Advertisement
০৫ মে ২০২৪

প্রোমোটার রাজ চালাচ্ছেন কৃষ্ণেন্দু, দাবি মৌসমের

রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে গুণ্ডাগিরির অভিযোগ তুলেছেন দক্ষিন মালদহের সাংসদ তথা জেলা কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর। শনিবার দুপুরে ইংরেজবাজারের রথবাড়িতে তাঁর বাড়িতে তিনি অভিযোগ করেন, মন্ত্রী প্রোমোটার-রাজ চালাচ্ছেন। তিনি বলেন, “মন্ত্রী তথা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবু কখনও আইনজীবীকে হুমকি দিয়ে মারধর করছেন।

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও মৌসম বেনজির নূর। ফাইল চিত্র।

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও মৌসম বেনজির নূর। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:১২
Share: Save:

রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে গুণ্ডাগিরির অভিযোগ তুলেছেন দক্ষিন মালদহের সাংসদ তথা জেলা কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর। শনিবার দুপুরে ইংরেজবাজারের রথবাড়িতে তাঁর বাড়িতে তিনি অভিযোগ করেন, মন্ত্রী প্রোমোটার-রাজ চালাচ্ছেন। তিনি বলেন, “মন্ত্রী তথা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবু কখনও আইনজীবীকে হুমকি দিয়ে মারধর করছেন। কখনও শিক্ষককে মারধর করছেন। তাঁর এই গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব। তিনি শুধু গুন্ডাগিরিই করছেন না, শহরে প্রোমোটার রাজ চালাচ্ছেন। আসন্ন পুরসভা নির্বাচনে এই ইস্যুগুলি নিয়ে আমরা ঝাঁপাব।”

সাংসদের অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেছেন, “সাংসদ মৌসম নূর আর কতদিন মামার নাম ভাঙিয়ে জেলার মানুষকে স্বপ্ন দেখাবেন। আমি শহরের উন্নয়নের জন্য কী কাজ করেছি তা মানুষই জানেন। আর অভিযোগ যে কেউ করতে পারেন। তাঁর কথাতে কিছু আসে-যায় না।”

এ দিন দুপুরে সাংবাদিক বৈঠক করে দুই পুরসভার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ মৌসম নূর। তিনি জানান, ইংরেজবাজার পুরসভায় বিভিন্ন সমস্যা রয়েছে। বর্ষার সময় জল জমে শহরে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর্বজনা ফেলার জায়গা নেই। পরিশ্রুত পানীয় জল প্রকল্পের পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। পুরতন মালদহ পুরসভাতেও উন্নয়ন থমকে গিয়েছে। আসন্ন পুরসভা নির্বাচনে এই দুই পুরসভায় সবকটি আসনে একক ভাবে লড়বে কংগ্রেস। তিনি বলেন, “দুই পুরসভার সবকটি আসনেই প্রার্থী আমরা দেব। খুব শ্রীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করব। ইতিমধ্যে আমরা পুরবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে আনন্দোলন শুরু করে দিয়েছি।” ওর্য়াডে ওর্য়াডে কংগ্রেসের তরফে কর্মিসভা করা হবে।

মন্ত্রীর গুণ্ডাগিরি প্রসঙ্গে তিনি বলেন, “২০১৪ সালের মার্চ মাসে ইংরেজবাজার শহরের এক আইনজীবী সঞ্জয় শর্মাকে ফোনে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া তাঁকে মারধর করার অভিযোগ রয়েছে। শুধু ওই আইনজীবী নয় একজন শিক্ষককে কৃষ্ণেন্দুবাবুর অনুগামীরা মালদহ টাউন স্টেশনে তাঁর সামনেই মারধর করল। আতঙ্কে ওই শিক্ষক ও তার পরিবার ঘর ছাড়া রয়েছে। এই গুন্ডাগিরির জবাব মানুষ দেবেই।” গত মঙ্গলবার ইংরেজ বাজারের কালিতলার বাসিন্দা তথা তৃণমূল শিক্ষাসেলের কর্মী কাজল গোস্বামীকে ফেসবুক কান্ডের জন্য মন্ত্রীর নির্দেশে কৃষ্ণেন্দুবাবুর অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় জেলায় ব্যপক হইচই পড়ে যায়। আতঙ্কে নিগৃহীত কাজলবাবু এবং তাঁর পরিবার ঘর ছাড়া হন। পরে তিনি কলকাতায় পালিয়ে যান। এখনও তিনি কলকাতাতেই রয়েছেন। কাজলবাবু বলেন, “মৌসম একজন রাজনৈতিক নেত্রী। উনি তাঁর মতো করে বলতেই পারেন। তবে আমাকে যে ভাবে সকলের সামনে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে,তা কখনই সমর্থন যোগ্য নয়।” ওই আইনজীবী সঞ্জয় শর্মা বলেন, উনি (মৌসম) যাই বলুন, “আমি এখনও বিচার পাইনি। পুলিশও আমাকে সাহায্য করেনি। অভিযোগ করা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।” এই ঘটনা প্রসঙ্গ মন্ত্রী কৃষ্ণেন্দুবাবু বলেন, “চক্রান্ত করে বদনাম করা চেষ্টা করা হচ্ছে। এই চক্রান্তের জবাব মানুষই তাদের দেবে।” তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, “বিরোধীরা তো বলবেই। এর বেশি বলার আমার কিছু নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE