Advertisement
১৯ এপ্রিল ২০২৪
আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ডের উদ্যোগ

পেশায় প্রবেশ কী ভাবে, দিশা সেমিনারে

আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ডের যৌথ উদ্যোগে বুধবার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত হল ‘কলেজ ক্যাম্পাস থেকে কর্মজীবনের পদক্ষেপ’ শীর্ষক একটি আলোচনাসভা। সরকারি ও বেসরকারি সংস্থায় নিয়োগের চূড়ান্ত মৌখিক পরীক্ষা দেওয়ার সময় চাকরি প্রার্থীদের কী কী বিষয় মেনে চলা দরকার, সে বিষয়ে এ দিন ওই সেমিনারে শতাধিক পড়ুয়াকে সচেতন করেন উদ্যোক্তারা। পাশাপাশি, সাফল্য হাতের মুঠোয় শীর্ষক পৃথক আরেকটি সেমিনারও এ দিন আয়োজিত হয়।

সুরেন্দ্রনাথ কলেজে চলছে সেমিনার। ছবি: তরুণ দেবনাথ।

সুরেন্দ্রনাথ কলেজে চলছে সেমিনার। ছবি: তরুণ দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০১:৪৯
Share: Save:

আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ডের যৌথ উদ্যোগে বুধবার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত হল ‘কলেজ ক্যাম্পাস থেকে কর্মজীবনের পদক্ষেপ’ শীর্ষক একটি আলোচনাসভা। সরকারি ও বেসরকারি সংস্থায় নিয়োগের চূড়ান্ত মৌখিক পরীক্ষা দেওয়ার সময় চাকরি প্রার্থীদের কী কী বিষয় মেনে চলা দরকার, সে বিষয়ে এ দিন ওই সেমিনারে শতাধিক পড়ুয়াকে সচেতন করেন উদ্যোক্তারা। পাশাপাশি, সাফল্য হাতের মুঠোয় শীর্ষক পৃথক আরেকটি সেমিনারও এ দিন আয়োজিত হয়।

উদ্যোক্তাদের তরফে পিন্টু মণ্ডল ও অয়ন দে জানান, সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরির চূড়ান্ত মৌখিক পরীক্ষায় কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, তা অনেকেই জানেন না। ফলে অনেকেই ভাল পরীক্ষা দিয়েও চাকরি পাওয়া থেকে বঞ্চিত হন। সেই কারণেই রাজ্যের মোট ৭০টি কলেজে এই ধরণের সেমিনার করা হচ্ছে।

কলেজ ক্যাম্পাস থেকে কর্মজীবনের পদক্ষেপ শীর্ষক সেমিনারে এ দিন সুরেন্দ্রনাথ কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ২০০ জনেরও বেশি পড়ুয়া হাজির হয়েছিলেন। প্রায় দুঘণ্টার ওই সেমিনারে পিন্টুবাবু তাঁদের প্রজেক্টরের মাধ্যমে নিয়োগের চূড়ান্ত মৌখিক পরীক্ষায় কীভাবে বায়োডেটা লিখতে হয় সেই বিষয়ে সচেতন করেন। পাশাপাশি, মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময়ে চাকরিপ্রার্থীদের পোশাক, নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলার ধরন, শরীরী ভাষা-সহ বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়।

আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ডের এ দিনের সেমিনার পড়ুয়াদের স্বনির্ভর হতে সাহায্য করবে বলে দাবি করেছেন অধ্যক্ষ প্রবীরবাবু। তিনি বলেন, কী কী বিষয় মাথায় রেখে চাকরির চূড়ান্ত মৌখিক পরীক্ষা দেওয়া উচিত, তা অনেকেই জানেন না। আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ড এই বিষয়ে পড়ুয়াদের সচেতন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছি।

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তথা দ্বিতীয় বর্ষের ছাত্র তিতুন দাস ও প্রথম বর্ষের ছাত্র মহম্মদ ফারুক আজম জানান, নিয়োগের চূড়ান্ত মৌখিক পরীক্ষায় কী কী বিষয় মেনে চলতে হয়, তা এ দিনের সেমিনারে তাঁরা যোগ না দিলে জানতে পারতেন না। আনন্দবাজার পত্রিকা ও জিলেট গার্ডের উদ্যোগে মঙ্গলবার ইটাহারের মেঘনাদ সাহা কলেজ ও কালিয়াগঞ্জ কলেজে একই ধরনের সেমিনার হয়। কাল, শুক্রবার ডালখোলা অগ্রসেন কলেজে ও শনিবার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ওই সেমিনার হওয়ার কথা রয়েছে।

উদ্যোক্তারা জানান, ১৩ ডিসেম্বর শনিবার মালদহে একটি ‘সেন্ট্রাল ভেন্যু’-র আয়োজন করা হয়েছে। কোনও কলেজে যদি কেউ যোগ দিতে না পারেন তাহলে তিনি মালদহের ওই সেমিনারটিতে যোগ দিতে পারেন। ওই দিন সকাল ১১টায় মালদহ কলেজের অডিটোরিয়ামেই সেমিনারটি হবে। সব কলেজের পড়ুয়াদের জন্যই মালদহের সেমিনারটি আয়োজন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anandabzar seminar raiganj job profession
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE