Advertisement
E-Paper

জোর কদমে প্রচারে দার্জিলিঙের প্রার্থীরা

দার্জিলিং লোকসভা কেন্দ্রের ডান-বাম সব প্রার্থীরাই এদিন প্রচার করেন জোর কদমে। তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া, কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক, বামফ্রন্টের প্রার্থী সমন পাঠক সকলেই কাটান ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৪ ০৩:৩৭

দার্জিলিং লোকসভা কেন্দ্রের ডান-বাম সব প্রার্থীরাই এদিন প্রচার করেন জোর কদমে। তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া, কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক, বামফ্রন্টের প্রার্থী সমন পাঠক সকলেই কাটান ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে।

ভাইচুং ভুটিয়া এদিন শিলিগুড়ির মাটিগাড়ার খাপরাইলে, ফুলবাড়ি চা বাগানে ও নিউ চামটা চা বাগান এলাকাতে কর্মী সভা করেন। এরপর হাজার খানেক সমর্থক নিয়ে মিছিলে হাঁটেন ভাইচুং। সঙ্গে মিছিলে নেতৃত্ব দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি জ্যোতি তির্কি, জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য মদন ভট্টাচার্য।

এদিন খাপরাইলের সভায় পাঁচশো গোর্খা জনমুক্তি মোর্চা সদস্য তৃণমূলে যোগ দেন বলে দাবি করা হয় দলের পক্ষ থেকে। সমতল থেকে পাহাড়ে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী সুজয়বাবুও। শিলিগুড়ি পুর এলাকার ৪৬ নম্বর ওয়াডের্র শিবনগর এলাকায় তাঁর সমর্থনে একটি মিছিলও বের হয়। এরপর কালিম্পং, রানীনগর ও ঘোষপুকুরেও কর্মীসবায় অংশ নেন তিনি। রাতে ফের শিলিগুড়ির ঝংকার মোড় এলাকায় একটি কর্মী সভায় যোগ দেন। নকশালবাড়িতে তাঁর সমর্থনে একটি কর্মী সভা করেন কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকারও। এদিন সকাল ৭ টায় শিলিগুড়ি সংলগ্ন গুলমায় একটি মিছিলে অংশ নেন বামফ্রন্ট প্রার্থী সমনবাবু। পরে মাটিগাড়ার পাথরঘাটায় আরও একটি মিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্বে তিনি ছাড়াও ছিলেন জেলা দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকারও। শিলিগুড়ির গঙ্গানগর, আঠারোখাই এলাকায় কর্মী সভায় অংশ নেন তিনি।

darjeeling constituency candidates
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy