Advertisement
৩০ এপ্রিল ২০২৪

পাহাড়ে আর বনধ নয়, ঘোষণা গুরুঙ্গের

জনজীবন স্তব্ধ করে দেওয়ার মতো আন্দোলন আর করবে না গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার দুপুরে দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে দলীয় সভায় বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার উপস্থিতিতে এই প্রতিশ্রুতি দিলেন খোদ মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গই। মোর্চা সভাপতি এ দিন বলেন, “অনেকে ভাবতে পারেন, ভোটের পরে ফের গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন হবে। পাহাড় বিপর্যস্ত হবে। বনধ ডাকা হবে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভোটের পরে আন্দোলন হলেও পাহাড়ে আর বন্ধ হবে না। যা আন্দোলন হবে সব দিল্লিতে। পাহাড় স্বাভাবিক থাকবে। আপনারা অতীতে যে দুর্ভোগে পড়েছেন তার পুনরাবৃত্তি হবে না।” সে জন্য পর্যায়ক্রমে দিল্লিতে গিয়ে তাঁরা গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন করবেন বলে গুরুঙ্গ দাবি করেন।

প্রচারের শেষ দিনে দার্জিলিঙের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে বিমল গুরুঙ্গ। মঙ্গলবার রবিন রাইয়ের ছবি।

প্রচারের শেষ দিনে দার্জিলিঙের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে বিমল গুরুঙ্গ। মঙ্গলবার রবিন রাইয়ের ছবি।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৩:২৪
Share: Save:

জনজীবন স্তব্ধ করে দেওয়ার মতো আন্দোলন আর করবে না গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার দুপুরে দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে দলীয় সভায় বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার উপস্থিতিতে এই প্রতিশ্রুতি দিলেন খোদ মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গই।

মোর্চা সভাপতি এ দিন বলেন, “অনেকে ভাবতে পারেন, ভোটের পরে ফের গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন হবে। পাহাড় বিপর্যস্ত হবে। বনধ ডাকা হবে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভোটের পরে আন্দোলন হলেও পাহাড়ে আর বন্ধ হবে না। যা আন্দোলন হবে সব দিল্লিতে। পাহাড় স্বাভাবিক থাকবে। আপনারা অতীতে যে দুর্ভোগে পড়েছেন তার পুনরাবৃত্তি হবে না।” সে জন্য পর্যায়ক্রমে দিল্লিতে গিয়ে তাঁরা গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন করবেন বলে গুরুঙ্গ দাবি করেন।

ভোটের শেষ মুহূর্তে গুরুঙ্গ কেন পাহাড়ে বনধ ডাকবেন না বলে ঘোষণা করলেন?

মোর্চার অন্দরের খবর, বিষয়টি নিয়ে দলের নেতাদের অনেকেই গুরুঙ্গের উপরে চাপ দিয়েছেন। কারণ, তেলঙ্গানা গঠনের নীতিগত সিদ্ধান্ত হওয়ার পরে গুরুঙ্গ গত জুলাই মাস থেকে টানা প্রায় দেড় মাস পাহাড় অচল করে দেওয়ার চেষ্টা করেন। মোর্চার অন্দরের খবর, সেই সময়ে অতদিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে থাকায় পাহাড়ে মোর্চার সমর্থনে ভাঁটা পড়ে। মোর্চা বিরোধীদের পায়ের তলার মাটি শক্ত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ উপেক্ষা করে কালিম্পঙে লেপচা সম্প্রদায়ের সভায় যোগ দিয়েছেন। তারপর থেকে পাহাড়ে তৃণমূলের সংগঠনেরও শক্তি বাড়তে থাকে। পাহাড়ে বনধ বিরোধী মনোভাবাপন্ন মানুষও সে সময়ে রাস্তায় নেমেছেন। ভোটের প্রচারে পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী পাহাড়বাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সাহস জোগানোর চেষ্টাও করেছেন। মোর্চার নেতা-কর্মী অনেকেরই বক্তব্য, পাহাড়বাসীরা চান স্বাভাবিক জনজীবন যেন বিপর্যস্ত না হয়, সে কারণেই তাঁরা মোর্চার দিক থেকে মুখ ফিরিয়ে মোর্চা বিরোধীদের প্রতি আস্থা রাখছেন। সে জন্য মোর্চার অন্দরেই পাহাড়ে আগামী দিনে আর বনধ হবে না সে কথা প্রকাশ্যে ঘোষণা করার জন্য প্রবল দাবি ওঠে। মোর্চার কেন্দ্রীয় কমিটি সূত্রের খবর, দলের নেতা-কর্মীদের ভয়টা যে অমূলক নয় তা বুঝেই গুরুঙ্গকে আগামী দিনে পাহাড়ে বন্ধ হবে না বলে ঘোষণা করতে হয়।

তৃণমূলের সঙ্গে মোর্চার সম্পর্কের সাম্প্রতিক অবস্থা নিয়েও এ দিন মুখ খুলেছেন গুরুঙ্গ। মোর্চা সভাপতির দাবি, “আমি যদি শুধু নিজের কথা ভাবতাম, তা হলে তৃণমূলের সঙ্গেই থাকতাম। আমি গোর্খা জনজাতির দাবি পূরণের কথা ভাবি। গোর্খাল্যান্ড আদায়ের স্বপ্ন দেখি। সে জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি।” এর পরেই গুরুঙ্গ জানিয়ে দেন, গোর্খাল্যান্ড আদায় হবেই। তাঁর বক্তব্য, “পাহাড়ের মানুষ কারও কথায় উঠবেন-বসবেন সেটা হতে পারে না। আমার আশা, যিনি বাংলা ভাগ হবে না বলে আমাদের বিরোধিতা করছেন, তাঁর জীবদ্দশায় গোর্খাল্যান্ড হবে।” ওই সভায় বিজেপি প্রার্থীও তৃণমূল নেত্রীর সমালোচনা করেন। তাঁর অভিযোগ, “সাম্প্রতিক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বিমল গুরুঙ্গ ও অবাঙালিদের ভয় দেখিয়েছেন। তা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।”

তৃণমূলের দার্জিলিং পাহাড় শাখার তরফে বিন্নি শর্মাও মোর্চা সভাপতির বক্তৃতা ও অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল। তাঁর দাবি, “আন্দোলনের নামে মানুষকে দুর্ভোগে ফেলে নিজের আখের গোছালে তার জবাব পেতেই হবে। সে জন্য তিতিবিরক্ত পাহাড়বাসী দলে দলে তৃণমূলে সামিল হয়েছেন ও হচ্ছেন। পাহাড় তো বটেই, সমতলেও মানুষ সেই জবাব দিতে প্রস্তুত। তাই গুরুঙ্গরা এখন নানা মিথ্যে প্রতিশ্রুতি, ভিত্তিহীন অভিযোগ তুলছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lok sabha election darjeeling bimal gurung morcha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE