Advertisement
E-Paper

টুকরো খবর

টোকাটুকি রুখতে কড়াকড়ি অব্যাহত মালদহের চাঁচল কলেজে। বুধবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের অনার্সের সপ্তম পত্রের পরীক্ষা ছিল কলেজে। টোকাটুকির অভিযোগে ৯ জন ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল করা হয়। সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই কলেজের বাইরে ও ভিতরে ছিল কড়া পুলিশি ব্যবস্থা।

শেষ আপডেট: ০৮ মে ২০১৪ ০১:৫৭

কড়া নিরাপত্তায় পরীক্ষা হল চাঁচল কলেজে

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

টোকাটুকি রুখতে কড়াকড়ি অব্যাহত মালদহের চাঁচল কলেজে। বুধবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের অনার্সের সপ্তম পত্রের পরীক্ষা ছিল কলেজে। টোকাটুকির অভিযোগে ৯ জন ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল করা হয়। সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই কলেজের বাইরে ও ভিতরে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। ফলে এদিন টোকাটুকির জেরে ৯ ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিলের পরেও কলেজের ত্রিসীমানায় কাউকে দেখা যায়নি। প্রসঙ্গত, মঙ্গলবার ইতিহাসের তৃতীয় পত্রের পরীক্ষায় ৩৫ জন ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল করা হয়। তার জেরে কলেজ ভাঙচুর, পরীক্ষা ভণ্ডুল হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিহাসের তৃতীয় পত্রের পরীক্ষা পরে ফের নেওয়া হলেও টোকাটুকি করায় বহিষ্কৃতদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন বলেন, “মঙ্গলবার কলেজে যা ঘটেছে তা রাজ্যের কোনও কলেজে ঘটেছে বলে আমার জানা নেই। তবে পিছিয়ে আসার প্রশ্নই নেই। পরীক্ষায় টোকাটুকি করবে আর আমরা তা দেখেও দেখব না তা তো হতে পারে না। পরীক্ষা চলাকালীন একই রকম কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে মঙ্গলবার কলেজে ঢুকে উত্তরপত্র ছেঁড়া সহ ভাঙচুরের ঘটনার একদিন বাদেও অভিযুক্তদের কেউ ধরা পড়েনি।” মালদহের পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, “অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইসিকে গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পুলিশের পাশাপাশি মঙ্গলবার চাঁচল কলেজের ঘটনার পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের তরফেও তদন্ত করা হবে। আগামী ১৯ মে পরীক্ষা শেষ হবে। তার পরেই চাঁচল কলেজে ভন্ডুল হওয়া ইতিহাস পরীক্ষা কবে নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন কলেজগুলিতে কড়া নজরদারি চালাতে ৫ জনের একটি বিশেষ দল গড়া হয়েছে। উপাচার্য গোপাল মিশ্র বলেন, “টোকাটুকি করায় যাদের পরীক্ষা বাতিল হয়েছে তাদের আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না।”

প্ররোচনার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

বিষ ক্রিয়ায় বধূর মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মালদহের কালিয়াচক থানার দামোদরটোলায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। বিষক্রিয়ায় অসুস্থ ওই বধূকে রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম মাম্পি মণ্ডল (২২)। মৃতার দাদা অপু মণ্ডলের অভিযোগ, তিন বছর আগে বিয়ের পর ভগ্নিপতি সনাতন মণ্ডল বাপের বাড়ি থেকে বোনকে টাকা আনার জন্য জোরাজুরি করত। অন্যথা হলে নির্যাতন চালানো হত। সম্প্রতি বাপের বাড়ি থেকে টাকা এনে বাইক কিনে দেওয়ার জন্য স্ত্রীর উপর স্বামী সনাতন অত্যাচার শুরু করে। অভিযুক্ত স্বামী ঘটনার পরেই পলাতক বলে পুলিশ জানিয়েছে।

ঝড়ে ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি

বুধবার সন্ধ্যা থেকে শুরু ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ময়নাগুড়ির জনজীবন। ৩১ নম্বর জাতীয় সড়ক সহ নানা এলাকায় ঝড়ে গাছ উল্টে যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে। হাসপাতালপাড়া রোড, ইন্দিরা মোড়, সিনেমা হল মোড় এলাকায় বিদ্যুতের তারে বড় গাছ উল্টে তা ছিঁড়ে যায়। রাত পর্যন্ত এলাকাগুলি বিদ্যুৎহীন ছিল। ইন্দিরা মোড় এলাকায় রাস্তার পাশে থাকা একটি স্কুটার গাছের নীচে চাপা পড়ে। ময়নাগুড়ি-মালবাজার রোডে রাস্তার পাশে দাড়ানো একটি ছোট গাড়িতে গাছ ভেঙে পড়ে যায়। সে সময় স্কুটারে বা গাড়িতে কেউ না থাকায় কোনও হতাহতের খবর নেই। ঝড়ের সঙ্গে বজ্রপাতে ময়নাগুড়ি এলাকায় কিছু বৈদ্যুতিন সরঞ্জাম নষ্ট হয়েছে।

চাঁচলে ক্রিকেট

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে কলেজ মাঠে বুধবার লিগ কাম নক আউট টুর্নামেন্ট শুরু হল চাঁচলে। অনুধ্বর্র্ ১৫ কিশোরদের এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দল। টুর্নামেন্টের প্রথম খেলাটি হয় মালদহ সিসিসি-র সঙ্গে চাঁচলের। চাঁচল টসে জিতে প্রথমে ব্যাট করে ৩০ ওভারে ৬ উইকেটে ২৫০ রান করে। মালদহ সিসিসি ১০৫ রান করে অল আউট হয়। আজ, বৃহস্পতিবার মাঠে মুখোমুখি হবে মালদহ সিসিসি ও বালুরঘাট দল। চাঁচল ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক রাজেশ দাস জানান, ১৫ মে টুর্নামেন্টের ফাইনাল।

মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

ভবঘুরে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হল কোদালবস্তির জঙ্গল থেকে। বুধবার জঙ্গলে টহল দিতে গিয়ে মৃতদেহটি দেখতে পান বন কর্মীরা। হাসিমারা ফাঁড়ির ওসি বিভূতিভূষণ বর্মন জানান, ওই ভবঘুরেকে আগেও জঙ্গলের কাছে ঘুরতে দেখেছেন বন কর্মীরা। মহিলার বয়স ৪৫-৫০ বছর। মৃতদেহটি ৪-৫ দিনের পুরোনো বলেই মনে হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হল। বুধবার বালুরঘাট শহরের নামাবঙ্গি এলাকার ঘটনা। মৃতের নাম সুকুমার মণ্ডল (৩২)। পেশায় কাঠমিস্ত্রি ওই যুবক এ দিন সকালে বাড়ি থেকে কাজে বেরিয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। সম্ভবত সানস্ট্রোক হয়ে সুকুমারবাবুর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে বলা হয়েছে।

বাসে পিষ্ট ছাত্র

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

বাবা-মায়ের সঙ্গে মেলা দেখে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় বালকের মৃত্যু হল। মালদহের মোহনা এলাকায় মানিকচক-মালদহ রাজ্য সড়কের উপর মঙ্গলবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত রিমন শেখ (৮) স্থানীয় প্রাথমিক স্কুলে প্রথম শ্রণিতে পড়ত। মেলা দেখে মোহনা বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নকল রুখতে

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

স্নাতক স্তরের ফাইনাল পরীক্ষায় নকল রুখতে হোম সেন্টারের বদলে অন্য কলেজে পরীক্ষা নেওয়ার দাবি তুলল শিক্ষক সংগঠন। বুধবার জয়গাঁ ননীভট্টাচার্য স্মারক স্মৃতি মহাবিদ্যালয়ে ওয়েককুপা ইউনিট কনভেনশনে ওই সিদ্ধান্ত নেন সংগঠনের সদস্যরা। ওয়েবকুপার আলিপুরদুয়ার শাখার সভাপতি গোবিন্দ রাজবংশী জানান, শিক্ষকরা পরীক্ষায় নকল রুখতে পরীক্ষার্থীদের হোম সেন্টারের বদলে অন্য কলেজে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন। ২১ মে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে পরীক্ষা হবে।

মন্দিরে চুরি

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

তালা ভেঙে লক্ষাধিক টাকার অলঙ্কার চুরির হল মালদহের দুর্গাবাড়ির তারাকালী মন্দিরে। মঙ্গলবার রাতের ঘটনা। এ দিন সকালে পুজো করতে গিয়ে চুরির ঘটনাটি নজরে আসে পুরোহিতের। পুলিশ জানায়, দেবীমূর্তির কানের দুল, মাথার মুকুট, গলার হার দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে। মন্দির কমিটির সদস্য ষষ্ঠী দাস জানান, দুষ্কৃতীরা প্রায় দেড় লক্ষ টাকার অলঙ্কার নিয়ে পালিয়েছে।

ডুবে মৃত যুবক

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে বালুরঘাটের খিদিরপুর শ্মশানঘাটের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভাস্কর বন্দ্যোপাধ্যায় (৩৬)। স্থানীয় সাহেব কাছারি এলাকার শান্তিনিকেতনপাড়ার বাসিন্দা পেশায় শ্রমিক ওই যুবক নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান। পরে তাঁর দেহ উদ্ধার করেন।

কলেজে দফায় দফায় বিক্ষোভ

পার্ট ওয়ানের পড়ুয়াদের একাংশকে পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে স্নাতক স্তরের পরীক্ষা চলাকালীন এসএফআই-এর দফায় দফায় বিক্ষোভ কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বুধবার এসএফআই সমর্থকরা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় চত্বরে একাধিকবার বিক্ষোভ দেখান। তাঁরা নিজেদের দখলে থাকা ছাত্র সংসদ কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন বলে অভিযোগ। অধ্যক্ষকে একঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান। মহাবিদ্যালয় কর্তৃপক্ষ আজ, বৃহস্পতিবার ফর্ম পূরণ করার সুযোগ দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অধ্যক্ষ প্রবীর রায় বলেন, “গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বৃহস্পতিবার তাদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে।”

বধূর অপমৃত্যু

বিয়ের এক বছরের মাথায় বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুরে ইসলামপুর থানার মাটিকুন্ডা বাজার এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম ললিতা পাল (২২)। দুপুরে ললিতা দেবীর বাড়ির বাথরুম থেকে আওয়াজ আসে। বাথরুমেই ওই গৃহবধুকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতার বাপের বাড়ির তরফে অত্যাচার ও খুনের অভিযোগ করা হয়। বধূর দাদা বিনোদ গণেশের অভিযোগ, বিয়ের পর টাকার জন্য অতাচার চালানো হত।

বম্ব স্কোয়াড

আলিপুরদুয়ার মহকুমার জন্য পৃথক বম্ব স্কোয়াডের তৈরির অনুমোদন মিলল। গত কয়েক বছরে আলিপুরদুয়ার, বারবিশায় কয়েকটি বোমা উদ্ধার হয়। ১৮ মার্চ ২০০৯ আলিপুরদুয়ারে সাইকেল বোমা বিস্ফোরণে তিন জন মারা যান। গত ২৯ অগস্ট বিএম ক্লাব ময়দাবে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় এক স্কোয়াড কর্মীর। ঘটনার পরে আলিপুরদুয়ারের জন্য একটি বম্ব স্কোয়াডের আর্জি জানান জলপাইগুড়ি জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, সরকারের তরফে আলিপুরদুয়ারের বম্ব স্কোয়াড গড়ার অনুমোদন মিলেছে। দ্রুত পুরোদস্তুর ওই স্কোয়াড তৈরি করার কাজ শুরু করবে।

পথ রুখে লুঠ

পোশাক ব্যবসায়ীর টাকা, হার, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার দক্ষিণ খাগরাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম গণেশ পাল। তাঁর বাড়ি কোচবিহার শহরের শ্যামাপ্রসাদপল্লিতে। মঙ্গলবার রাতে খাগরাবাড়িতে জামাকাপড়ের দোকান বন্ধ করে তিনি বাইকে ফিরছিলেন। ৪-৫ জনের দল রাস্তা আটকে ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশ সুপার অনুপ জায়সবাল জানান, তদন্ত শুরু হয়েছে। কয়েক জনকে জেরা করা হয়।

মাদকে লুঠ

মাদক মেশানো চা ও কেক খাইয়ে তিন রেলযাত্রীর সর্বস্ব লুঠ করে পালিয়েছে ৩ দুষ্কৃতী। মালদহ টাউন স্টেশন থেকে মঙ্গলবার কামরা থেকে অজ্ঞান তিন যাত্রীকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করায় রেল পুলিশ। পুলিশ জানায়, বিহারের রাজমহলের সঞ্জয় দাস, জলপাইগুড়ির অনুকূল মণ্ডল ও মানিকচকের আনসারুল হক মঙ্গলবার নবদ্বীপ এক্সপ্রেসে চেপে মালদহে ফিরছিলেন। সেই সময় তাদের সঙ্গে ভাব জমায় দুষ্কৃতীরা।

জঞ্জালের স্তূপ

তথ্য: অনিতা দত্ত। ছবি: সন্দীপ পাল।

রাত পোহালেই রবীন্দ্র জন্মজয়ন্তী। অথচ জলপাইগুড়ি শহরের রবীন্দ্রভবনের ঢোকার মুখে জমে রয়েছে জঞ্জালের স্তূপ। নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে হয় পথচারীদের। রবীন্দ্র ভবনের অন্দরেরও হালও খুব ভাল নয়। ফি বর্ষায় জল জমে যায় ভিতরে। গত বর্ষায় প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের সময়ে এক বিচারককে চৌকির উপরে চেয়ার তুলে বসতে হয়। পুরুষ-মহিলাদের আলাদা শৌচাগার নেই। যেটি রয়েছে তার ব্যবহার যন্ত্রণাদায়ক। রবীন্দ্রভবন পরিচালনার দায়িত্ব রয়েছে আর্য নাট্য সমাজের হাতে। পরিচালন কমিটির অন্যতম সহ সভাপতি আনন্দগোপাল ঘোষ জানান, ভবন সংস্কারের কাজ জোরকদমে চলছে। হলে শব্দ প্রেক্ষপণ ব্যবস্থা আধুনিক করার কাজও চলছে। জলপাইগুড়ির তথ্য সংস্কৃতি আধিকারিক জগদীশ রায় জানান, জুনের মধ্যে প্রথম পর্যায়ের সংস্কার শেষ হয়ে যাওয়ার কথা। ২৫ বৈশাখের প্রাক্কালে রবীন্দ্র ভবনের সামনের জঞ্জাল কেন সরানো হবে না সেই প্রশ্ন তুলেছেন শহরবাসীদের অনেকেই। পুরসভার চেয়ারম্যান মোহন বসু জানান, খোঁজ নিয়ে পদক্ষেপ করা হবে।

এজেন্ট গ্রেফতার

মামলা করার টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ইসলামপুর থানার মেলা মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম দুলাল সিংহ। তার বাড়ি ইসলামপুর থানার পুরাতনপল্লিতে। অভিযোগ, সম্প্রতি একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্ট দুলালবাবু অন্যান্য এজেন্টদের কাছ থেকে টাকা নিয়েছিলেন ওই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে মামলা করার জন্য। সেই টাকা তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগ। সংস্থার এজেন্টেরা ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ভস্মীভূত

ভস্মীভূত হল জলপাইগুড়ির চার নম্বর ঘুমটির একটি বাড়ির একাংশ। বুধবার রাতে বাড়ির মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তের পরে দমকল সূত্রে জানানো হয়েছে। রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগার পরে এলাকাবাসীরা দকমলে খবর দিলেও এক ঘণ্টা পরে দমকলের ইঞ্জিন এসে পৌঁছোয় বলে অভিযোগ। এর প্রতিবাদে রাতে বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছেন। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে পরিবারের দাবি।

জাল টাকা-সহ ধৃত

দেড় লক্ষ জাল টাকা-সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। মালদহের বৈষ্ণবনগর থানার গোয়ালপাড়া থেকে মঙ্গলবার রাতে। পুলিশ জানিয়ছে, ধৃতের নাম সামিউল হক। তার কাছে উদ্ধার হয়েছে ২০০টি ৫০০ টাকা, ৫০টি হাজার টাকার জালনোট।

স্বস্তির বৃষ্টি মালদহে। বুধবার মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

পুকুর নয়। ফালাকাটা থেকে কোচবিহার যাওয়ার রাস্তা। দু’দিনের বৃষ্টিতেই
এমন হাল। ফালাকাটা লাগোয়া অজয়নগরে। ছবি: রাজকুমার মোদক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy