Advertisement
২০ মে ২০২৪

‘ডাইনি’ অপবাদে বাড়িছাড়া তরুণীকে

দৃষ্টিহীন এক তরুণীকে ‘ডাইনি’ বলে সপরিবার ঘরছাড়া করার অভিযোগ উঠল পুরাতন মালদহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। স্কুল পাড়ার বাসিন্দা ওই তরুণীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাবা-মাকে নিয়ে বছর চব্বিশের ওই তরুণী আপাতত আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৪ ০১:৪০
Share: Save:

দৃষ্টিহীন এক তরুণীকে ‘ডাইনি’ বলে সপরিবার ঘরছাড়া করার অভিযোগ উঠল পুরাতন মালদহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। স্কুল পাড়ার বাসিন্দা ওই তরুণীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাবা-মাকে নিয়ে বছর চব্বিশের ওই তরুণী আপাতত আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন। তাঁর পরিবারের দাবি, সোমবার পুলিশকে এ বিষয়ে লিখিত ভাবে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। চার দিন ধরে ঘরছাড়া তাঁরা। পুলিশ অবশ্য এমন কোনও অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছে। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগ করলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু এ ধরনের কোনও অভিযোগের কথা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

ওই তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এলাকার বেশ কিছু বাসিন্দা তাঁদের বাড়িতে চড়াও হয়ে টালি ভাঙচুর করে। এলাকা না ছাড়লে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই রাতে মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তাঁর বাবা-মা।

তরুণীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি সারাদিন পুজো-আর্চা নিয়েই থাকেন। বাড়ি থেকে ধূপধুনোর গন্ধ বেরোয়। এলাকায় রটে যায়, টুম্পা তুকতাক জানেন। বাড়িতে পুজো-আর্চা করা যাবে না বলে হুমকিও দেওয়া হয় তাঁকে। তিনি তা না শোনায় তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই তরুণী বলেন, “আমি পুজো-আর্চা নিয়েই বেঁচে রয়েছি। বাড়িতে চড়াও হওয়ার পর না পালালে ওরা হয়ত মেরেই ফেলত। গত সোমবার পুলিশকে লিখিত অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” তরুণীর মা বলেন, “শনিবার রাতে হামলার সময় প্রাণে মারার হুমকি দেওয়ায় ভয় পেয়ে মেয়ে পালিয়ে যায়। পরে আমাদেরও হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়।” পুরাতন মালদহ পুরসভার ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শৈবাল অগ্রবাল বলেন, “বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

blind lady maldah witchraft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE