Advertisement
০৫ মে ২০২৪

দ্রুত গ্যারিটি সেতুর সংস্কার চায় বালুরঘাট

পুজোর আগেই বিপজ্জনক ঘোষণা করে সেতুতে চলাচল নিষিদ্ধ করে দিয়েছে পূর্ত দফতর। পাশের খাঁড়ির উপর থাকা স্লুইস গেটের সংকীর্ণ একটি সেতুর উপর ভরসা করতে হচ্ছে বালুরঘাটের বাসিন্দাদের। তবে তাতে ভারী গাড়ি না যাওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দ্রুত সংস্কার করা হোক আত্রেয়ী খাঁড়ির উপরের গ্যারিটি সেতু। বাসিন্দাদের অভিযোগ, গত পাঁচ মাস ধরেই শহরের মধ্যে আত্রেয়ী খাঁড়ির উপর যোগাযোগ রক্ষাকারী সেতুটি বেহাল হয়ে রয়েছে।

বেহাল বালুরঘাটের গ্যারিটি সেতু।

বেহাল বালুরঘাটের গ্যারিটি সেতু।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০০:৫৬
Share: Save:

পুজোর আগেই বিপজ্জনক ঘোষণা করে সেতুতে চলাচল নিষিদ্ধ করে দিয়েছে পূর্ত দফতর। পাশের খাঁড়ির উপর থাকা স্লুইস গেটের সংকীর্ণ একটি সেতুর উপর ভরসা করতে হচ্ছে বালুরঘাটের বাসিন্দাদের। তবে তাতে ভারী গাড়ি না যাওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দ্রুত সংস্কার করা হোক আত্রেয়ী খাঁড়ির উপরের গ্যারিটি সেতু।

বাসিন্দাদের অভিযোগ, গত পাঁচ মাস ধরেই শহরের মধ্যে আত্রেয়ী খাঁড়ির উপর যোগাযোগ রক্ষাকারী সেতুটি বেহাল হয়ে রয়েছে। সম্প্রতি পূর্ত দফতর ওই গ্যারিটি সেতুকে বিপজ্জনক ঘোষণা করে। যার জেরে যাতায়াতে নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের। শহরের পূর্ব-দক্ষিণ অংশের সঙ্গে পশ্চিম-উত্তরদিকের ভারী যানবাহন থেকে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ হয়ে থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও। রাজ্যের পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী এই শহরের বাসিন্দা। তাঁর নিজের শহরে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি সেতুর বেহাল হয়ে থাকলেও, কেন সংস্কারের উদ্যোগ হবে না সে প্রশ্ন তুলেছেন শহরবাসীরা।

ব্রিটিশ শাসনকালে তৈরি গ্যারিটি সেতুর জায়গায় নতুন একটি কংক্রিটের সেতু তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুজোর মুখে পূর্তমন্ত্রী শঙ্করবাবু জানিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত সেতু তৈরির প্রকল্পে বিভাগীয় ছাড়পত্র মেলেনি বলে জানা গিয়েছে। এ দিন অবশ্য পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী ফোন ধরেননি। এসএমএস করা হলেও উত্তর মেলেনি। তবে বিভাগীয় সূত্রের খবর, জেলা থেকে ওই বেহাল সেতুর পরিবর্তে নতুন একটি কংক্রিটের সেতু তৈরির জন্য চার কোটিরও বেশি টাকার খসড়া প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকার অরূপ রায় বলেন, “সেতু সংস্কারের প্রকল্প তৈরি হয়েছে। অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”

শহরের কাছারি রোড এলাকায় আত্রেয়ী খাঁড়ির উপর সঙ্কীর্ণ গ্যারিটি সেতু গত সেপ্টেম্বরে একদিকে বসে যাওয়ায় পূর্ত দফতর থেকে সেতুর দু’ধারে লোহার ব্যারিকেড বসিয়ে চলাচলের উপর নিযেধাজ্ঞা জারি করা হয়। এর প্রায় দু’মাস আগে ওই সেতুটি বেহাল হয়ে পড়ায় পূর্ত দফতর থেকে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হালকা যানবাহন চলাচল চালু ছিল। পুজোর আগে সেতুতে চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে সেতুর পাশেই খাঁড়ির উপর সেচ দফতরের একটি স্ল্যুইসগেটের সঙ্কীর্ণ সেতু দিয়ে বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে। যদিও, এই সেতুটির অবস্থাও খুব একটা ভাল নয়। সে কারণে এই সেতুটি দিয়েও ভারী যান চলতে দেওয়া হয় না। বাসিন্দারা জানান সে কারণেই গ্যারিটি সেতুর দ্রুত সংস্কার প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

garity bridge renovation balurghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE