Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাশের বাড়ি যাওয়ার নাম করে পালাল মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষার আগের রাতে বাড়ি ছেড়ে পালাল এক মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার সুকান্তনগরে। পুলিশ জানিয়েছে, নিখোঁজের নাম শুভজিত সাহা (১৭)। তার ডাক নাম গোপাল। রবিবার রাত আটটা নাগাদ ক্রিকেট খেলার সামগ্রী রাখার ব্যাগে জামাকাপড় ভরে বাড়ি থেকে বেড়িয়ে যায়।

সংগ্রাম সিংহ রায়
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫১
Share: Save:

পরীক্ষার আগের রাতে বাড়ি ছেড়ে পালাল এক মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার সুকান্তনগরে। পুলিশ জানিয়েছে, নিখোঁজের নাম শুভজিত সাহা (১৭)। তার ডাক নাম গোপাল। রবিবার রাত আটটা নাগাদ ক্রিকেট খেলার সামগ্রী রাখার ব্যাগে জামাকাপড় ভরে বাড়ি থেকে বেড়িয়ে যায়। যাওয়ার সময় মাসতুতো দিদিকে বলে, “পাশের বাড়ি পড়তে যাচ্ছি। কিছু পড়া বুঝে নিতে হবে। আর বন্ধুর খেলা রয়েছে। তাকে ব্যাগটি দিতে হবে।”

রাতভর বাড়ি ফিরে না আসায় সকালে ওই ছাত্রের বাবা আশিঘর ফাঁড়িতে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ছেলে পালিয়ে যাওয়ার পরে স্কুলে খোঁজখবর করে বাবা জানতে পারেন, ছেলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা জানালেও আদৌ সে পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জন করেনি। পরীক্ষায় বসার ইচ্ছেও তার ছিল না। তাও পরে বুঝতে পারেন বাবা হারান চন্দ্র সাহা। ছেলেকে খঁুজে না পেয়ে মা ডলিদেবী অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ নিখোঁজের অভিযোগ দায়ের করে স্থানীয় ও বাইরের বিভিন্ন থানায় যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানানো হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, “ওই ছাত্রকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।”

রবিবার ঘরে পড়াশোনা করছিল বলে জানান মাসতুতো দিদি প্রিয়াঙ্কা সাহা। তিনি বলেন, “কাল রাত আটটা নাগাদ এক হাতে খেলার ব্যাগ, অন্য হাতে বাংলা বই, ও নোট খাতা নিয়ে বেড়িয়েছিল। আমাকে বলল পাশের বাড়ি এক দাদার কাছে পড়তে যাচ্ছি।” তাঁর কাছে মাঝে মধ্যে পড়া বুঝতে যেত বলে এমন কোনও চিন্তা মাথায় আসেনি বলে তিনি জানান। রাত ১২ টা পর্যন্ত ফিরে না আসায় খোঁজ করে জানতে পারে পাশের বাড়ি যায়নি শুভজিত। সোমবার সকালে তার খোঁজ করে জানতে পারেন, রিকশায় চেপে শিলিগুড়ি জংশনে তেনজিং নোরগে বাস টার্মিনাসের দিকে তাকে নিয়ে যেতে দেখেছে কেউ কেউ। শিলিগুড়ি ছাড়া, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাটে যেখানে যত আত্মীয়রা রয়েছেন সব জায়গায় ফোন করা হয়েছে। খোঁজ নেওয়া হয়েছে বন্ধু মহলেও বলে জানা গিয়েছে। কিন্তু তাতে লাভ হয়নি। অল্প কিছু টাকা সম্বল করে বের হওয়া ছেলে কোথায় রয়েছেন তাই বুঝতে পারছেন না তাঁরা। হারানবাবু বলেন, “আমাদের খুলে কিছু কখনওই বলেননি তিনি। যদি তা বলত তাহলে আমরা সাহস জোগাতে পারতাম। এভাবে কোথায় চলে গেল! যদি কোনও বিপদ হয় সেই আশঙ্কায় আছি।”

নিখোঁজ ছাত্রের বাবা জানিয়েছেন, ছেলে শিলিগুড়ির হাকিমপাড়ার বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র। চলতি মাধ্যমিক পরীক্ষায় তার বসার কথা ছিল। কিন্তু টেস্ট পরীক্ষায় সে যোগ্যতামান উত্তীর্ণ হতে পারেনি। নিয়মানুযায়ী অভিভাবককে ডেকে সতর্ক করে দেওয়া হয় স্কুল থেকেই। সেভাবেই হারানবাবুকে ডেকে সতর্ক করা ও একটি ফর্ম ভরে তাঁকে সই করে স্কুলে জমা দিতে বলা হয়। সেই মত খালি ফর্মেই সই করে সেটি ভরে ছেলেকে জমা দিতে বলেন তিনি। কিন্তু সেই ফর্ম স্কুলে জমাই করেনি শুভজিত। তাই স্বাভাবিকভাবেই তার মাধ্যমিকের অ্যডমিট কার্ডও আসেনি। কিন্তু এ সমস্ত কিছু ঘুণাক্ষরেও টের পাননি বাবা বা পরিবারের কেউ বলে তাঁদের দাবি। তবে স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ মুখোপাধ্যায় অবশ্য এমন ঘটনার কথা জানা নেই। তিনি বলেন, “আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE