Advertisement
E-Paper

পুর-ভোটের আগে শিলিগুড়িকে ‘স্মার্ট সিটি’ করতে ব্যস্ত বিজেপি

মাস চারেকের মধ্যেই শিলিগুড়ি পুর-ভোট হওয়ার কথা। তার আগে ‘হানড্রেড স্মার্ট সিটিজ’ প্রকল্পে শিলিগুড়ির নাম তুলতে আসরে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই দলের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর কাছে সেই আর্জি জানিয়ে চিঠি গিয়েছে।

কিশোর সাহা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৪ ০২:৪০

মাস চারেকের মধ্যেই শিলিগুড়ি পুর-ভোট হওয়ার কথা। তার আগে ‘হানড্রেড স্মার্ট সিটিজ’ প্রকল্পে শিলিগুড়ির নাম তুলতে আসরে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই দলের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর কাছে সেই আর্জি জানিয়ে চিঠি গিয়েছে। এবং বিজেপি নেতারা সুযোগ পেলেই সে কথাটা তুলে আনছেন জনসমক্ষে। ‘স্মার্ট সিটি’ নিয়ে বিজেপি-র এই উদ্যোগের পিছনে ভোট টানতে চাওয়ার কৌশল দেখছে তৃণমূল এবং কংগ্রেস।

তবে সিপিএম নেতাদের বক্তব্য, শিলিগুড়ি কেন্দ্রীয় বরাদ্দ পেলে, ভালই হয়।

লোকসভা ভোটের ফল ঘোষণার পরে রাজ্যে প্রভাব বাড়ানোর কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নন বিজেপি নেতৃত্ব। শিলিগুড়িতে প্রভাব বিস্তারের জন্য আসন্ন পুর-ভোটকেই পাখির চোখ করেছেন তাঁরা। কারণ, লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে বিজেপি এক নম্বরে ছিল। আগামী অক্টোবর মাসের মধ্যে পুর-ভোট হওয়ার কথা। তার আগে ‘স্মার্ট সিটি’-র তালিকায় শহরের নাম তোলার প্রস্তাব তুরুপের তাস হতে পারে বলে মনে করছে জেলা বিজেপি। দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়াও ‘স্মার্ট সিটি’র দাবিকে সমর্থন জানিয়েছেন।

বিজেপি-র নির্বাচনী ইস্তাহারেই বলা হয়েছিল, ক্ষমতায় এলে দেশের ১০০টি শহরকে ‘স্মার্ট সিটি’ করে তোলা হবে। এই শহরগুলিতে কম সুদে গৃহঋণ, রাস্তা ও জলের আধুনিক পরিকাঠামো, সর্বত্র বিনামূল্যে ওয়াই-ফাই এবং ‘জিপিএস’-সংবলিত পরিবহণ ব্যবস্থা এমন নানা সুযোগ থাকবে। নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব নিয়েই ভেঙ্কাইয়া নাইডু ঘোষণা করেন, প্রকল্পটি রূপায়ণ করবে সরকার। শিলিগুড়ি ‘স্মার্ট সিটি’র তালিকায় থাকতে পারে কি না, প্রশ্ন করা হলে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বলেন, “আমরা শিলিগুড়িকেও স্মার্ট সিটি করতে আগ্রহী। তবে অফিসারদের নিয়ে গোটা প্রকল্পের পর্যালোচনা করতে হবে।” সেই সঙ্গেই তিনি মনে করিয়ে দেন, উন্নয়নের প্রশ্নে রাজনীতির জায়গা নেই।

বিজেপি-র দার্জিলিং জেলা সভাপতি রথীন্দ্র বসু বলেন, “শিলিগুড়ি এর আগে কেন্দ্রীয় প্রকল্প জওহওরলাল নেহরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশনের (জেএনএনইউআরএম) আওতাভুক্ত হয়নি। আশা করব, ‘স্মার্ট সিটি’ প্রকল্পে শিলিগুড়ি অন্তর্ভুক্ত হবে।” সাংসদ অহলুওয়ালিয়ার মাধ্যমেও দিল্লিতে চাপ বাড়াতে চান জেলা বিজেপি নেতৃত্ব।

দেশের নানা এলাকার গুরুত্বপূর্ণ শহরের খোলনলচে পাল্টাতে ইউপিএ আমলে ‘জেএনএনইউআরএম’ প্রকল্প চালু হয়। ১০ লক্ষ বা তার বেশি জনসংখ্যা রয়েছে, এমন শহর ওই প্রকল্পের আওতায় বাড়তি বরাদ্দ পায়। কিন্তু তা নিয়ে নানা শহরের তরফে আপত্তি ওঠে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সভাপতিত্বে গোটা দেশের পুর ও নগরোন্নয়নমন্ত্রীদের বৈঠকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি অশোক ভট্টাচার্য শিলিগুড়ি, হলদিয়ার মতো শহরকে ওই মিশনের আওতায় আনার দাবিতে সরব হন। সেই দাবি অবশ্য মানা হয়নি।

বিজেপি কেন্দ্রে আসার পরে দেখা যাচ্ছে, জেএনএনইউআরএম-এর অধীনে যে ১,৩২৯টি প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল, তার ৬৭৯টি রূপায়িত হয়েছে। প্রায় অর্ধেক প্রকল্প হয়নি। তাই সেগুলি নিয়ে আপাতত না এগিয়ে ‘স্মার্ট সিটি’-র উপরেই জোর দিতে চাইছে নগরোন্নয়ন মন্ত্রক। যা জানার পরে তৎপর হয়ে উঠেছেন বিজেপি-র জেলা নেতারা।

প্রতিদ্বন্দ্বী দলের নেতারা অবশ্য বিজেপি-র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেসের কাউন্সিলর তথা দার্জিলিং লোকসভা আসনের প্রার্থী সুজয় ঘটক মনে করেন, পুর-ভোটের মুখে পালে বাতাস কাড়তেই শহরবাসীকে ‘মিথ্যে স্বপ্ন’ দেখানো হচ্ছে। তাঁর যুক্তি, “জেএনএনইউআরএম কেন বাতিল করা হবে, তা এখনও স্পষ্ট হয়নি। কোনও শহরকে কীসের ভিত্তিতে স্মার্ট সিটি প্রকল্পের আওতাভুক্ত করা হবে তা-ও ঘোষণা হয়নি। কাজেই আগ বাড়িয়ে হইচই করার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”

শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পালের কটাক্ষ, “কংগ্রেস ও বামেরা অতীতে অনেক দিল্লির লাড্ডুর স্বপ্ন দেখিয়েছেন। বিজেপি এখনই কেন এটা নিয়ে হইচই করছে, তা বুঝতে কষ্ট হচ্ছে না।”

এক সময়ে শিলিগুড়ির নাম জেএনএনইউআরএম প্রকল্পে ঢোকানোর চেষ্টা যিনি করেছিলেন, সেই প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু অবশ্য আশাবাদী। তিনি বলেন, “শিলিগুড়ি যদি কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ পায়, তা নিশ্চয়ই ভাল ব্যাপার। তবে ছোট-মাঝারি শহরও যাতে উপকৃত হয়, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।”

corporation vote siliguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy