ভর্তি হতে আসা ছাত্রকে ‘মারধর’
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
বিএ প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। লাইন ভেঙে ইচ্ছেমতো ভর্তি প্রক্রিয়া চলছিল বলে পাল্টা অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের বিরুদ্ধেও। অভিযোগ ও পাল্টা অভিযোগকে ঘিরে দুপক্ষের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদহের চাঁচল কলেজে। শনিবার বিকালে ওই ঘটনাটি ঘটে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন বলেন, “ভর্তিকে ঘিরে একটা সমস্যা হয়েছিল। তা মিটে গিয়েছে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে সায়েবুল শেখ নামে এক ছাত্র ভর্তির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ওই সময় লাইন ভেঙে এগিয়ে যেতেই তাঁকে টিএমসিপির কয়েকজন কর্মী তাঁর কলার ধরে মারধর করে বলে অভিযোগ। সায়েবুলকে ধাক্কা দিয়ে সিড়িতে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছাত্র পরিষদের সমর্থকরা চলে এলে, হাতাহাতি শুরু হয়। ছাত্র পরিষদের ব্লক সভাপতি আন্জারুল হকের অভিযোগ, “অন্যায়ভাবে ওই ছাত্রকে টিএমসিপির কয়েকজন মারধর করছিল। প্রতিবাদ করতেই টিএমসিপি সমর্থকরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে।” টিএমসিপির চাঁচল-১ ব্লক কার্যকরী সভাপতি সুমিত সরকারের পাল্টা অভিযোগ, “এক ছাত্র লাইন ভেঙে এগিয়ে যাওয়ায় তাকে ফের লাইনে দাঁড়াতে বলা হয়। মারধর করা হয়নি।”
বিদ্যুৎ-বিভ্রাট, দফতরে তালা
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
একটানা বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শনিবার বিদ্যুৎ বন্টন কোম্পানির দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকাবাজারের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় সারাদিনে টানা এক ঘণ্টাও বিদ্যুত থাকে না। গত চার মাস ধরে ওই সমস্যা চললেও, কোনও পদক্ষেপ করা হয়নি। এদিন বিদ্যুৎ বন্টন দফতরে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে বাসিন্দাদের বিরূদ্ধে। বিক্ষোভ শুরুর পরে প্রথমে স্থানীয় ফাঁড়ির পুলিশকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে বিক্ষোভের আঁচ বাড়তে থাকায় এলাকায় যান হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায়। তিন ঘণ্টা একটানা বিক্ষোভের চলার পর দুপুর ১টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে দফতরের তালা খোলা হয়। বিদ্যুৎ বন্টন কোম্পানির ভালুকাবাজারের স্টেশন ম্যানেজার সুপ্রিয় সিংহ জানান, অতিরিক্ত চাহিদাতো রয়েইছে, বৃষ্টি চলতে থাকায় কয়েকটি এলাকায় সমস্যা হয়েছে। দ্রুত যাতে সমস্যা মেটে তা দেখা হচ্ছে।
মোহনকে আরও ‘উপহার’
পুরসভার পাঠানো ৫৬টি প্রকল্প অনুমোদনের পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে কর্মী নিয়োগেরও সবুজ সঙ্কেত পেল জলপাইগুড়ি পুরসভা। শনিবার সাংবাদিক বৈঠকে পুরসভার চেয়ারম্যান মোহন বসু দাবি করেন, ইতিমধ্যে চার কোটি ন’লক্ষ টাকা পেয়েছে পুরসভা। অনুমোদিত প্রকল্পগুলির জন্য ই-টেন্ডারের প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন চেয়ারম্যান মোহন বসু-সহ পুরসভার আট কংগ্রেসি কাউন্সিলর। তৃণমূলে যোগদানের পরেই অবশ্য রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকল্প ‘উপহার’ মিলেছে বলে বলছেন কংগ্রেস নেতারা। মোহনবাবু অবশ্য বলেন, “এক সময় জলপাইগুড়ি পুরসভার প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুলেছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি শহরের উন্নয়নের জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।”
টিটি অ্যাকাডেমি
টেবিল টেনিস অ্যাকাডেমির উদ্বোধন হল মালবাজারে। গত শুক্রবার রাতে মালবাজারে অ্যাকাডেমির উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মালবাজার পুরসভার উদ্যোগে এবং শহরের সৎকার সমিতির পরিচালনায় অ্যাকাডেমি তৈরি হয়েছে। প্রাক্তন জাতীয় টিটি চ্যাম্পিয়ন কস্তুরী চক্রবর্তী অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন বলে পুরসভার তরফে জানানো হয়েছে। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে কস্তুরী চক্রবর্তী এবং রাজ্য টেবিল টেনিস অ্যসোসিয়েশন এর সহ সভাপতি কুন্তল গোস্বামী উপস্থিত ছিলেন।