Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আগুনে মৃত দুই

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার বিকেলে রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী যাওয়ার রাজ্য সড়কের পাশের এসআরভিকে ৭ কম্পার্টমেন্টে ঘটনাটি ঘটে। রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দূরে একটি ছোট গাড়িতে আগুন লাগায় ঘটনাস্থলে মারা যান দু’জন। তাঁদের নাম চন্দন মজুমদার (২৬) ও গাড়ির চালক কৌশিক ভদ্র(২৪)।

তখনও নেভেনি আগুন।—নিজস্ব চিত্র।

তখনও নেভেনি আগুন।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০১:৪৬
Share: Save:

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার বিকেলে রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী যাওয়ার রাজ্য সড়কের পাশের এসআরভিকে ৭ কম্পার্টমেন্টে ঘটনাটি ঘটে। রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দূরে একটি ছোট গাড়িতে আগুন লাগায় ঘটনাস্থলে মারা যান দু’জন। তাঁদের নাম চন্দন মজুমদার (২৬) ও গাড়ির চালক কৌশিক ভদ্র(২৪)।

জ্বলন্ত গাড়ির পাশে পড়ে থাকা আরও দুই আরোহীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন রাজভাতখাওয়া রেঞ্জের বনকর্মীরা। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, এদিন বিকেলে রাজাভাত খাওয়া জঙ্গলে একটি গাড়ি দুর্ঘটনায় দু’জন পুড়ে মারা গিয়েছেন। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে জঙ্গলে চলে যায়। তারপরে আগুন লেগে যায়। তদন্ত করে দেখা হচ্ছে।”

আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া এলাকার ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সরকার জানান, “এ দিন সকালে বীরপাড়া চৌপথি এলাকার সোনার দোকানের মালিক প্রসেনজিত্‌ সরকার ও ফলের দোকানদার প্রসেনজিত্‌ সাহা এবং একটি দোকানের কর্মচারী চন্দন মজুমদার (২৬) ও গাড়ির চালক কৌশিক ভদ্র(২৪) জয়ন্তী ঘুরতে গিয়েছিলেন। প্রসেনজিত্‌ সরকার ক কিছুদিন আগে একটি ছোট গাড়ি কিনেছিলেন। ফেরার পথে দুর্ঘটনা হয়। ঘটনাস্থলেই চন্দন ও গাড়ি চালক কৌশিক মারা গিয়েছেন। জখম দু’জনকে শিলিগুড়িতে রেফার করা হয়েছে। আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের আধিকারিক প্রদীপ সরকার বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে, গাড়ি দ্রুত গতিতে চলছিল। কোনও গাছে ধাক্কা লেগে গাড়িটিতে আগুন লেগে যায়। বাঁ দিকের একটি দরজা খুলে দু’জন কোনওরকমে বেরোলেও বাকি দু’জন বেরোতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

car accident fire death alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE