শিশু উদ্যানের হাল ফেরানোর কাজে নামল তুফানগঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যে উদ্যানের ভেতরে জঙ্গল, ঝোপঝাড় সাফাইয়ের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে।
ঝকঝকে করে তোলা হয়েছে গোটা চত্বর। উদ্যানের প্রবেশ গেট, সীমানা দেওয়ালে শুরু হয়েছে রঙের প্রলেপের কাজ।
পুরসভা সূত্রের খবর, প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে ওই শিশু উদ্যানটিকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। একটি সংস্থাকে উদ্যানটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ ডিসেম্বর প্রায় তিন মাস ধরে তালা বন্ধ হয়ে পড়ে থাকা শিশু উদ্যানটি ফের নতুন চেহারায় সাজিয়ে খুলে দেওয়া হবে। তুফানগঞ্জ পুরসভার তৃণমূল চেয়ারম্যান অনন্ত বর্মা জানান, কাজ অনেকটাই এগিয়েছে।
প্রায় দেড় দশক আগে বামেদের দখলে থাকা ওই পুরসভার উদ্যোগে তুফানগঞ্জ আবাহন হলঘর লাগোয়া প্রায় এক বিঘা জমির ওপর একমাত্র শিশু উদ্যানটি তৈরি হয়। রক্ষণাবেক্ষণের অভাবে সেটির দোলনা, স্লিপার খেলার অযোগ্য হয়ে পড়ে। আগাছার জঙ্গল ভরে যায় গোটা এলাকা। পরিস্থিতির জেরে তৃণমূল পুরবোর্ড উদ্যানে তালা ঝুলিয়ে দেয়। এ বার শিশু উদ্যানেও সেটির তালা বন্ধ থাকায় শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ মাসেই বেহাল শিশু উদ্যানটি নিয়ে সংবাদপত্রে ছবি ও খবর প্রকাশ হয়। তার পরেই নড়েচড়ে বসেন পুরসভার কর্তারা। শুরু হয় দ্রুত হাল ফেরানোর উদ্যোগ।
পুরসভার ওই উদ্যোগকে বিরোধীরা অবশ্য কটাক্ষ করেছেন। তুফানগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা সুভাষ ভাওয়াল বলেন, “রাজনৈতিক তরজায় যেতে চাই না। দেরিতে হলেও পুরসভা ভাল উদ্যোগ নিয়েছে।” তুফানগঞ্জ যুব কংগ্রেস সভাপতি শুভময় সরকার বলেন, “দীর্ঘ দিন ধরে শিশু উদ্যানটি চালুর দাবি করেছিলাম। অনেক দিন পরে পুরসভার ঘুম ভাঙল।”