অসুস্থ এবিভিপির সমর্থক কলেজ পড়ুয়া অমিত হাসান মন্ডল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া অমিত ভর্তি হতে গেলে টিএমসিপির একদল সমর্থক তাঁকে মারধর করে বলে অভিযোগ ওঠে। তবে ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিস কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। জেলা পুলিশ সুপার শীশরাম ঝাঝারিয়া বলেন, এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে শুক্রবার রাত ৮টা নাগাদ অমিতের বাবা আজিজুর রহমানের উপস্থিতিতে গঙ্গারামপুর থানায় অমিতের উপর অত্যাচারের অভিযোগ করে টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। টিএমসিপির জেলা সভাপতি অতনু রায়ের অভিযোগ, ‘‘নেশা করে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে মিথ্যা অত্যাচারের অভিযোগ তুলেছে।’’