Advertisement
১১ মে ২০২৪

দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু ঘিরে চাপানউতোর

ভোট দিয়ে ফেরার পথে পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও ৩২ জন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ির উরলাজোত এলাকায়। হতাহতরা সকলেই তৃণমূলের সমর্থক বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা দাবি করেছেন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৪ ০২:২৪
Share: Save:

ভোট দিয়ে ফেরার পথে পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও ৩২ জন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ির উরলাজোত এলাকায়। হতাহতরা সকলেই তৃণমূলের সমর্থক বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা দাবি করেছেন। পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রাম কিরণ রাম (৫৫)। তাঁর বাড়ি খড়িবাড়িরই চাকরজোত এলাকায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। তাঁর মধ্যে অধিকাংশই মহিলা। সঙ্গে কয়েকজন শিশুও রয়েছে। এঁদের মধ্যে ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল কলেজ সূত্রে জানানো হয়েছে। গাড়ির চালক পলাতক। তবে কীভাবে মালবাহী গাড়িতে ধারণ ক্ষমতার বাইরে, এত লোক নিয়ে যাচ্ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

দার্জিলিঙের অতিরিক্ত এসপি সুদীপ সরকার বলেন, “একটি পিক আপ ভ্যান উল্টে যাওয়ার খবর পেয়েছি। তাতে একজন মারা গিয়েছে। আহতদের অনেককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।” সম্ভবত চালক আনকোরা থাকায় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। তবে কংগ্রেসের অভিযোগ, চালক সহ যাত্রীদের, দলের পক্ষ থেকে মদ্যপান করানো হয়। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ফাঁসিদেওয়া বিধানসভা যুব কংগ্রেস সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, “ভোট দিয়ে বের হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকেই প্রচুর পান ভোজন করানো হয় বলে আমরা খবর পেয়েছি। সে কারণেই এই দুর্ঘটনা বলে মনে হচ্ছে।” এই অভিযোগ মিথ্যা বলে মনে করছেন তৃণমূলের দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য দীপক শীল। তিনি বলেন, “এ সব মিথ্যা। মানুষের মৃত্যু নিয়ে কংগ্রেস নোংরা রাজনীতি করছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০ টা নাগাদ খড়িবাড়ির গাইনজোত, চাকরমারি এলাকা থেকে ৩৪ জন একটি হুডখোলা পিক আপ ভ্যানে ভোট দিতে যায় খড়িবাড়ির উরলাজোত এলাকার একটি প্রাথমিক স্কুলে। সেখানে ভোট দিয়ে প্রত্যেকেই খাওয়া দাওয়া করে। দলীয় আয়োজনেই খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। তবে তার সঙ্গে মদ্যপান করানো হয়েছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এরপরে দুপুর ১২ টা নাগাদ তাঁরা সকলে ওই ভ্যানে চড়ে ফের গাইনজোতের দিকে রওনা হয়। কিছুটা দূর যাওয়ার পরেই ফাঁকা রাস্তায় পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় খড়িবাড়ি থানার পুলিশ।

তৃণমূলের মাটিগাড়া এলাকার নির্বাচনী পর্যবেক্ষক মদন ভট্টাচার্য জানান, এঁরা সকলেই তৃণমূলের সমর্থক। আহতদের মধ্যে ৭ জনকে রক্ত দিতে হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৬ জন বাচ্চা। বাকিরা সকলেই মহিলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার অমরেন্দ্রনাথ সরকার বলেন, “১৭ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accidental death siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE