সাহিত্যিকের মৃত্যুতে শোক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরেই নার্সিংহোমে ভর্তি ছিলেন। শুক্রবার বেলা পৌনে ২ টা নাগাদ মাটিগাড়ার একটি নার্সিংহোমে মৃত্যু হল সাহিত্যিক হরেন ঘোষের। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এ দিন দুপুরে শিলিগুড়ির বাঘা যতীন রোডের বাড়ি ‘সিনচল’-এ যখন তাঁর মরদেহ আনা হয় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা, পড়শি থেকে উত্তরবঙ্গ বইমেলা কমিটির কর্মকর্তারা অনেকেই। স্ত্রী দীপ্তি দেবী, দুই মেয়ে এবং এক নাতিকে রেখে গেলেন তিনি। দীর্ঘদিন শিলিগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষের পদে ছিলেন। জলাপাহাড়, জলপ্রপাত, খেলাঘর, ইন্দ্রধনুর রং, গোধূলি বাসরের মতো উপন্যাস লিখেছেন। লিখেছেন নাটক, কবিতা, ছোটগল্প, গান-ও। তাঁর ৭ টি উপন্যাস নিয়ে প্রকাশিত হয় ‘সপ্তপর্ণী’ বইটি। নেপালি ভাষাতেও ‘নির্বাসন’-এর মতো উপন্যাস এবং অন্যান্য লেখা রয়েছে। শিশু সাহিত্য রচনার মধ্যে হিমালয়ে ঘুমের দেশে, সোনার বাঁশি, নানা রঙের দিনগুলি উল্লেখয্যোগ্য। নানা পত্রপত্রিকাতেও তাঁর নানা লেখা বার হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনধারিয়ায় জন্মে ছিলেন। ছেলেবেলায় স্থানীয় স্কুলে পড়াশোনার শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে বাংলায় এমএ পাশ করেন। পরবর্তীতে কলকাতার একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে তা ছেড়ে শিলিগুড়িতে আসেন। যোগ দেন শিলিগুড়ি কমার্স কলেজে শিক্ষকতার চাকরিতে। শিলিগুড়ি মহিলা কলেজ, বাগডোগরার কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় স্থাপনের অন্যতম উদ্যোক্তা। ওই দুটি কলেজে সাম্মানিক অধ্যক্ষ পদেও ছিলেন। শহরের বহু প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় রেলের উপদেষ্টা কমিটি, জেল পরিদর্শন কমিটি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্যও ছিলেন। এ দিন শিলিগুড়ি কমার্স কলেজে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান অনেকেই। কিরণচন্দ্র শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সরকারি টাকায় ভোট কিনছে তৃণমূল, অভিযোগ অশোকের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
সরকারি তহবিল থেকে ক্লাবগুলিকে টাকা দিয়ে তৃণমূল ভোট কিনতে চাইছে বলে অভিযোগ তুললেন দার্জিলিং জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন অশোকবাবু। সঙ্গে ছিলেন জেলা সিপিএমের কার্যনির্বাহী সম্পাদক জীবেশ সরকার। অভিযোগ, ক্লাবগুলিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী টাকা দিয়েছেন, আবার কাউকে আশ্বাস দিচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন তাঁরা। সিপিএম তাদের নামে কুৎসা রটাতে চেষ্টা করছে বলে পাল্টা নালিশ করে তৃণমূল জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “ক্লাবের উন্নয়নে খেলাধূলার স্বার্থে টাকা দেওয়া হয়েছে। অনেক আগেই তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা রাজ্যে খেলাধূলার উন্নতিতে অর্থ সাহায্য-সহ করব।” মন্ত্রী জানান, সম্প্রতি ১০৩ টি ক্লাবকে নিয়ে বৈঠক করেছিন। তা নিতান্তই সৌজন্যমূলক এবং খেলাধূলার স্বার্থে। নির্বাচন নিয়ে কোনও কথা হয়নি। যে সমস্ত ক্লাবের প্রতিনিধিরা ছিলেন তাঁদের বেশির ভাগ সরকারি অনুদান পাননি। মন্ত্রীর দাবি, সে কারণে অভিযোগ ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, “অশোকবাবুরা এতদিন ভোটের আগে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করে এসেছেন, এখনও করছেন। তাঁদের মুখে এই অভিযোগ মানায় না।” বিজেপি এবং তৃণমূলের প্রতি অশোকবাবুর কটাক্ষ, এত দিন বিজেপি গোর্খাল্যান্ডের দাবির সমর্থনে ভোটের প্রচার করেছে। তৃণমূল তো সমর্থন করেছিল। তৃণমূল বিজেপির দিকে যে অভিযোগ তুলছে তা হাস্যকর। তা তৃমমূলের মুখে মানায় না। পাহাড়ের আবেগ নিয়ে ছেলেখেলা করছে দুই দলই। মোর্চাও পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি বলে মনে করছে বামেরা। বৃহস্পতিবার লেপচাদের সভায় তৃণমূল কর্মীদের অংশগ্রহণ নিয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন।
বেআইনি অস্ত্র-কারখানার খোঁজ কালিয়াচকের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • মালদহ
লোকসভা ভোটের মুখে কালিয়াচকে একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস করেছে পুলিশ। বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের নারায়ণপুর গ্রামে হানা দিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে অস্ত্র তৈরির কারখানার হদিস পেয়েছে পুলিশ। তবে অভিযানে কেউ গ্রেফতার হয়নি। জেলার পুলিশ রূপেশ কুমার বলেন, “মতিউর রহমান নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে অস্ত্র তৈরির কারাখানার পুলিশ উদ্ধার করেছে। সেখান থেকে একটি মাসকেট, একটি পাইপগান-সহ একাধিক আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রপাতি পুলিশ উদ্ধার করেছে। বাড়ির মালিককে খোঁজা হচ্ছে।” এই ঘটনাটিকে ঘিরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন চাপান-উতোর শুরু হয়েছে। দক্ষিণ মালদহের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী বলেন, “কালিয়াচকে সমাজবিরোধীরা এখন তৃণমূল কংগ্রেসের ছত্রচ্ছায়ায় রয়েছে। ভোটে বুথ দখল করে সন্ত্রাস ছড়াতে বাইরে থেকে লোক এনে অস্ত্র তৈরি হচ্ছিল। নির্বাচন কমিশনের চাপে পড়ে পুলিশ অস্ত্র কারখানা উদ্ধার করতে বাধ্য হয়েছে।” কংগ্রেস প্রার্থী অভিযোগ, “বাড়ির মালিক তৃণমূল কংগ্রেস করেন জানতে পেরেছি।” তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাবিত্রী মিত্র এই অভিযোগ অস্বীকার করে বলেন, “পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করায় কংগ্রেস জেলায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। সেই কারণে কংগ্রেস বাইরে থেকে সমাজবিরোধী এনে অস্ত্র তৈরি করছে। বহুদিন ধরে আমরা বলছিলাম নারায়ণপুরে কংগ্রেস অস্ত্র কারখানা গড়ে অস্ত্র তৈরি করছে। ভোটের আগে ও ভোটের সময়ে ওরা সন্ত্রাসের পরিকল্পনা করেছিল।”
জোর প্রচার পাহাড়ে
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
শেষ মুহূর্তে প্রচারে সরগরম দার্জিলিং। প্রার্থীদের সমর্থনে পাহাড়ে আসছেন সব দলের শীর্ষ নেতা নেত্রীরা। বাদ নেই ‘তারকারা’ও। অভিনেতা তথা রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে দার্জিলিঙে প্রচার চালাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, সিপিএমের রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরিও দার্জিলিঙে প্রচারে আসছেন। প্রচার শেষের দিন জনসভা করার কথায় রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুঙ্গেরও। এ দিন কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার দার্জিলিঙের চকবাজারে সভা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু। কংগ্রেস সূত্রের খবর, দুপুরে তাঁর রোড-শো দার্জিলিঙে। চকবাজারে আজ সকালে সিপিএমের রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরির সভা রয়েছে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীর সভা রয়েছে দার্জিলিঙে। আজ সন্ধ্যেই মুখ্যমন্ত্রীর দার্জিলিঙে পৌঁছনোর কথা রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।
বাম প্রচার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
সিপিএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি আলিপুরদুয়ার কেন্দ্রে আরএসপি প্রার্থী মনোহর তিরকের সমর্থনে সভা করলেন। শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সের মেটেলি বাজারে। তিনি বলেন, “নেতা নয় নীতিই মূল কথা। নরেন্দ্র মোদী চারটি বিধানসভায় অবিবাহিত জাহির করে এবার তিনি স্ত্রীর নাম মনোনয়ন পত্রে লিখেছেন জানিয়ে ইয়েচুরির প্রশ্ন, “যিনি নিজের ব্যক্তিজীবনেই মিথ্যার আশ্রয় নেন। তিনি কী ভাবে দেশের প্রধানমন্ত্রী হবেন।”
মন্ত্রীর নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
দলীয় প্রার্থী শেষ চারদিন দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ে প্রচার করতে নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় মাটিগাড়ার মায়াদেবী ক্লাব চত্বরে দলের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন গৌতম দেব ও প্রদেশ তৃণমূল সাধারণ সম্পাদক মহুয়া মিত্র। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা কোর কমিটির সদস্য মদন ভট্টাচার্য, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি জোতি তিরকে প্রমুখ। কর্মীদের নিয়ে সভা হলেও সাধারণ সমর্থকরাও হাজির ছিলেন বৈঠকে। এদিন মহিলাদের নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এলাকার নেহারুজোত থেকে একটি মিছিল এলাকা পরিক্রমা করে। প্রায় দেড় হাজার মহিলা সমর্থক মিছিলে অংশ নেন বলে দাবি করা হয় দলের পক্ষ থেকে। এছাড়া মাটিগাড়ার বিভিন্ন এলাকায় মদনবাবুর নেতৃত্বে কর্মিসভা করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৫ এপ্রিল মাটিগাড়ার এই ক্লাবের মাঠেই মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে জনসভা করবেন ভাইচুং ভুটিয়া বলেও মদনবাবু জানিয়েছেন।
গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
দলীয় সভার প্রচারে মাইকিং করার কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে তৃণমূলের ২ সমর্থককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ওই দুই জনকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতেদর নাম তাপস মুখোপাধ্যায় এবং ডুমা বিন। অভিযোগ, বৃহস্পতিবার বেলা ৫ টা নাগাদ বাঘা যতীন পার্কের কাছে পথসভা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রিত একটি সংগঠনের। কংগ্রেসের সভার প্রচারে মাইকিং করার জন্য একটি অটোতে যাচ্ছিলেন দুই কংগ্রেস কর্মী। তৃণমূলের সভা দেখে তাঁরা সেখানে মাইকিং বন্ধ করেও দেন বলে দাবি। তা সত্ত্বেও তৃণমূলের ৬-৭ জন তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। এর পরেই পুলিশ এ দিন ২ জনকে ধরেছে। কংগ্রেস কর্মীদের বাধা দেওয়া এবং মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
স্কুলে স্কুলে সচেতনতা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
অভিভাবকদের ভোট দানে উৎসাহিত করতে, স্কুলগুলিতে সচেতনতা শিবির করছে জেলা নির্বাচন দফতর। শুক্রবার দার্জিলিঙের নেপালি গার্লস হাইস্কুলে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পর্যবেক্ষক অলোক মিশ্র। নির্বাচন কমিশনের নির্দেশেই এই শিবির হয়েছে বলে জানানো হয়েছে। পড়ুয়ার অভিভাবকদের তিনি বলেন, “দেশে ভোটদানের হার কম হওয়ায় কমিশন উদ্বিগ্ন। অনেক এলাকায় ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়ে। একটি সমীক্ষায় জানা গিয়েছে, অনেকেই নানা কারণে ভোট দানে উৎসাহী নন। তাই কাউকেই পছন্দ নয় বোতামও রাখা হয়েছে। যে এলাকায় প্রয়োজন সেই ভোট কেন্দ্রগুলিতে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা রয়েছে। যাতে ভোট দিতে সমস্যা হয় না।” স্কুলের প্রধানশিক্ষিকাও অভিভাবকদের ভোট দানে উৎসাহী করেন। অভিভাবকদের উৎসাহী করে তুলতে স্কুল পড়ুয়াদের দিয়ে তাঁদের ‘সংকল্প পত্রও’ পাঠানো হয়েছে। এ দিন থেকেই পাহাড়ের স্কুল পড়ুয়াদের মাধ্যমে অভিভাবকদের সংকল্প পত্র পাঠানো শুরু হয়েছে। অভিভাবকদেরকে পাঠানো চিঠিতে পড়ুয়াদের বয়ানে জানানো হয়েছে, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত এবং ভাল রাখার জন্য অভিভাবকদের ভোট দেওয়া জরুরি। প্রশাসন সূত্রে জানানো হয়, কমিশনের নির্দেশে সব স্কুলে সংকল্প পত্র পাঠানো হয়েছে। অন্য জেলাতেও এই পদক্ষেপ করা হয়েছে। পড়ুয়ার থেকে পাওয়া সংকল্পপত্র সই করে কমিশনে জমা দিতে হবে।
৮ কেন্দ্রে প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • গঙ্গারামপুর
ফুটবল হয়ে মার না খেয়ে ফুটবলার হয়ে বল মেরে গোলে ঢোকাতে হবে। তাই সারা ভারত সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা (এআইইউডিএফ) নামে নতুন দল তৈরি করে এ রাজ্যের ৮টি কেন্দ্রে প্রার্থী দিয়ে লোকসভা ভোটে লড়াইয়ে নেমেছেন তাঁরা। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে দলের প্রার্থীর সমর্থনে জনসভায় ওই কথা বলেন রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। নন্দীগ্রামের সময় ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি তৈরি করে প্রথম আন্দোলন গড়ে তোলার কৃতিত্ব দাবি করে তিনি বলেন, “তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে অবিচার করেছেন। নন্দীগ্রামের প্রতি অবিচার করেছেন। ফুটবল হয়ে মার খাব না। তৃণমূল আমাদের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়েছে। আমরা এই রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছি।” অনুব্রত মণ্ডল প্রসঙ্গে সিদ্দিকুল্লার অভিযোগ, “সিপিএম জমানায় অত্যাচারী লুঠেরার ছুট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও লুঠেরাদের ছুট দিচ্ছেন। বাংলার মানুষ এ সব কিন্তু আর বেশি দিন সহ্য করবেন না।”
নেতার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
দক্ষিণ দিনাজপুরে তপনের আরএসপি বিধায়ক খারা সরেন (৬৭)-এর মৃত্যু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভোট প্রচারে বার হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে গাড়ি করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী এ দিন জানান, বৃহস্পতিবার সারা দিন তিনি বোল্লা ও বোয়ালদার অঞ্চলে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার ও সভা করেন। ১৯৮২ সাল থেকে জেলার আদিবাসী অধ্যুষিত তপন বিধানসভা কেন্দ্রে নেতা ৭ বারের আরএসপি বিধায়ক ছিলেন। ২০১১ সালে তিনি পরাজিত হন। তিনি তপন লোকাল কমিটির সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জোর প্রচার
বাজার, বনবস্তিতে ভোট দেওয়ার সচেতনতা বাড়াতে প্রচার করছে বন দফতর। সচেতনতা বাড়াতে বনবস্তিতে পর্দায় নির্বাচন কমিশনের পাঠানো তথ্যচিত্রও দেখানো হচ্ছে। শুক্রবার ডুয়ার্সের গরুমারার জঙ্গল লাগোয়া পানঝোরা বনবস্তিতে। আর সচেতনতা বাড়াতে একটি পুস্তিকা দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি বনবিভাগের অধীনে ৬০টির বেশি বন সুরক্ষা কমিটি আছে। বন্যপ্রানী-২ বিভাগের অধীনে আছে ৬টি ইকো ডেভলেপমেন্ট কমিটি এবং ৭টি বনবস্তি। সবমিলিয়ে ১৫ হাজারের বেশি ভোটার রয়েছেন। বাংলা, হিন্দি ও নেপালিতে প্রচার চালানো হচ্ছে।
দিনভর পথে
কখনও হুডখোলা জিপে রোডশো, কখনও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে শুক্রবার দিনভর রায়গঞ্জ কেন্দ্রে প্রচার চালালেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। দীপাদেবী কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সংলগ্ন তিনটি পঞ্চায়েত এলাকায় রোড-শো করেন। সন্ধ্যায় কালিয়াগঞ্জ সদরের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করেন। এ দিনই দিনভর কালিয়াগঞ্জের গোবিন্দপুর, বোঁচাডাঙা, মালগাঁও ও মোস্তাফানগর এলাকায় কর্মিসভা ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান রায়গঞ্জ কেন্দ্রে বাম প্রার্থী মহম্মদ সেলিম।
চাঁচলে রুটমার্চ
চাঁচলে রুটমার্চ করল আধাসামরিক বাহিনী। ২৪ এপ্রিল উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের নির্বাচন। নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মহকুমার ৬টি ব্লকে মোট ২০ কোম্পানী বাহিনী আসার কথা। তারমধ্যে প্রথম পর্যায়ে এক কোম্পানী আধাসামরিক বাহিনী চাঁচলে পৌঁছেছে। শুক্রবার তাঁরা চাঁচল শহরে রুটমার্চ করে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর চাঁচল শহর সহ লাগোয়া এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটে। ওই সব এলাকাতেও রুটমার্চ করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ক্ষিতির ক্ষোভ
‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি দেখে নরেন্দ্র মোদীও জোড়া লাড্ডুর বদলে একটি লাড্ডু দেখিয়ে গেলেন।’ শুক্রবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ডাঙারহাটে সভায় দলের প্রার্থীর সমর্থনে এসে এমনই বললেন আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। তিনি বলেন, “কলকাতার বিগ্রেড সভায় নরেন্দ্র মোদী দিল্লি এবং রাজ্যের জোড়া লাড্ডু লাভের কথা বলে গিয়েছিলেন। বর্তমান রাজ্যের হাল নরেন্দ্র মোদীও বুঝে গিয়েছেন।”
ভোটার বৃদ্ধি
উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লক্ষেরও বেশি। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতিপুর, রতুয়া, হবিবপুর, ওল্ড মালদহ, গাজল বিধানসভা নিয়ে লোকসভা কেন্দ্র। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ১১ লক্ষ ১৪৫ জন। এবার ১৪ লক্ষ ২২১৭৩। পুরুষ ভোটার রয়েছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮৮৩ জন। মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৮২ হাজার ৯৪৮ জন।
বিজেপি-সভা
১৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুরে দলীয় প্রার্থীর প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ। দলের জেলা সভাপতি গৌতম চক্রবর্তী জানান, ওই দিন বুনিয়াদপুরে জনসভা হবে। ওই একই দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রচারে জেলায় আসছেন। বালুরঘাট, গঙ্গারামপুর এবং কুমারগঞ্জে তিনটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন।
প্রচারে দেব
ভোট প্রচারে কোচবিহারের তুফানগঞ্জে আসছেন অভিনেতা দেব। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ১৫ এপ্রিল তুফানগঞ্জে ক্রীড়া সংস্থার মাঠে দলের নির্বাচনী সভায় উপস্থিত থাকবেন। তুফানগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি ফজল করিম মিঁয়া জানান, দুপুর ২ টায় সভা শুরু হবে।
মিটনায় সভা
শুক্রবার বিকালে হরিশ্চন্দ্রপুরের মিটনা এলাকায় জনসভা করল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমক্রেটিক ফ্রন্ট। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে এবার এই দলের প্রার্থী হয়েছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা আবদুল খালেক।
বালুরঘাটে চৈত্র সেলের ভিড়। অমিত মোহান্তের তোলা ছবি।