Advertisement
১৭ মে ২০২৪

পোড়াঝাড়ে ধৃত পঞ্চায়েত সদস্য

শিলিগুড়ির পোড়াঝাড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য কার্তিক মণ্ডল। সোমবার বেশি রাতে তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের অন্দরের খবর, যুযুধান দুই গোষ্ঠীকে নিয়ে বৈঠক করে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করেও সফল হননি তৃণমূল-এর জেলার শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পরেও এক তৃণমূল নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, রবিবার রাতে। জানা গিয়েছে, এতে ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, গোলমালে জড়িতদের সকলকে গ্রেফতার করতে হবে। এর পরে দুই গোষ্ঠীর তৃণমূল নেতারা গ্রেফতার হন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০২:২১
Share: Save:

শিলিগুড়ির পোড়াঝাড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য কার্তিক মণ্ডল। সোমবার বেশি রাতে তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের অন্দরের খবর, যুযুধান দুই গোষ্ঠীকে নিয়ে বৈঠক করে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করেও সফল হননি তৃণমূল-এর জেলার শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পরেও এক তৃণমূল নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, রবিবার রাতে। জানা গিয়েছে, এতে ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, গোলমালে জড়িতদের সকলকে গ্রেফতার করতে হবে। এর পরে দুই গোষ্ঠীর তৃণমূল নেতারা গ্রেফতার হন।

সোমবার সন্ধ্যায় নিরঞ্জন সহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল। রাতে কার্তিককেও গ্রেফতার করা হয়। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছিল। তাদের মধ্যে নিরঞ্জন সরকার এবং অনিল রায়কে পাঁচদিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকিদের জেল হেফাজতের নির্দেশ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সরকারি জমি দখলমুক্ত করতে সরকারি দফতর ও পুলিশ কর্মীদের নিয়ে এদিন উত্তরকন্যায় বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি দফতর, নিজের জমি চিহ্নিত করে তা দখল হয়ে থাকলে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করবে। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “এলাকায় কোনও জমি মাফিয়াকে রেয়াত করা হবে না। অভিযোগের ভিত্তিতে কার্তিককে গ্রেফতার করা হয়েছে।” শুক্রবার সকালে জমি বিবাদের জেরে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কার্তিককে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঘটনায় অভিযুক্তরা কোন দলের তা দেখা হয়নি বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেছেন, “কোনও জমি দখল সরকার বরদাস্ত করবে না। সরকারি জমি মানুষের কল্যাণের কাজে ব্যবহার করা হবে। তা কেউ কেনাবেচা করলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

শুক্রবার সকালে মহানন্দা নদীর চর দখলকে কেন্দ্র করে শিলিগুড়ির পোড়াঝাড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। কয়েকজন আহতও হন। এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয় নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে। তারই জেরে রবিবার রাতে পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ বাসুদেব সরকারের বাড়িতে আগুন দেয় কে বা কারা।

মঙ্গলবার উত্তরকন্যায় সরকারি বিভিন্ন দফতর, শিলিগুড়ি পুরসভার কমিশনার, দার্জিলিংয়ের জেলাশাসক পুনীত যাদব, দার্জিলিং ও জলপাইগুড়ির পুলিশ সুপার, শিলিগুড়ির পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। ঘন্টাখানেক বৈঠকের পর মন্ত্রী বিভিন্ন দফতরের কর্তাদের জানিয়ে দেন, তাঁরা সরকারি জমি রক্ষার ব্যপারে দায়বদ্ধ। কোথাও জমি দখল হচ্ছে দেখলে পুলিশে অভিযোগ করার নির্দেশ দেন। এমনকী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরাসরি দখল উচ্ছেদ করার কথাও বলেন।

দুর্ঘটনায় মৃত্যু। বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে মাটিগাড়ার মেডিকেল মোড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাসটিতে ভাঙচুর চালায়। এরপরে উত্তেজিত জনতা বাসটিতে আগুনও ধরিয়ে দেয়। মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। এরপরেই অবস্থা নিয়ন্ত্রণে আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri porajhar panchayat member
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE