খেলার ছলে পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির চকমাইলপুরে। একই গ্রামে তিন শিশুর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা। মৃতেরা হল সাফিউল ইসলাম (৭), আব্দুল রাজাক (৮) ও মোস্তাহার মিঞা (৭)। তারা প্রত্যেকেই গ্রামেরই একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে সকাল সাড়ে নটা নাগাদ পুকুরে খেলার ছলে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যায় গ্রামেরই তিন শিশু। তার মধ্যে এক পরিবারেরই দু’জন রয়েছে। সাফিউল এবং আব্দুল সম্পর্কে খুড়তুতো দুই ভাই। আর মোস্তাহার মিঞা প্রতিবেশি পরিবারের ছেলে। সাফিউলের বাবা আরিকুল শেখ এবং আব্দুলের বাবা মালেক শেখ। নিজের জমিতেই চাষ বাস করে তাঁরা সংসার চালান। মোস্তাহারের বাবা মোজাম্মেল হক দিনমজুরি করেন। এ দিন বাড়ি থেকে ৫০০ মিটার দুরে একটি পুকুরের মধ্যে থেকে মশারির জাল জড়ানো অবস্থায় ওই তিন শিশুকে উদ্ধার করে পরিবার এবং স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুরটিতে প্রায় পাঁচ ফিট জল রয়েছে। সকালের পর থেকেই তিন জনই নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষদের সন্দেহ হওয়ায় পুকুরে জাল নিয়ে তল্লাশি শুরু করলে দুপুর ২টো নাগাদ তাদের মৃতদেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, মশারির জাল নিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে ওই তিন শিশুর।