Advertisement
১৯ মে ২০২৪

প্রথম দিনেই নকলের নালিশ নানা স্কুলে

মাধ্যমিকের প্রথম দিন মালদহের মানিকচকের এনায়েতপুরের ইএ উচ্চ মাধ্যমিক স্কুল-সহ উত্তরবঙ্গে রায়গঞ্জ, গোয়ালপোখর, ইসলামপুরে টুকলির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে বিভিন্ন জায়গায় গোলমাল হয়। এনায়েতপুরের ইএ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ১টা নাগাদ বহিরাগতরা বাইরে থেকে নকল সরবরাহ করতে শুরু করে বলে অভিযোগ।

ইএ স্কুলে চলছে নকল সরবরাহ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

ইএ স্কুলে চলছে নকল সরবরাহ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৪
Share: Save:

মাধ্যমিকের প্রথম দিন মালদহের মানিকচকের এনায়েতপুরের ইএ উচ্চ মাধ্যমিক স্কুল-সহ উত্তরবঙ্গে রায়গঞ্জ, গোয়ালপোখর, ইসলামপুরে টুকলির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে বিভিন্ন জায়গায় গোলমাল হয়। এনায়েতপুরের ইএ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ১টা নাগাদ বহিরাগতরা বাইরে থেকে নকল সরবরাহ করতে শুরু করে বলে অভিযোগ। প্রাচীর টপকে পরীক্ষার্থীদের হাতে বাইরে থেকে প্রশ্নের উত্তর লেখা কাগজ পৌঁছে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন অভিভাবকদের একাংশ এবং স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে জানা গিয়েছে, এই স্কুলে মানিকচকের সাহেবনগর উচ্চ বিদ্যালয় এবং কালিন্দ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিট পড়েছে। দুই স্কুলের ৪৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এই কেন্দ্রের দায়িত্বে থাকা দীপশ্রী মন্ডল বলেন, “আমরা শুনেছি বাইরে থেকে কিছু অভিভাবক এমন ঘটনা ঘটিয়েছে। থানায় বাড়তি নিরাপত্তা চেয়ে আমরা আবেদন করব। পরীক্ষা কেন্দ্রের ভিতরে গোলমাল হয়নি।”

চাকুলিয়া থানার তরিয়াল হাইস্কুলে বাইরে থেকে নকল সরবরাহ হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি মানতে চায়নি পুলিশ। পুলিশের দাবি, কোনও স্কুল চত্বরের ২০০ মিটারের মধ্যে কেউ ঢুকতে পারেনি। চাকুলিয়া থানার ওসি পলাশ মহন্ত বলেন, “স্কুল থেকে ২০০ মিটারের মধ্যে কেউ ঢুকতে দেওয়া হয়নি।” রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার রিজিওনাল অফিসার প্রদীপ বিশ্বাস বলেন, “প্রথম দিন মাধ্যমিকের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়। তবে তার পরেই জামালদহে বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর পৌঁছয়।”

পরীক্ষা শুরু হওয়ার মুখে এদিন রায়গঞ্জ ব্লকের বিন্দোল হাইস্কুলে অভিভাবকদের একাংশের জোর করে ঢোকার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বেলা সওয়া ১১টা নাগাদ পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের একাংশ স্কুলে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। সেই সময় স্কুল কর্তৃপক্ষ স্কুলের গেট আটকে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা শুরু হয়। স্কুলের শিক্ষকদের একাংশ এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভিভাবকদের অনেকে বচসায় জড়িয়ে পড়েন। কয়েকজন অভিভাবক স্কুল চত্বরে ঢিলও ছোড়েন বলে অভিযোগ। বিরাট পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়। মধ্যশিক্ষা পর্ষদ নিযুক্ত জেলা আহ্বায়ক ব্যোমকেশ বর্মন বলেন, “বিন্দোল হাইস্কুলে অভিভাবকদের ঢোকার চেষ্টাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পরীক্ষা পর্ব নির্বিঘ্নেই শেষ হয়েছে।”

পরীক্ষা চলাকালীন পুলিশ জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেও এদিন পরীক্ষা শুরু হওয়ার পর রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় একাধিক জেরক্সের দোকান খোলা ছিল। পুলিশ গিয়ে সে সব দোকান বন্ধ করে। গোয়ালপোখর থানার ঠিকরিবাড়ি ও নন্দঝাড়ে জেরক্সের দোকান খুলে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madhyamik exam duplicacy north bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE