ছোট গাড়ি ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় বৃহস্পতিবার কোচবিহারের কলের পাড় এলাকায় ৫ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে দু’জন মহিলা, দু’জন পুরুষ ও একটি শিশু রয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন সাইকেল আরোহীও। রাত দশটা নাগাদ ডাওয়াগুড়ি থেকে বাণেশ্বরের দিকে যাচ্ছিল গাড়িটি। কোচবিহার থেকে তুফানগঞ্জের দিকে যাচ্ছিল ট্রাকটি। ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনার পরে স্থানীয় মানুষেরাই প্রথমে বিকট আওয়াজ শুনে ছুটে আসেন। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ ও দমকল যায়। কোচবিহার জেলা হাসপাতালের সুপার জয়দেব বর্মণ জানান, ওই পাঁচ জনকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। প্রশাসন অবশ্য রাত পর্যন্ত ওই পাঁচ জনের পরিচয় জানাতে পারেনি। তবে মৃতদের মধ্যে চার জন একই পরিবারের বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।