবিতে এর পর স্থানীয় বাসিন্দারা গাড়িটি ভাঙচুর চালান। গাড়িটির পিছনের বাদিকের চাকা ধারাল অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়। এর পর বেলা সাড়ে ১১টা থেকে প্রায় একঘণ্টা শিলিগুড়ি মোড় এলাকার জাতীয় সড়কও অবরোধ করা হয়। সাড়ে ১২টা নাগাদ পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর পর পুলিশ রিকভারি ভ্যানের সাহায্যে ওই নিরাপত্তা সংস্থার তিন কর্মী-সহ পিকআপভ্যানটিকে রীতিমতো ঝুলিয়ে টেনে প্রায় দুই কিলোমিটার দূরে রায়গঞ্জ থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক নিযুক্ত শিলিগুড়ির ওই বেসরকারি নিরাপত্তা সংস্থার তিন কর্মী ও ওই চালক এ দিন সকাল ৬টা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ৮ কোটি টাকা নিয়ে ওই গাড়িতে চেপে কলকাতা রওনা হন। ওই টাকা তাঁদের কলকাতার রিজার্ভ ব্যাঙ্কে পৌঁছে দেওয়ার কথা ছিল। দুর্ঘটনার পরে ব্যাঙ্কের রায়গঞ্জ শাখা কর্তৃপক্ষ থানায় গিয়ে জখম ওই গ্যারাজ মালিক সহদেববাবুর চিকিৎসার জন্য আন্দোলনকারীদের হাতে চার হাজার টাকা তুলে দেন। পুলিশ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে গাড়িতে থাকা আট কোটি টাকা তুলে দেয়। নিরাপত্তা সংস্থার ওই তিন কর্মীকেও ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় পর বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় গ্যারাজমালিক সহদেববাবুকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। তাঁর মাথা, বুক সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রের খবর। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী বলেন, ‘‘একটি দুর্ঘটনার মামলা রুজু করে টাকা বহনকারী ওই পিকআপভ্যান সহ তার চালককে আপাতত আটক করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ জমা দিলে চালককে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

এ দিন রায়গঞ্জ থানার লক আপে গাড়ির চালক সুবলবাবু দাবি করেন, গাড়িতে টাকা থাকায় নিরাপত্তার কারণে জোরেই চালাচ্ছিলাম। রায়গঞ্জের পাওয়ারহাউস এলাকায় গাড়িটি পৌঁছনো মাত্রই এক ব্যক্তি দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। সেই সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাঁর শরীরে গাড়ির বনেটের ধাক্কা লেগে যায়। গাড়িতে থাকা থাকায় দুর্ঘটনাস্থলে না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করি। নিরাপত্তা সংস্থার কর্মী দেবব্রতবাবু জানান, টাকা লুঠ হওয়ার আশঙ্কায় তাঁরা গাড়ি থেকে নামার সাহস পাননি। আন্দোলনকারীদের তরফে রায়গঞ্জ গ্যারাজ ইউনিয়নের সম্পাদক বিমল মণ্ডল দাবি করেন, ‘‘গাড়িটি সহদেববাবুকে ধাক্কা মেরে দ্রুতগতিতে পালানোর সময়ে আরও তিন পথচারী ও একটি খালি রিকশাকে ধাক্কা মারে। তবে ওই তিন পথচারীর সে রকম চোট না লাগায় তাঁরা হাসপাতালে ভর্তি হননি।’’

—নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy