Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রশিক্ষণ-হীনদের নিয়োগ করার পক্ষে সরব প্রচারে

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণহীনদের নিয়োগ করার পক্ষে জোর সওয়াল করে বেকারদের মন জয়ের চেষ্টা করলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার লোকসভা নির্বাচন উপলক্ষে কোচবিহারের সুকান্ত মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ওই ব্যাপারে সরব হন তিনি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০২:২৬
Share: Save:

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণহীনদের নিয়োগ করার পক্ষে জোর সওয়াল করে বেকারদের মন জয়ের চেষ্টা করলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার লোকসভা নির্বাচন উপলক্ষে কোচবিহারের সুকান্ত মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ওই ব্যাপারে সরব হন তিনি। মানিকবাবু বলেন, “কোচবিহার জেলাতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ৮০ হাজার প্রশিক্ষণহীন আবেদনকারী আছেন। তাদের সবাইকে নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ দিতে বদ্ধপরিকর। কেন্দ্রের সরকারকে ওই ব্যাপারে আইন পরিবর্তন করতে বাধ্য করাতে তৃণমূল প্রার্থীর জয় সুনিশ্চিত করতে হবে।” সংসদ সভাপতি বলেন, “কেন্দ্র ত্রিপুরাকে ছাড় দিয়েছে। তাই পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা যাবে না।” কনভেনশনে সংগঠনের রাজ্য সভাপতি শ্যামপদ পাত্র স্কুলের পরে অতিরিক্ত সময় মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন শিক্ষকদের। তিনি বলেন, “আমরা ২০১০ সালে পর্ষদ ভোটে সে ভাবে শিক্ষকদের পাইনি। গত এক বছরে ৪২ হাজার সদস্য সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে সদস্য ৬৫ হাজার। শিক্ষায় উন্নয়নের জোয়ারের জন্য এটা সম্ভব হয়। এটা এক লক্ষ করতে হবে।” এই দিন স্কুলের সময় শিক্ষকদের অনেকে কনভেনশনে যোগ দেওয়ায় বহু স্কুলে স্বাভাবিক ক্লাস হয়নি বলে অভিযোগ তুলেছে বিরোধীরা প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের কোচবিহার জেলা আহ্বায়ক দেবাশিস কর বলেন, “যে সব স্কুলে চার বা অধিক শিক্ষক আছে, সেখান থেকে দু’জন কনভেনশনে এসেছেন। তা-ও ছুটি নিয়ে এসেছেন। ক্লাস, মিড ডে মিল স্বাভাবিক ছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

training teacher loksabha election cooch behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE